180 likes | 365 Views
শুভেচ্ছা. পরিচিতি. তারিক বিন হক প্রভাষক শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ আইডি ন- ২৭. বিষয়ঃ কম্পিউটারশিক্ষা শ্রেনীঃ নবম-দশম. ই-মেইল. পাঠ শিরোনাম. শিখনফল. ই-মেইল কি তা বলতে পারবে?. ই-মেইল ঠিকানা সম্পর্কে জানতে পারবে।. ই-মেইল.
E N D
পরিচিতি • তারিক বিন হক • প্রভাষক • শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ • আইডি ন-২৭ বিষয়ঃ কম্পিউটারশিক্ষা শ্রেনীঃ নবম-দশম
ই-মেইল পাঠ শিরোনাম
শিখনফল ই-মেইলকি তা বলতে পারবে? ই-মেইল ঠিকানা সম্পর্কে জানতে পারবে।
ই-মেইল ই-মেইল হল ইলেক্ট্রনিক মেইল এর সংক্ষিপ্ত রুপ। এর কাজ হচ্ছে এক কম্পিউটার থেকে অন্য কম্পিটারে বা ফ্যাক্স মেশিনে তথ্য পাঠানো। অতঃপর টেলেক্স,ফ্যাক্সসহ আরোও বেশকিছু যোগাযোগ ব্যবস্থা ইতোমধ্যে আবিস্কত হয়। 1786 সালে টেলিফোন আবিস্কার হওয়ার পর দূরবর্তী যোগাযোগের ক্ষেত্রে এক বিশেষ মাত্রা যোগ হয়। ই-মেইল যোগাযোগের ক্ষেত্রে যে পরিবর্তন এনেছে তা অন্য কোনটি পারেনি।
একক কাজ • কত সালে টেলিফোন আবিস্কর হয়? • ই-মেইল বর্তমান সময় কি পরিবর্তন এনেছে?
E-Mail ঠিকানা হল ইন্টানেটের মাধ্যমে যোগাযোগ করার একটি পরিচয়। যেমন ভাবে কারো নিকট কোনো চিঠি পোছতে হলে তার একটি পোস্টাল ঠিকানা থাকা প্রয়োজন বা টেলিফোন কল পেতে হলে একটি টেলিফোন নাম্বার দরকার,তেমনই E-Mail-এর মাধ্যমে তথ্য আদান প্রদান করতে হলে একটি E-Mail ঠিকানা থাকা জরুরি। ঠিকানাUser name@Dmain নিয়ে গঠিত হয়।যেমন anada@bdlink.com.bdএকটি ঠিকানা। লক্ষনীয় যে,E-Mail ঠিকানা, প্রতিক দারা দুই ভাগে বিভক্ত, প্রথম ভাগে অর্থা @ প্রতিকের আগের অংশে User name অর্থাৎ ব্যবহার পরিচয় থাকে,এ User নামে কত গুলো অক্ষর ব্যবহার করা যাবে এর কোন সীমা নির্দিস্ট নেই।
E-Mail ঠিকানা@ প্রতিকের পরের অংশটি হলো Domain name,আর ডোমেন নেম ( ) প্রতিক দারা কয়েকটি অংশে বিভক্ত হয়।@প্রতিকের পরের প্রথম শব্দটি হোস্ট মেশিন নেম বলা হয়।উক্ত ঠিকানায়bdlink হল হোস্ট মেশিন নেম।এ হোস্ট মেশিন নামের পরের শব্দটি দিয়ে বুঝা যাবে প্রতিষ্ঠানটি কোন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে।
ই-মেইল ঠিকানা anondo@bdlink.com.bd tariqbin@email.com.bd
জোড়া কাজ • ই-মেইল ঠিকানা কি ভাবে করতে হয়? • ই-মেইল ঠিকানা কয় ভাবে বিভক্ত
বাড়ির কাজ • একটি E-Mail ঠিকানা করতে হবে।
মূল্যায়ন • ই-মেইল কি? • ই-মেইল কেন করা হয়? • ই-মেইল কোথায় জমা হয়?