1 / 27

Energy source

Yuvaplus is one of the best institutions in Kolkata. Its main object is to inspire and guide individuals to become extraordinary civil servants. Yuvaplus invites students of different backgrounds and acts as a catalyst to achieve their dreams, a pilot to the bright future they have always wanted.

Yuvaplus
Download Presentation

Energy source

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. Welcome to West Bengal’s 1st Learning Mate For More Live Class & PDF  https://www.yuvaplus.in yuvaplus Subscribe Our Youtube Channel:

  2. শক্তির উৎস For More Live Class & PDF https://www.yuvaplus.in

  3. কার্য করার ক্ষমতাকে শক্তি বলা হয় l • শক্তি হচ্ছে মানব সভ্যতার প্রধান চালক l • দৈনন্দিন কাজে, কৃষিতে, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায়, চিকিৎসা ও শিক্ষায়, শিল্প এবং আমোদ-প্রমোদ ব্যবস্থায় শক্তির ব্যবহার অনস্বীকার্য l For More Live Class & PDF https://www.yuvaplus.in

  4. শক্তি উৎস অপ্রচলিত/ Non Conventional প্রচলিত/ Conventional নবীভবনযোগ্য Renewable অনবীভবনযোগ্য Non renewable নবীভবনযোগ্য Renewable For More Live Class & PDF https://www.yuvaplus.in

  5. যে সকল শক্তির উৎসকে শক্তি উৎপাদনে সচরাচর ব্যাপকভাবে ব্যবহার করা হয় তাদের কে প্রচলিত শক্তি উৎস বলা হয় l • যেমন : কয়লা ,পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ,পারমাণবিক শক্তি ইত্যাদি হল প্রচলিত শক্তির উৎস l • প্রচলিত শক্তির উৎস সীমিত বাধাহীনভাবে ব্যবহারের ফলে এসকল উৎস সমূহের প্রাকৃতিক সঞ্চয় টান পড়েছে এছাড়াও পরিবেশ ও বাস্তুতন্ত্র কথা মাথায় রেখে অপ্রচলিত শক্তির উৎস থেকে নতুন প্রযুক্তি প্রয়োগের ব্যবহার উপযোগী শক্তি সংগ্রহ করা হয় অপ্রচলিত শক্তির উৎস I • যেমন : সৌরশক্তি ,জোয়ার ভাটা শক্তি, জৈব গ্যাস ,ভূতাপ ইত্যাদি l For More Live Class & PDF https://www.yuvaplus.in

  6. যেসব শক্তি উৎস ক্ষয়িষ্ণু বা সীমিত যা একবার শেষ হয়ে গেলে আর তৈরি করা যায় না তাদের অনবীভবন শক্তির উৎস বলা হয় I • জীবাশ্ম জ্বালানি,কয়লা,খনিজ তেল,প্রাকৃতিক গ্যাস ইত্যাদি l • কিছু ধরনের শক্তি উৎস যা আমরা বারবার ব্যবহার করতে পারি এবং যে উৎস শেষ হয় না যেমন জল প্রবাহের শক্তি, বায়ু শক্তি ,সৌর শক্তি ,জৈবশক্তি, সমুদ্রের জোয়ার ভাটা শক্তি ,পারমাণবিক শক্তি ,জ্বালানি কাঠ এদের নবীভবন শক্তির উৎস বলা হয় l For More Live Class & PDF https://www.yuvaplus.in

  7. 1.প্রচলিত/ Conventional - অনবীভবনযোগ্য /Non renewable: • কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম I • 2.প্রচলিত/ Conventional - নবীভবনযোগ্য /Renewable: • প্রবাহিত জলের শক্তি , পারমাণবিক শক্তি I • 3.অপ্রচলিত/ Non Conventional- নবীভবনযোগ্য /Renewable: • বায়ু শক্তি ,সৌর শক্তি ,ভূতাপীয় শক্তি, জোয়ার-ভাটা নির্ভরশীল শক্তি, জৈবপদার্থ, অ্যালকোহল ও উদ্ভিজ্জ তেল ,ওটেক, জৈব গ্যাস, মিথেন হাইড্রেট I For More Live Class & PDF https://www.yuvaplus.in

  8. 1.প্রচলিত- অনবীভবনযোগ্য: কয়লা :কয়লা জীবাশ্ম জ্বালানির মধ্যে প্রধান l গাছপালা থেকে সৃষ্টি হয় বলে কয়লাকে জৈব জ্বালানি বলে l কয়লার মধ্যে কার্বন অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন ফসফরাস অ্যামোনিয়া এবং জলীয় ও বায়বীয় পদার্থ আছে l কয়লা পুড়িয়ে যে তাপ শক্তি পাওয়া যায় তার সাহায্যে তাপ বিদ্যুৎ শক্তি উৎপাদন হয় কয়লা সবচেয়ে বেশি ব্যবহার হয় তাপবিদ্যুৎ কেন্দ্র l For More Live Class & PDF https://www.yuvaplus.in

