200 likes | 451 Views
সবাইকে শুভেচ্ছা. সক. পরিচিতি. মোঃ মশিউর রহমান সহকারী শিক্ষক কাকিলা কুড়া বালিকা উচ্চ বিদ্যালয় শ্রীবরদী, শেরপুর।. আজকের পাঠ. সেট. শিখনফলঃ-. এই পাঠ শেষে শিক্ষার্থীরা :-. 1) সেটের সংজ্ঞা বলতে পারবে। 2) সেট কিভাবে প্রকাশ করা যায়। 3) ভেনচিত্র সম্পর্কে বলতে পারবে।
E N D
পরিচিতি মোঃ মশিউর রহমান সহকারী শিক্ষক কাকিলা কুড়া বালিকা উচ্চ বিদ্যালয় শ্রীবরদী, শেরপুর।
আজকের পাঠ সেট
শিখনফলঃ- এই পাঠ শেষে শিক্ষার্থীরা :- 1) সেটের সংজ্ঞা বলতে পারবে। 2) সেট কিভাবে প্রকাশ করা যায়। 3) ভেনচিত্র সম্পর্কে বলতে পারবে। 4) ভেনচিত্রের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারবে।
সেটের সংজ্ঞাঃ বাস্তব বা চিন্তার জগতে বস্তুর সুনির্ধারিত সংগ্রহকেই সেট বলে।
সেটকে তিন ভাবে প্রকাশ করা যায়- তালিকা পদ্ধতি সূত্র পদ্ধতি ভেণচিত্র পদ্ধতি
তালিকা পদ্ধতি-কোন সেট এর সদস্য সংখ্যা একটির পর একটি লিপিবদ্ধ করা হয় তাকে তালিকা পদ্ধতি। উদাহরনঃ A={a,b,c}
সুত্র পদ্ধতিঃ-কোন সেটের সদস্য সুত্রের মাধ্যমে প্রকাশ করা হলে তাকে সুত্র পদ্ধতি বলে। উদাহরণ: S={X€R}:কোন বিদ্যালের নবম শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা।
ভেনচিত্রঃ(জন ভেনঃ১৮৩৪-১৮৮৩)─সেটে সংযোগ, ছেদ, ইত্যাদি কার্যবিধি এবং তাদের জন্য বলবৎ বিধিসমূহ জ্যামিতিক চিত্রে প্রদর্শন করলে, তাকে ভেনচিত্র বলে।
ভেনচিত্র A B C
ভেনচিত্রের মাধ্যমে সমস্যা সমাধানঃ- AU(BUC)=(AUB)UC A B 5 2 1 3 c 4 6 7
যদি A={-1,0,2,3}, B={-3,3,4,5} হলে, (AυB)এবং (A∩B) নির্নয় কর? * দেওয়া আছে A={-1,0,2,3} B={-3,3,4,5} (AUB) ={-1,0,2,3}U{-3,3,4,5} ={0,-1,-3,2,3,4,5} (A∩B) ={-1,0,2,3}∩{-3,3,4,5} ={3} ∴ (AυB)={0,-1,-3,2,3,4,5} (A∩B)={3} (ANSWER)
দলীয় কাজ *যদি A={1,2,3}, B={2,4,6}, C={1,4,7} হলেদেখাও যে,(AυB)υC=Aυ(BυC)
মূল্যায়ন ১)সেট কি? ২)সেট কয় ভাবে প্রকাশ করা যায়? ৩)কোন সেটের সদস্য১,২,৩ একে তালিকা পদ্ধতি প্রকাশ কর।
বাড়ির কাজ ভেনচিত্রের সাহায্যে A, B, C তিনটি সেট হলে,প্রমাণ কর যে, (A∩B)∩C=A∩(B∩C)