240 likes | 1.13k Views
স্বাগতম. মোঃশামীম মোল্লা প্রভাষক টিচার্স ট্রেনিং কলেজ,রাজশাহী. উপরের ছবিগুলো লক্ষ্য কর. নিচের সেটগুলো থেকে সম্পর্ক লক্ষ্য কর. B. A. অষ্ট্রেলিয়া পাকিস্তান বাংলাদেশ ভারত. সাকীব মহেন্দ্রসিং ধোনী ব্রেটলী শোয়েব আখতার. দেশের নাম. খেলোয়াড়ের নাম. পাঠ শিরোনাম.
E N D
স্বাগতম • মোঃশামীম মোল্লা • প্রভাষক • টিচার্স ট্রেনিং কলেজ,রাজশাহী
নিচের সেটগুলো থেকে সম্পর্ক লক্ষ্য কর B A অষ্ট্রেলিয়া পাকিস্তান বাংলাদেশ ভারত সাকীব মহেন্দ্রসিং ধোনী ব্রেটলী শোয়েব আখতার দেশের নাম খেলোয়াড়ের নাম
পাঠ শিরোনাম ফাংশন
শিখনফল • ফাংশন কী তা বলতে পারবে। • Domenকী ব্যাখ্যা করতে পারবে। • Range কী তা ব্যাখ্যা করতে পারবে। • বিভিন্ন প্রকার ফাংশন সনাক্ত করতে পারবে। • গানিতিক সমস্যার সমাধান করতে পারবে।
a bc 1 2 4 নিচের Relationগুলি কেমন? a b c 1 2 3 4 ফাংশননয় কারন, ফাঁকা আছে সেট-A সেট-B a b 1 2 3 কারন, একাধিকRelation সেট-A সেট-B ফাংশন ফাংশননয় সেট-B সেট-A ফাংশন
A B অষ্ট্রেলিয়া পাকিস্তান বাংলাদেশ ভারত ফাংশন
ফাংশনঃ যদি Aএবং B দুটি সেটের মধ্যে এমনভাবে সম্পর্ক স্থাপন করা যায় যে , Aসেটের প্রতিটিসদস্যের জন্য B সেটের একটি মাত্র সদস্য নির্ধারিত থাকে তখন সে সম্পর্ককে ফাংশন বা অপেক্ষক বলে। দুটি সেটের মধ্যে ফাংশনকে প্রকাশ করা হয় নিম্নভাবে সুতরাং f={(a,3),(b,1),(c,2)} এবং পড়া হয় “f is a function from A into B” অথবা “f maps A into B”
মনে করি, f : A B 2468 9 a b c d ডোমেন সেট কোডোমেন সেট ফাংশনটির রেঞ্জ হবেঃ সেট -B সেট -A 248 অর্থাৎ সকল প্রতিচ্ছবির সেট
সুতরাং ফাংশনের ডোমেন ও রেঞ্জ কি সবাই লিখি • Domain: যদি f, A থেকে B তে একটি ফাংশন হয় তবে A সেটকে f এর ডোমেন বলা হয়। • Range:যদি f, A থেকে B তে একটি ফাংশন হয় তবে ডোমেন সেটA জন্যB সেটের যে সকল মান পাওয়া যায় তাদের সংগ্রহকে f এর রেঞ্জ বলা হয়। B সেটকে বলা হয় কোডোমেন সেট।
একক কাজ • নিচের ফাংশনটি থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় কর- 1 2 2 4 3 6 4 8 10 5 সেট -Y সেট -X
নিচের ফাংশনটি লক্ষ্য কর এক-এক ফাংশন (One-to-one function): যদি কোন ফাংশনের ডোমেন সেটের পৃথক পৃথক উপাদান, কোডোমেন সেটের পৃথক পৃথক উপাদানের সাথে অন্বিত করে তবে ঐ ফাংশনটিকে এক- এক ফাংশন বলে।
নিচের ফাংশনটি লক্ষ্য কর f:X Y সার্বিক ফাংশন (Onto function): যদি কোন ফাংশনের কোডোমেন সেটের সমস্ত উপাদানই ডোমেন সেটের পৃথক পৃথক উপাদানের সাথে অন্বিত করে তবে ঐ ফাংশনটিকে সার্বিক (Onto function) ফাংশন বলে।
1 2 2 4 3 6 4 8 10 5 Set A is the domain Set B is the range নিচের ফাংশনটি লক্ষ্য কর ধ্রুকব ফাংশন (Conostant function): যদি কোন ফাংশনের ডোমেনের ভিন্ন ভিন্ন উপাদানের প্রতিচ্ছবি কোডোমেন সেটের একটি মাত্র উপাদানকে নির্দেশ করে তবে ঐ ফাংশনকে ধ্রুবক ফাংশন বলে।
নিচের ফাংশনটি লক্ষ্য কর অভেদক ফাংশনঃযদি কোন ফাংশন কোন সেটের উপাদানকে একই সেটের ঐ উপাদানের সাথে অন্বিত করে তখন ফাংশনটিকে অভেদক ফাংশন(Identity function) বলে । -1 0 10 9 7 -6 -1 0 10 9 7 -6 f:X X সেট-X সেট-X
Person Has A Mass of Kg জোড়ায় কাজনিচের কোনটি ফাংশন এবং কোনটি ফাংশন নয়? কেন নয়? Bilal Peter Salma Alaa George Aziz 62 64 66
দলগত কাজ নিচের অন্বয়গুলোর মধ্যে কোনটি ফাংশন এবং সেগুলো এক-এক কিনা তা নির্ধারণ কর। (ক) R={(1,5),(2,10),(3,15),(4,20)} (খ) S={(-3,8), (-10,0),(-2,3)(0,-1),(2,3)(3,8)}
বাড়ির কাজ “সকল ফাংশনই অন্বয় কিন্তু সকল অন্বয়ই ফাংশন নয়”উদাহারণসহ ব্যাখ্যা কর।
মূল্যায়ন ফাংশন বলতে কী বুঝ? ফাংশনের ডোমেন ও রেঞ্জ বলতে কী বোঝায়? ধ্রুবক ফাংশনের উদাহারণ লিখ। এক-এক ফাংশন কাকে বলে।
সকলকে ধন্যবাদ