  9. 1.প্রচলিত- অনবীভবনযোগ্য: A. কয়লা : কিভাবে সৃষ্টি হয়? মৃত জীব দেহ / মৃত উদ্ভিদ হিউমাস (কালো /বাদামি বর্ণের কাদার মত থকথকে পদার্থ) পিট পাললিক শিলা স্তরে চাপ বায়ুর অনুপস্থিতিতে তাপ এবং জলের প্রভাবে পিট অঙ্গারীভূত হয়ে কয়লা উৎপন্ন করে I For More Live Class & PDF https://www.yuvaplus.in

  10. কয়লার শ্রেণীবিভাগ : • কার্বনের পরিমাণ এর উপর ভিত্তি করে কয়লা কে 4 টি শ্রেণীতে ভাগ করা হয় I • পিট (<30% Carbon) • লিগনাইট(30%-50% Carbon) • বিটুমিনাস(50% -90% Carbon) • অ্যানথ্রাসাইট(>90% Carbon) For More Live Class & PDF https://www.yuvaplus.in

  11. কয়লাকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করা হয় : • কয়লা যেহেতু মৃত জীব দেহ থেকে উৎপন্ন লক্ষ লক্ষ বছরের প্রাকৃতিক প্রক্রিয়ার ফল তাই কয়লার শক্তি, রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত থাকে I • কয়লা দহনে সরাসরি প্রভূত পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় l • এই কারণেই কয়লাকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করা হয় l • জ্বালানি ,বাষ্প শক্তি ,তাপ বিদ্যুৎ শক্তি উৎপাদন I • তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার রাসায়নিক শক্তি কে তাপ শক্তিতে রূপান্তরিত করা হয় l পরবর্তী পর্যায়ক্রমিক ধাপে তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি এবং যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় l For More Live Class & PDF https://www.yuvaplus.in

  12. কয়লার বর্তমান পরিস্থিতি: বিশ্বে মোট নির্ণীত সঞ্চিত কয়লার পরিমাণ 7.64 X 10^12 টন I কিন্তু সংগ্রহণযোগ্য কয়লার পরিমাণ খুবই কম 0.9 X10^12 টন l বিশ্বে মোট সঞ্চিত কয়লার 60% সাবেক সোভিয়েত রাশিয়ায়, 20% আমেরিকা যুক্তরাষ্ট্রে,9% সমগ্র এশিয়া মহাদেশের সঞ্চিত আছে l For More Live Class & PDF https://www.yuvaplus.in

  13. B.পেট্রোলিয়াম: পেট্রোলিয়াম শব্দটি গ্রিক শব্দ পেট্রা (পাথর)এবং ওলিয়াম (তেল)থেকে এসেছে I পেট্রোলিয়াম কথার অর্থ পাথরে সঞ্চিত তেল I ভূগর্ভ থেকে সংগৃহীত অপরিশোধিত পেট্রোলিয়ামকে ক্রুড অয়েল বলা হয় I পেট্রোলিয়াম প্রকৃতপক্ষে হাইড্রোকার্বন যৌগ কিন্তু অশুদ্ধি হিসেবে নিকেল সিসা নাইট্রোজেন অক্সিজেন এবং সালফার মিশ্রিত অবস্থায় থাকতে পারে এবং সাধারণত বাদামি কালো হলুদ সবুজ বর্ণের হয় I আংশিক পাতন এর বিভিন্ন পর্যায়ে পেট্রোল ডিজেল এবং কেরোসিন পাওয়া যায় এবং অবশেষ হিসেবে প্যারাফিন, ন্যাপথা জাতীয় পদার্থ পাওয়া যায় I For More Live Class & PDF https://www.yuvaplus.in

  14. পেট্রোলিয়ামকিভাবে সৃষ্টি হয়? • আজ থেকে প্রায় 5- 6 কোটি বছর আগে মাটি ও বালি জমে সৃষ্টি হয় পাললিক শিলা বিভিন্ন কালে পাললিক শিলা তৈরীর সময় প্রাণী ও উদ্ভিদ দেহবাশেষ পাললিক শিলার বিভিন্ন স্তরে সঞ্চিত থেকে যায় কালের বিবর্তনে পাললিক শিলার মধ্যবর্তী স্তর গুলি তে উদ্ভিদের ও প্রাণীর দেহ বিশেষ এর নানান পরিবর্তন ঘটে ,সৃষ্টি হয় হাইড্রোজেন ও কার্বন ঘটিত যৌগ হাইড্রোকার্বন পরবর্তীকালে ও শিলাস্তরের চাপের ফলে পরিণত হয় তরল জাতীয় পদার্থ পেট্রোলিয়ামে l For More Live Class & PDF https://www.yuvaplus.in

