0 likes | 15 Views
Prime Minister's Private Industry and Investment Adviser Salman F Rahman said that due to the massive subsidy given by the government, the price of gas and other fuels in the country is lower than many countries in the world. But in the current situation there is no other option but to import gas.<br><br>
E N D
দেশে গ্যাস আমদানির বিকল্প নেই: সালমান এফ রহমান
Introduction সরকারের দেয়া ব্যাপক ভর্তুকির কারণে দেশে গ্যাসসহ অন্যান্য জ্বালানির দাম বিশ্বের অনেক দেশের থেকে কম বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তবে বর্তমান পরিস্থিতিতে গ্যাস আমদানি করা ছাড়া আর বিকল্প নেই।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল গার্মেন্টস মেশিনারি এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
দেশের বর্তমান গ্যাস সরবরাহ সংকট পরিস্থিতিতে ব্যবসায়ীদের দাবি দাওয়ার ব্যাপারে সালমান এফ রহমান বলেন, দেশীয় গ্যাসের উত্তোলন কমে যাওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে গ্যাস আমদানি করা ছাড়া আর বিকল্প নেই উল্লেখ করে সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, খুব শিগগিরই গ্যাস সঙ্কট কেটে যাবে, সরবরাহ ব্যবস্থার উন্নতির জন্য জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। বিদেশ থেকে এলএনজি গ্যাসবাহী জাহাজ আসতে শুরু করেছে।