0 likes | 13 Views
u099cu0999u09cdu0997u09bfu09acu09beu09a6 u09aau09cdu09b0u09a4u09bfu09b0u09cbu09a7u09c7 u09b8u09aeu09a8u09cdu09acu09bfu09a4 u0995u09ccu09b6u09b2 u09a8u09bfu09b0u09cdu09a7u09beu09b0u09a3 u0993 u098fu0995u09b8u0999u09cdu0997u09c7 u0995u09beu099c u0995u09b0u09beu09b0 u09b2u0995u09cdu09b7u09cdu09afu09c7 u09b0u09bfu09dfu09beu09a6u09c7 u0985u09a8u09c1u09b7u09cdu09a0u09c7u09df u0987u09b8u09b2u09beu09aeu09bfu0995 u09aeu09bfu09b2u09bfu099fu09beu09b0u09bf u0995u09beu0989u09a8u09cdu099fu09beu09b0 u099fu09c7u09b0u09cbu09b0u09bfu099cu09ae u0995u09cbu09dfu09beu09b2u09bfu09b6u09a8u09c7u09b0 (u0986u0987u098fu09aeu09b8u09bfu099fu09bfu09b8u09bf) u09b8u09adu09beu09df u09aau09cdu09b0u09a7u09beu09a8u09aeu09a8u09cdu09a4u09cdu09b0u09c0u09b0 u09aau0995u09cdu09b7u09c7 u09aau09cdu09b0u09a4u09bfu09a8u09bfu09a7u09bfu09a4u09cdu09ac u0995u09b0u099bu09c7u09a8 u0989u09aau09a6u09c7u09b7u09cdu099fu09be u09b8u09beu09b2u09aeu09beu09a8 u098fu09ab u09b0u09b9u09aeu09beu09a8u0964
E N D
রিয়াদে আইএমসিটিসির সভা, প্রধানমন্ত্রীর পক্ষে নেতৃত্ব দেবেন সালমান এফ রহমান
Introduction জঙ্গিবাদ প্রতিরোধে সমন্বিত কৌশল নির্ধারণ ও একসঙ্গে কাজ করার লক্ষ্যে রিয়াদে অনুষ্ঠেয় ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশনের (আইএমসিটিসি) সভায় প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিনিধিত্ব করছেন উপদেষ্টা সালমান এফ রহমান।
সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও আইএমসিটিসির চেয়ারম্যান প্রিন্স খালিদ বিন সালমান বিন আবদুল আজিজ সভায় সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রতিনিধিত্ব করবেন তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
সালমান এফ রহমানের নেতৃত্বে চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল আইএমসিটিসির সভায় অংশ নিতে ২ ফেব্রুয়ারি সৌদি আরবের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবে।
সালমান এফ রহমান ওই সভায় অংশ নেওয়ার পাশাপাশি ৪ ফেব্রুয়ারি সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান আল সৌদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।