230 likes | 497 Views
স্বাগতম. পরিচিতি. মোঃলোকমান হোসেন এম,এস,এস(রাষ্ট্র বিজ্ঞান) সহকারী শিক্ষক দিবাকরপুর উচ্চ বিদ্যালয় পাঁচবিবি,জয়পুরহাট। E-mail:ratonlokman@gmail.com Cell:01740976945. শ্রেনীঃনবম বিষয়ঃজীববিজ্ঞান অধ্যায়ঃআট সময়ঃ৪০ মিনিট তারিখঃ১৫/০৭/২০১৩।. নিচের চিত্রগূলো লক্ষ্য কর.
E N D
মোঃলোকমান হোসেন এম,এস,এস(রাষ্ট্র বিজ্ঞান) সহকারী শিক্ষক দিবাকরপুর উচ্চ বিদ্যালয় পাঁচবিবি,জয়পুরহাট। E-mail:ratonlokman@gmail.com Cell:01740976945.
শ্রেনীঃনবম বিষয়ঃজীববিজ্ঞান অধ্যায়ঃআট সময়ঃ৪০ মিনিট তারিখঃ১৫/০৭/২০১৩।
নিচের চিত্রগূলো লক্ষ্য কর
আজকের পাঠের বিষয়ঃঅ্যামিবার গঠন
শিখনফল • অ্যামিবার দৈহিকগঠন বর্ণনা করতে পারবে। • অ্যামিবা দেহের নিউক্লিয়াস এর কাজ বলতে পারবে। • অ্যামিবার খাদ্যগহবর চিহ্নিত করে এর কাজ বলতে পারবে।
নিউক্লিয়াসঃএন্ডোপ্লাজমের মাঝখানে যে অস্বচ্ছ ও গোলাকার অংশ দেখা যায় সেটাই হলো নিউক্লিয়াস।নিউক্লিয়াস কোষ দেহের কার্যাবলি পরিচালনা করে। • প্লাজমালেমাঃপ্লাজমা পর্দা পাতলা,সজীব,অর্ধভেদ্য ও স্থিতিস্থাপক। • গহবর(Vacuole):অ্যামিবার দেহে বিভিন্ন ধরনের গহবর থাকে।গহবর গূলোর আকৃতি অতিসাধারন।অ্যামিবার দেহে তিন প্রকার গহবর থাকে।
একক কাজঃ • প্লাজমালেমা বা প্লাজমা পর্দা কি?
উত্তরঃ • অ্যামিবার দেহ প্রোটিন ও লিপিডের সমন্বয়ে গঠিত প্লাজমা পর্দা দ্বারা আবৃত।এ পর্দা পাতলা,সজীব,অর্ধভেদ্য ও স্থিতিস্থাপক।
মূল্যায়ন • অ্যামিবার দেহ কয়টি কোষ দিয়ে গঠিত। • নিউক্লিয়াসের কাজ বল। • প্লাজমা পর্দার কাজ বল।
উত্তর • একটি মাত্র কোষ দিয়ে অ্যামিবা দেহ গঠিত। • নিউক্লিয়াস কোষ দেহের কার্যাবলি পরিচালনা করে,প্রজননে সক্রিয় ভূমিকা পালন করে। • প্লাজমা পর্দা অ্যামিবার আকার দান করে,কঠিন তলের সাথে অ্যামিবাকে আটকে রাখতে সাহায্য করে।
বাড়ীর কাজ • অ্যামিবার আণুবীক্ষণিক চিত্র অংকন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর।