160 likes | 407 Views
স্বাগতম. বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি শ্রেনিঃ ৫ম সময়ঃ ৩৫ মিনিট. চল একটি ভিডিও দেখি. পাঠের নামঃ- বাংলাদেশের শিল্প . অধ্যায়ঃ- ৪র্থ পৃষ্ঠাঃ- ৪০--৪৪. শিখনফল. এই পাঠ শেষে শিক্ষার্থীরা----------
E N D
বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্ব পরিচিতিশ্রেনিঃ ৫ম সময়ঃ ৩৫ মিনিট
পাঠের নামঃ- বাংলাদেশের শিল্প অধ্যায়ঃ- ৪র্থ পৃষ্ঠাঃ- ৪০--৪৪
শিখনফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা---------- ১। বাংলাদেশের প্রধান শিল্প গুলির মধ্যে পাট শিল্প,পোশাক শিল্প,তাতঁ শিল্প, মৃৎ শিল্প সম্পর্কে বলতে ও লিখতে পারবে। ২। এই শিল্প গুলির উৎপাদিত পণ্য সম্পর্কে বলতে ও লিখতে পারবে। ৩। বাংলাদেশের অর্থনীতিতে এই শিল্প গুলোর গূরুত্ব সম্পর্কে বলতে ও লিখতে পারবে।
বাংলাদেশের শিল্প পাট শিল্প পোশাক শিল্প তাঁত শিল্প মৃৎ শিল্প
বাংলাদেশের পাট শিল্প উৎপাদিত দ্রব্য পাটের অর্থনৈতিক গূরুত্ব ১। পাট দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। ২। দেশের পাট শিল্পে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে। পাটের তৈরী ব্যাগ, বস্তা, সুতা।
বাংলাদেশের পোশাক শিল্প উৎপাদিত দ্রব্য পোশাক শিল্পের অর্থনৈতিক গূরুত্ব ১। পোশাক রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। ২। বাংলাদেশের পোশাক শিল্পে কয়েক লক্ষ্য নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে। তৈরীকৃত বিভিন্ন ধরনের পোশাক
বাংলাদেশের তাঁত শিল্প উৎপাদিত দ্রব্য তাঁত শিল্পের অর্থনৈতিক গূরুত্ব ১। এদেশের বস্ত্র চাহিদার একটি বড় অংশ তাঁতে বোনা কাপড়ে পূরণ হয়। ২। বাংলাদেশের বহুলোক এ তাঁত শিল্পে নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করে। তাঁতের তৈরী জামদানী শাড়ি ও গামছা
বাংলাদেশের মৃৎ শিল্প উৎপাদিত দ্রব্য মৃৎ শিল্পের অর্থনৈতিক গূরুত্ব ১।বাংলাদেশের সভ্যতা,সংস্কৃতি,ও অর্থনীতির সাথে মৃৎ শিল্প ঘনিষ্টভাবে সম্পর্কযুক্ত। ২। বাংলাদেশের বহু ক্ষুদ্র নৃ-গোষ্টি এই শিল্পে নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করে ও মৃৎ শিল্পের চাহিদা পূরন করে। মাটির তৈরী খেলনা, হাড়ি পাতিল, ফুলের টব।
নীচুস্বরে পাঠ তোমাদের বইয়ের ৪০ পৃষ্টা থেকে ৪২ পৃষ্টা নীচুস্বরে পড় এবং আজকের পাঠের সাথে মিলাও।
দলে কাজ দল-১ পাট শিল্পের উৎপাদিত ৩টি পণ্যের নাম খাতায় লিখ। দল-২পোশাক শিল্পের উৎপাদিত ৩টি পণ্যের নাম খাতায় লিখ। দল-৪ মৃৎ শিল্পের উৎপাদিত ৩টি পণ্যের নাম খাতায় লিখ। দল-৩ তাঁত শিল্পের উৎপাদিত ৩টি পণ্যের নাম খাতায় লিখ।
মূল্যায়ন বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ দাগ টেনে মিল কর মৃৎ শিল্প চট,চটের তৈরি বস্তা, কার্পেট শার্ট,প্যান্ট, গেঞ্জি, জার্সি। তাঁত শিল্প পোশাক শিল্প কলস, টব, ফুলদানি। পাট শিল্প জামদানী, টাঙ্গাইল শাড়ি
বাড়ির কাজ তোমার বাসায় পাটের তৈরি ও মাটির তৈরি কি কি জিনিস ব্যবহার হচ্ছে তা পর্যবেক্ষণ করে নোট খাতায় লিখে নিয়ে আসবে।
উপস্থাপনায় মোঃ আনিস মহিউদ্দিন প্রধান শিক্ষক হাজীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশখালী, চট্টগ্রাম।