270 likes | 491 Views
স্বাগতম. প রিচিতি. মাহফুজ আরা সুলতানা সহকারী শিক্ষক, কারমাইকেল কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর,রংপুর. আজকের পাঠ. শ্রেণি- পঞ্চম বিষয় - বাংলা পাঠ- বই পাঠ্যাংশ- বইয়ের পাতায়........সে-বই তুমি পড়বে।(প্রথম আট লাইন ). যোগ্যতাভিত্তিক. শিখন ফল.
E N D
পরিচিতি মাহফুজ আরা সুলতানা সহকারী শিক্ষক, কারমাইকেল কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর,রংপুর
আজকের পাঠ শ্রেণি-পঞ্চম বিষয়-বাংলা পাঠ-বই পাঠ্যাংশ-বইয়ের পাতায়........সে-বই তুমি পড়বে।(প্রথম আট লাইন)
যোগ্যতাভিত্তিক শিখন ফল শুদ্ধ উচ্চারণে ছন্দ ও তাল বজায় রেখে কবিতাংশটুকু আবৃত্তি করতে পারবে। শব্দের অর্থ বলতে পারবে। নতুন শব্দ দিয়ে বাক্য গঠন করে লিখতে পারবে। প্রশ্নের উত্তর বলতে ও লিখতে পারবে।
আমাদের কী ধরনের বই পড়া উচিত? তোমরা কী ধরনের বই পড়ে থাক? তোমরা ছবিতে কী দেখছো?
আজকের পাঠ বই হুমায়ুন আজাদ
কবি পরিচিতি হুমায়ুন আজাদ একাধারে কবি, ঔপন্যাসিক ও ভাষাবিজ্ঞানী। ১৯৪৭ সালের ২৮শে এপ্রিল বিক্রমপুরের রাঢ়িখালে তাঁর জন্ম। তিনি চট্রগ্রাম, জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ- “অলৌকিক ইস্টিমার”,“ জ্বলো চিতাবাঘ”,“শ্রেষ্ঠ কবিতা”,“ফুলের গন্ধে ঘুম আসে না”,“কত নদী সরোবর বা বাঙলা ভাসার জীবনী”, “লাল নীল দীপাবলি বা বাঙলা সাহিত্যের জীবনী”। ২০০৪ সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি একুশে পদক মরণোত্তর(২০১২), বাঙলা একাডেমী পুরস্কার ১৯৮৬ পেয়েছেন। হুমায়ুন আজাদ
বই হুমায়ুন আজাদ বইয়ের পাতায় প্রদীপ জ্বলে বইয়ের পাতা স্বপ্ন বলে। যে-বই জুড়ে সূর্য ওঠে পাতায় পাতায় গোলাপ ফোটে সে-বই তুমি তুমি পড়বে। যে-বই জ্বালে ভিন্ন আলো তোমাকে শেখায় বাসতে ভালো সে-বই তুমি পড়বে। এসো কবিতাংশটি আবৃত্তি করে পড়ি।
বইয়ের পাতায় প্রদীপ জ্বলে এসো কবিতাংশটি ছবির মাধ্যমে পড়ি।
যুক্ত বর্ণ ভেঙ্গে দেখি স্ব প্ন স্বপ্ন = স = ব + = প ন + = ন্ন ন ভিন্ন = ন + জ্ব জ ব জ্বলে = + =
তোমার বইয়ের ৩৫ পৃষ্ঠাটি বের করে প্রথম আট লাইন নীরবে পড়।
শব্দের অর্থ জেনে; বাক্য গুলো পড়ি : প্রদীপ বাতি,দীপ প্রদীপের আলো চোখ ধাঁধিয়ে দেয় না, চোখ জুড়িয়ে দেয়।
শব্দের অর্থ জেনে; বাক্য গুলো পড়ি : স্বপ্ন স্বপন ঘুমিয়ে ঘুমিয়ে আমি অনেক স্বপ্ন দেখি।
শব্দের অর্থ জেনে; বাক্য গুলো পড়ি : ভিন্ন আলাদা, পৃথক, অন্য ভিন্ন ভিন্ন দেশের মানুষ ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে।
কথাগুলো দলে আলোচনা করে ব্যাখ্যা কর নীল দল বইয়ের কথা প্রদীপ জ্বলে বইয়ের পাতা স্বপ্ন বলে সবুজ দল যে বই জুড়ে সূর্য উঠে • হলুদ দল লাল দল যে- বই জ্বালে ভিন্ন আলো
জোড়ায় উত্তর দাও ১)কোন ধরনের বই পড়া উচিত? কেন? ২)কোন বই পড়া উচিত নয়?কেন পড়া উচিত নয়?
চিন্তা করে লিখ তোমার পড়া প্রিয় বই সম্পর্কে একটি রচনা লিখ
মূল্যায়ন সবুজ দল নীল দল লাল দল প্রশ্নের উত্তর দাও – কোন ধরনের বই পড়া উচিত? কেন? শুদ্ধ উচ্চারনে ছন্দ ও তাল বজায় রেখে কবিতাংশটি আবৃত্তি কর । শব্দের অর্থ ও বাক্য রচনা কর – ভিন্ন, স্বপ্ন।
এসো এই কবির অন্য একটি কবিতা আবৃত্তি করি । ভাল থেকো ফুল, মিস্টি বকুল ভাল থেকো। ভাল থেকো ধান, ভাটিয়ালী গান ভাল থেকো ভাল থেকো মেঘ, মিটিমিটি তারা ভাল থেকে পাখি, সবুজ পাতারা ভাল থেকো। তোমরা সবাই ভাল থেকো