  15. পেট্রোলিয়াম কোথায় পাওয়া যায়? • স্থলভাগের এবং সমুদ্রের তলদেশে ভূগর্ভের পাললিক শিলাস্তরের, • অ্যান্টি ক্লাইন অঞ্চলে (হাই নামে পরিচিত ভারতের মুম্বাই হাই)পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল পাওয়া যায় l • এই পেট্রোলিয়াম সুরক্ষিত স্থানকে ওয়েল ট্র্যাপ বলা হয় l • প্রথমে ওয়েল ট্র্যাপ পর্যন্ত ড্রিল করে ওই স্থানে অপেক্ষাকৃত সরু নল যুক্ত ভালভ বা ক্রিসমাস ট্রি বসিয়ে পেট্রোলিয়াম সংগ্রহ করা হয় l ভারতের মুম্বাই কোস্ট থেকে 110 কিমি দূরত্বে (মুম্বাই হাইতে) 70 মিটার গভীরতায় সাগর সম্রাট নামক তেল নিষ্কাশন কারি জাহাজ তেল নিষ্কাশনে ব্যবহৃত হয় l For More Live Class & PDF https://www.yuvaplus.in

  16. ট্যার স্যান্ড :এটা হল পেট্রোলিয়াম সমৃদ্ধ একপ্রকার বালি I ভেনিজুয়েলা এবং কানাডায় বিস্তীর্ণ অঞ্চলে এই জাতীয় বালি পাওয়া যায় l • কোরাজেন: জৈব পদার্থ যুক্ত এক প্রকার শিলা কে অয়েল সেল বলা হয় l উচ্চ তাপমাত্রায় এটা তেল এবং গ্যাসের বিয়োজিত হয় l ইতালি, ফ্রান্স ,স্কটল্যান্ড এবং সাবেক সোভিয়েত রাশিয়ায়, ইতিমধ্যে অয়েল সেল থেকে নির্গত তেল বিভিন্ন কাজে ব্যবহার করা হয় l For More Live Class & PDF https://www.yuvaplus.in

  17. পেট্রোলিয়ামের বর্তমান পরিস্থিতি: • বিশ্বে মজুত পেট্রোলিয়ামের মোট পরিমাণ প্রায় 20,09000 কোটি ব্যারেল I • মোট পরিমাণএরসিংহভাগ মধ্যপ্রাচ্যের আরব কুয়েত ইরাক ইরান লিবিয়া দেশগুলোতে আছে I • পেট্রোলিয়ামব্যবহার: • রাসায়নিক বস্তু যথা পরিধান উপাদান পলিয়েস্টার এবং ক্যাশমিলনl • পিচ,ন্যাপথলিন, রাসায়নিক সার এবং অন্যান্য প্রসাধন সামগ্রী উৎপাদনের মূল উপকরণ ব্যতীত পেট্রোলিয়াম এর প্রধান ব্যবহার জ্বালানি বা শক্তির উৎস রূপে l • পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত পেট্রোল ডিজেল এবং কেরোসিন অনবীভবন যোগ্য প্রচলিত শক্তির উৎস হিসেবে পরিচিত I এছাড়া তেল শোধনের ফলে যে রাসায়নিক পদার্থ উৎপাদিত হয় তা থেকে ঔষধ এবং প্লাস্টিক উৎপন্ন হয় l For More Live Class & PDF https://www.yuvaplus.in

  18. C.প্রাকৃতিক গ্যাস: প্রাকৃতিক গ্যাস হচ্ছে পৃথিবীর ভূগর্ভ থেকে সংগৃহীত মিথেন সমৃদ্ধ গ্যাসীয় এবং অনবীভবনযোগ্য শক্তির একটি প্রচলিত উৎস I রাসায়নিক সংযুক্তি অনুসারে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান : মিথেন গ্যাস (60-95%), ইথেন গ্যাস(25%) এবং অতি সামান্য পরিমাণ অন্যান্য হাইড্রোকার্বন I ভূগর্ভের অধিকাংশ ওয়েল ট্র্যাপ থেকে কিছু পরিমাণ প্রাকৃতিক গ্যাস সংগৃহীত হলেও প্রাকৃতিক গ্যাস প্রধানত উত্তোলন করা হয় পৃথক গ্যাসের সঞ্চিত কূপ থেকে I For More Live Class & PDF https://www.yuvaplus.in

  19. শক্তির উৎস হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার: • প্রাকৃতিক গ্যাসের তাপ উৎপাদন শক্তি প্রভূত হওয়ায় জ্বালানি হিসেবে এবং বিদ্যুৎ শক্তি উৎপাদনের উৎস হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় l For More Live Class & PDF https://www.yuvaplus.in

