230 likes | 586 Views
স্বাগতম. উপস্থাপনায়. মোঃ জলিলুর রহমান সহকারী শিক্ষক (কম্পিউটার ) বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় নরসিংদী সদর, নরসিংদী মোবাইলঃ ০১৭১৬ - ৬০৫৬৭৪ Email: jalilur1982@gmail.com. পাঠ পরিচিতি. শ্রেণিঃ- ষষ্ঠ বিষয়ঃ- বিজ্ঞান অধ্যায়ঃ- চতুর্দশ সময়ঃ- ৫০ মিনিট তারিখঃ-১৩ -০৫-১৪.
E N D
উপস্থাপনায় মোঃ জলিলুর রহমান সহকারী শিক্ষক (কম্পিউটার ) বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় নরসিংদী সদর,নরসিংদী মোবাইলঃ ০১৭১৬-৬০৫৬৭৪ Email:jalilur1982@gmail.com
পাঠপরিচিতি শ্রেণিঃ- ষষ্ঠ বিষয়ঃ- বিজ্ঞান অধ্যায়ঃ- চতুর্দশ সময়ঃ- ৫০ মিনিট তারিখঃ-১৩ -০৫-১৪
এসো ছবিগুলো দেখি পরিবেশ
পাঠ শিরোনাম • পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন
শিখনফল • এই পাঠ শেষে তোমরাঃ- • প্রাকৃতিক পরিবেশ ব্যাখ্যা করতে পারবে। • পরিবেশের উপাদানসমূহ ব্যাখ্যা করতে পারবে। • পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশের উপাদানসমূহের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করতে পারবে।
পরিবেশ পরিবেশঃ-আমাদের চারপাশে নদী-নালা,খাল-বিল,পশু পাখি,ঘর-বাড়ি, দালানকোঠা ইত্যাদি মিলে তৈরি হয় পরিবেশ।
ছবিগুলো লক্ষ করি প্রাকৃতিক পরিবেশ মানুষের তৈরি পরিবেশ
পরিবেশ দুই প্রকার যথাঃ- ১।প্রাকৃতিক পরিবেশঃ- প্রাকৃতিকভাবে সৃষ্ট বস্তুগুলো নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাই প্রাকৃতিক পরিবেশ যেমন নদী-নালা,পাহাড়,সাগরইত্যাদি।এর মধ্যে জড় বস্তু ও জীব দুটোই রয়েছে যে গুলো মানুষ তৈরি করতে পারেনা। ২।মানুষের তৈরি পরিবেশঃ-মানুষ তার প্রয়োজনেঘর-বাড়ি,বাস-ট্রাক,নৌকা,রাস্তাঘাট,সেতু,স্কুল,কলেজ, হাসপাতাল,ইত্যাদি তৈরি করে। এই গুলো মানুষের তৈরি পরিবেশ।
এসো ছবিগুলো দেখি জড় উপাদান জীব উপাদান
পরিবেশের উপাদান উপাদানের ভিত্তিতে পরিবেশকে দুই ভাগে ভাগ করা যায় যথা– জীব উপাদানঃপরিবেশের সকল সজীব উপাদান নিয়ে গঠিত পরিবেশই জীব উপাদান নামে পরিচিত। জীব পরিবেশের উপাদানগুলোর মধ্যে রয়েছে সকল উদ্ভিদ ও প্রাণী। জড় উপাদানঃ- জীব উপাদানকে বাদ দিয়ে অবশিষ্ট সকল উপাদান নিয়ে আর একটি পরিবেশ গঠিত। যাকে বলা হয় জড় পরিবেশ বা অজীব পরিবেশ। জড় পরিবেশের মূল উপাদান হচ্ছে মাটি, পানি এবংবায়ু। কারণ এ উপাদানগুলো ছাড়া কোন জীবই বেঁচে থাকতে পারে না ।
পরিবেশের ভারসাম্য • পরিবেশে কোন জীবই এককভাবে বেঁচে থাকতে পারেনা। বেঁচে থাকার জন্য জীব বিভিন্নভাবে তার চারপাশের পরিবেশের উপর নির্ভর করে । বেঁচে থাকার জন্য আমরাও পরিবেশের বিভিন্ন উপাদানের উপর নির্ভর করি । যে সকল উৎস থেকে আমরা আমাদের দরকারী জিনিস পাই তা যদি কোন কারণে নষ্ট হয় তবে আমাদের জীবনে কী ঘটবে?
ছবিগুলো লক্ষ করি বিভিন্ন ডাইনোসর
ডাইনোসরের বিলুপ্তির কারণ • কোন কোন বিজ্ঞানীর ধারণা,ডাইনোসর যখন পৃথিবীতে ছিল তখন পৃথিবী অনেক গরম ছিল । কিন্তু হঠাৎ করেই পৃথিবী অনেক ঠাণ্ডা হয়ে যায়। ঠাণ্ডা সইতে না পেরে তারা সবাই মারা যায় । • আবার অনেক বিজ্ঞানী বলেন,পৃথিবীর পরিবেশে তখন এমন সব পরিবর্তনঘটে,যার সাথে ডাইনোসরা নিজেদেরকে পরিবেশের সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হয়ে বিলুপ্ত হয়ে যায় ।
তোমরা নিশ্চয় বুঝতে পারছ,প্রাকৃতিকভাবে পরিবেশের পরিবর্তন বা মানুষের কোন কর্মকাণ্ডের কারণে যদি পরিবেশের পরিবর্তন ঘটে, তখন পরিবেশের ভারসাম্য নষ্ট হয় । পরিবেশের ভারসাম্য নষ্ট হলে জীব পরিবেশ নানাভাবে ক্ষতি হয়। তাই উদ্দীপকের আলোকে বলা যায় ,বেঁচে থাকার জন্য অনুকূল পরিবেশ না থাকাই জীবের বিলুপ্তির প্রধান কারণ।
দলীয় কাজ পরিবেশ পর্যবেক্ষণ কর। জড় পরিবেশ এবং জীব পরিবেশের উপাদানগুলো সনাক্ত করে খাতায় লিখ।
মূল্যায়ণ • পরিবেশ কাকে বলে ? • পরিবেশ প্রধানত কত প্রকার ও কি কি ? • বেঁচে থাকার জন্য জীব কিসের উপর নির্ভরশীল? • পরিবেশের দুটি উপাদানের নাম বল ।
বাড়ির কাজ • পরিবেশের বিভিন্ন উপাদান কীভাবে উদ্ভিদ ও প্রাণীর জীবনকে প্রভাবিত করে তা একটি ছক করে লিখে নিয়ে আসবে ।