170 likes | 376 Views
শুভেচ্ছা. পরিচিতি. বোরহান উদ্দিন সহকারী শিক্ষক কম্পিউটার শিক্ষা শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ।. পাঠ পরিচিতি. শ্রেণি - সপ্তম বিষয় - শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য তারিখ - ২৪/১০/২০১৩ইং. ফুটবল. আচরণিক উদ্দেশ্য. এই পাঠ শেষে শিক্ষার্থীরা –
E N D
পরিচিতি বোরহান উদ্দিন সহকারী শিক্ষক কম্পিউটার শিক্ষা শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ।
পাঠ পরিচিতি শ্রেণি - সপ্তম বিষয় - শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য তারিখ - ২৪/১০/২০১৩ইং
আচরণিক উদ্দেশ্য • এই পাঠ শেষে শিক্ষার্থীরা – • ফুটবল খেলা সর্ম্পকে ও ফুটবল খেলার মাঠ অংকন করতে পারবে। • ফুটবল খেলার আইন কানুন ব্যাখ্যা করতে পারবে। • ফুটবল খেলার কৌশল গুলো বর্ণনা করতে পারবে ।
একক কাজ • ফুটবল খেলার সংজ্ঞা দাও । • ফুটবল খেলার মাঠ অংকন কর ?
জোড়ায় কাজ ১। পেনাল্টি কিক কি লিখ ? ২। ডাইরেক্ট ফ্রি কিকের নিয়মগুলো লিখ ?
দলীয় কাজ ১।ফুটবল খেলার কৌশলকয়টি ও কিকি লিখ । ২। বল ধরার পদ্ধতি লিখ ।
মূল্যায়ন ১। পৃথিবীর জনপ্রিয় খেলা কোনটি? ২। আর্ন্তজাতিক ফুটবল সংস্থার নাম কি ? ৩। বিশ্বকাপ ফুটবল খেলা কত সালে শুরু হয় ? ৪। ফুটবল খেলার মাঠের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করা যায় ? ৫। ফ্রি কিক কত প্রকার ?
বাড়ির কাজ ফুটবলে প্রত্যক্ষ ফ্রি কিক দেয়ার কারণগুলো লিখে আনবে ।