  20. 2.শক্তির নবীভবন যোগ্য প্রচলিত উৎস: A.জলবিদ্যুৎ: জলের স্রোতের সাহায্যে টারবাইন যন্ত্র ঘুরিয়ে ওর যান্ত্রিক শক্তি দ্বারা ডায়নামো বা জেনারেটরের মাধ্যমে যে বিদ্যুৎ শক্তি উৎপাদিত হয় তাকে জলবিদ্যুৎ বলে l ভারতে উৎপন্ন বিদ্যুতের 5-10% জল বিদ্যুৎ প্রকল্প থেকে সংগৃহীত হয় lকিন্তু সারাবছর জলবিদ্যুৎ উৎপাদনের হার সমান নয় l For More Live Class & PDF https://www.yuvaplus.in

  21. ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা : • ভারতবর্ষের জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা উজ্জ্বল I ভারতবর্ষে বছরে 400 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প স্থাপনের সুযোগ রয়েছে I জীবাশ্ম জ্বালানির স্বল্প সঞ্চয় এবং দূষণের প্রভাব মাথায় রেখে বিদ্যুৎ উৎপাদনে জলপ্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদনের গুরুত্ব দেওয়া উচিত যদিও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার সুযোগ রয়েছে I • যেমন : জলাধার নির্মাণের জন্য বিস্তীর্ণ অঞ্চলে কৃষি জমি নষ্ট হয় এবং বাঁধ দেওয়ার ফলে বিভিন্ন অক্ষত অরণ্য সম্পদ এর বিলুপ্তি সম্ভাবনা থাকে I • (সাইলেন্ট ভ্যালি প্রজেক্ট ) For More Live Class & PDF https://www.yuvaplus.in

  22. B.পারমাণবিক শক্তি বা নিউক্লিয়ার শক্তি: কোন মৌলের পরমাণুর অন্তর্নিহিত শক্তিকেই পারমাণবিক বা নিউক্লিয়ার শক্তি বলা হয় l ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম ইত্যাদি ধরণের ভারী মৌল ও হাইড্রোজেনের আইসোটোপ যুক্ত ভারী জল পারমাণবিক শক্তি উৎপাদনের মৌলিক পদার্থ l বৈজ্ঞানিক মতে এক পাউন্ড ইউরোনিয়াম থেকে 1 কোটি 20 লক্ষ্য কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপন্ন হয় ওই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে 6000 টন কয়লা প্রয়োজন I পারমাণবিক শক্তি আহরণের দুটি উপায়: নিউক্লিয়ার বিভাজন নিউক্লিয়ার সংযোজন For More Live Class & PDF https://www.yuvaplus.in

  23. নিউক্লিয় বিভাজন: যে নিউক্লিয় বিক্রিয়া কোন ভারী পরমাণুর নিউক্লিয়াস দুটি প্রায় সমগ্র টুকরায় বিভক্ত হয় এবং সেইসঙ্গে কয়টি নিউট্রন এবং প্রচুর পরিমাণ নিউক্লিয় শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয় বিভাজন বলে I নিউক্লিয় সংযোজন: নিউক্লিয় সংযোজন পদ্ধতিতে একাধিক হালকা নিউক্লিয়াসকে সংযোজন করে ভারী নিউক্লিয়াস গঠন করা হয় I For More Live Class & PDF https://www.yuvaplus.in

  24. পারমাণবিক শক্তি ব্যবহার : • বিদ্যুৎ উৎপাদন ছাড়াও পারমাণবিক শক্তির উৎস কে রকেট চালানোর জন্য, গভীর সমুদ্র থেকে খনিজ তেল নিষ্কাশনের জন্যl ভূতাপ নিষ্কাশন করার জন্য, সমুদ্রের নোনা জল কে মিষ্টি জলে পরিণত করবার জন্য ব্যবহার হয় l কিছু দেশে সামরিক অস্ত্র ,ডুবোজাহাজ, যুদ্ধজাহাজ ইত্যাদি কাজে পারমাণবিক শক্তি ব্যবহার করা হয় l For More Live Class & PDF https://www.yuvaplus.in

  25. পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন এর সীমাবদ্ধতা পারমাণবিক শক্তি উৎপাদনের প্রধান সমস্যা হলো যে সংযোজন প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে ক্ষতিকর তেজস্ক্রিয় বর্জ্য সৃষ্টি হয় I পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে অতিরিক্ত সর্তকতা ও উন্নত মানের প্রযুক্তি প্রয়োগ করা প্রয়োজন l For More Live Class & PDF https://www.yuvaplus.in

More Related