180 likes | 571 Views
সবাইকে জানাই. শুভেচ্ছা. নির্মল সরকার সহকারী শিক্ষক খাগাইল বালিকা উচ্চ বিদ্যালয় ধামরাই , ঢাকা ।. শ্রেণিঃ অষ্টম বিষয়ঃ কৃষি শিক্ষা. ছাগল. ভেড়া. স্বাস্থ্যহীন গরু. মোটাতাজা গরু. গবাদিপশু মোটাতাজাকরণ. স্রিক্ক. শিখন ফল. এ পাঠ শেষে শিক্ষার্থীরা.
E N D
সবাইকে জানাই শুভেচ্ছা নির্মল সরকার সহকারী শিক্ষক খাগাইল বালিকা উচ্চ বিদ্যালয় ধামরাই , ঢাকা । শ্রেণিঃ অষ্টমবিষয়ঃ কৃষি শিক্ষা
ছাগল ভেড়া স্বাস্থ্যহীন গরু মোটাতাজা গরু
স্রিক্ক শিখন ফল • এ পাঠ শেষে শিক্ষার্থীরা গরু মোটাতাজাকরণ কী বলতে পারবে । গরু মোটাতাজাকরণের উদ্দেশ্য বলতে পারবে । গরু মোটাতাজাকরণের পদ্ধতি সম্পর্কে বলতে পারবে
কম সময়ে লাভসহ মূলধন ফেরত পাওয়া যায়। বেকার যুবকদের কর্মসংস্থান করা। অল্প সময়ে অধিক লাভ হয়। আর্থিক সচ্ছলতা আনয়ন করা। প্রাণীজ আমিষের ঘাটতি পূরন করা। বাড়ির উচ্ছিষ্ট খাদ্যের সঠিক ব্যবহার। কম পুঁজিতে ব্যবসা করা।
গরু নির্বাচন ও ক্রয় করা। পশুর খাদ্য সরবরাহ করা। মোটাতাজা করার পদ্ধতি পশুর কৃমির চিকিৎসা প্রদান
২ থেকে ৪ দাঁতের ষাঁড় গরু। উঁচু লম্বা কপাল বিশিষ্ট হবে। সংকর জাতের হবে। হাড়ের জোড়াগুলো মোটা হবে। চামড়া ঢিলা হবে। গরু নির্বাচনের বিবেচ্য বিষয় রং সুন্দর হবে। এলাকার পরিচিত গরু।
দৈনিক খাদ্য তালিকা নিম্নরূপঃ খাদ্যের নাম পরিমাণ দানাদার খাদ্য ৩ – ৪ কেজি কাঁচাঘাস ৫ – ৭ কেজি খড় ২ – ৩ কেজি ক্ষুদে দানা ১ কেজি এছাড়াও চাল-ডাল ধোয়া পানি,কাটা শাকসবজি,ভাতের ফেন,কাঁঠালের বোতা ও প্রচুর বিশুদ্ধ পানি দিতে হবে।
দলীয় কাজ গরু মোটাতাজাকরণের উদ্দেশ্য বিশ্লেষণ কর। এক সপ্তাহের খাদ্য তালিকা তৈরি কর।
মূল্যায়নঃ গরু মোটাতাজাকরণ কী ? গরু মোটাতাজাকরণের জন্য কিভাবে গরু নির্বাচন করবে।
বাড়ির কাজ গরু মোটাতাজাকরণ পদ্ধতি বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা গুরুত্বপূর্ন ব্যাখ্যা কর।