150 likes | 233 Views
স্বাগতম. শিক্ষক পরিচিতিঃ মোঃমনিরুজ্জামান সহকারী শিক্ষক (কৃষি ) সারঙ্গদিয়া আঃ মজিদ জোঃ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। শ্রীপুর , মাগুরা।. moniruzzamano53@gmail.com মোবাঃ 01710-183074. পাঠ পরিচিতিঃ নবম শ্রেণি বিষয়ঃকৃষি শিক্ষা অধ্যায় ২য়।. শিখনফলঃ. ১। নার্সারীর সঙ্গা দিতেপারবে ।
E N D
শিক্ষক পরিচিতিঃ মোঃমনিরুজ্জামানসহকারী শিক্ষক (কৃষি ) সারঙ্গদিয়া আঃ মজিদ জোঃ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। শ্রীপুর, মাগুরা। moniruzzamano53@gmail.com মোবাঃ01710-183074
পাঠ পরিচিতিঃ নবম শ্রেণি বিষয়ঃকৃষি শিক্ষা অধ্যায় ২য়।
শিখনফলঃ ১। নার্সারীর সঙ্গা দিতেপারবে। ২। নার্সারীর স্থান নির্বাচন করতেপারবে। ৩। নার্সারীর বেড তৈরীকরতে পারবে। 4।নার্সারীতে বেডের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে।
নার্সারী আজকের পাঠ
নার্সারী নার্সারীর সঙ্গাঃ বীজ থেকে চারা তৈরী করে রপনের পূর্ব পর্যন্ত যে যত্ন নেওয়া হয় তাকে নার্সারী বলে।
নার্সারীতে যেসব গাছ দেখা যাচ্ছে তাহা থেকে প্রত্যেকে ৫টি করে গাছের নাম লিখ । (একককাজ) নার্সারী
অপেক্ষাকৃত উচু স্থান নার্সারীর জন্য স্থান নির্বাচন।
নার্সারীর জন্যসাধারনত উচু জমি নির্বাচন করতে হয়। দুনার্সারীনার জন্য কেমন জমি নির্বাচন করতে হবে তার টি বৈশিষ্ট্য লেখ।(জোড় কাজ)
১২০ সেঃ মিঃ ৬০ সেঃ মিঃ ১২০ সেঃ মিঃ চারা গাছ ১২০ সেঃ মিঃ নার্সারীর বেড তৈরী।
দলীয় কাজঃএকটি আদর্শ নার্সারীর চিত্র তৈরী কর।
মূল্যায়নঃ ১ । নার্সারীর সাধারনত মাপ কাত? ২।নার্সারীর স্থান নির্বাচনের বিবেচ্য বিষয় কী কী? ৩।নার্সারীতে কিভাবে বেড তৈরী হয় ?
বাড়ীর কাজঃ পাশাপাশি দুটি বেডের চিত্র একে আনবে।