160 likes | 452 Views
স্বাগতম. শিক্ষক পরিচিতি. কিশোর কুমার বি শ্বাস সহকারী শিক্ষক গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জ।. পাঠ পরিচিতি শ্রেণি-নবম বিষয়-বিজ্ঞান অধ্যায়-তৃতীয়( হৃদযন্ত্রের যত কথা ) সময়-৪৫মিঃ তারিখ-১৪/০৫/১৪. তোমরা নিচের চিত্র গুলো দেখ. এবার নিচের ছবিটি লক্ষ্য কর. হৃৎপিণ্ড.
E N D
শিক্ষক পরিচিতি কিশোর কুমার বিশ্বাস সহকারী শিক্ষক গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জ।
পাঠ পরিচিতি শ্রেণি-নবমবিষয়-বিজ্ঞানঅধ্যায়-তৃতীয়(হৃদযন্ত্রেরযত কথা)সময়-৪৫মিঃতারিখ-১৪/০৫/১৪
তোমরা নিচের চিত্র গুলো দেখ
এবার নিচের ছবিটি লক্ষ্য কর হৃৎপিণ্ড
আজকের পাঠ হৃৎপিণ্ডের গঠন ও কাজ
শিখন ফল*হৃৎপিণ্ড কি তা জানতে পারবে। *শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে। *হৃৎপিণ্ড কিভাবে কাজ করে তা জানতে পারবে।
পাঠ উপস্থাপনএসো আমরা একটা ভিডিও চিত্র দেখি HUMAN HEART BEATING-V.D.O
কর্মপত্র-১একক কাজ সময়-২মিঃপ্রশ্নঃহৃৎপিণ্ড বলতে কি বুঝ?উত্তরঃহৃৎপিণ্ড হল রক্তসংবহন তন্ত্রের অন্তর্গত এক রকমের পাম্পযন্ত্র বিশেষ।এটি অনবরত সংকুচিতও প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায়।
কর্মপত্র-২জোড়ায় কাজ সময়-৫মিঃপ্রশ্নঃহৃৎপিণ্ডটি কয়টি প্রকোষ্ঠে বিভক্ত তাদের নাম লিখ।
উত্তরঃহৃৎপিণ্ডটিচারটিপ্রকোষ্ঠেবিভক্ত।উপরেরপ্রকোষ্ঠদুইটিকেযথাক্রমেডানওবামঅ্যাট্রিয়ামবাঅলিন্দবলেএবংনিচেরপ্রকোষ্ঠদুইটিকেযথাক্রমেডানওবামভেন্ট্রিকলবানিলয়বলে।উত্তরঃহৃৎপিণ্ডটিচারটিপ্রকোষ্ঠেবিভক্ত।উপরেরপ্রকোষ্ঠদুইটিকেযথাক্রমেডানওবামঅ্যাট্রিয়ামবাঅলিন্দবলেএবংনিচেরপ্রকোষ্ঠদুইটিকেযথাক্রমেডানওবামভেন্ট্রিকলবানিলয়বলে।
কর্মপত্র-৩দলীয় কাজ সময়-১০মিঃপ্রশ্নঃহৃৎপিণ্ড কিভাবে কাজ করে?
উত্তরঃ*অ্যাট্রিয়াস বা অলিন্দদ্বয় যখন রক্ত শূণ্য থাকেতখন সারাদেহ থেকে co2 যুক্ত রক্ত উর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে ডান অ্যাট্রিয়ামে বা অলিন্দে আসেএবং ফুসফুস থেকে o2 সমৃদ্ধরক্তপালমোনারীশিরাদিয়েবামঅ্যাট্রিয়ামবাঅলিন্দেআসে।*অ্যাট্রিয়ামবাঅলিন্দদ্বয়রক্তপূর্ণহলে তাদের চাপেডান অ্যাট্রিয়াম বা অলিন্দ থেকে co2যুক্ত রক্ত ডানভেন্টিকল বা নিলয়ে এবং বাম অ্যাট্রিয়াম বা অলিন্দথেকে o2 সমৃদ্ধ রক্ত বাম ভেন্টিকলে বা নলয়ে আসে।*ভেন্টিকল বা নিলয়দ্বয় রক্ত পূর্ণ হলে সেগুলো সংকুচিত হয় এবং বাম ভেন্ট্রিকল থেকে o2যুক্তরক্তঅ্যাওর্টা বা ধমনী এবংডান ভেন্ট্রিকল থেকে co2যুক্তরক্ত পালমোনারী ধমনীতে প্রবেশ করে।এভাবে হৃৎপিণ্ড পাম্পিংয়ের মাধ্যমে সর্বশরীরে রক্ত সঞ্চালনঘটায়।
বাড়ীর কাজ*মানবদেহের রক্ত প্রবাহের কৌশল ব্যাখ্যা কর।