340 likes | 831 Views
স্বাগতম. মোঃ আমিরুল ইসলাম সহকারি শিক্ষক(গণিত ) আইয়ুবপুর ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয় বাঞ্ছারামপুর,ব্রাহ্মণবাড়িয়া মোবাইল নং ০১৮২৭-১০৪৪৮৭ ই - মে ইল amirulislam724@yahoo.c om. শ্রেণি-সপ্তম বিষয়-সাধারণ বিজ্ঞান সময়-৪০ মিনিট অধ্যায়-দশম তাং-০ 5 /১০/২০১২. প্রাণি জগত.
E N D
মোঃ আমিরুল ইসলাম • সহকারি শিক্ষক(গণিত) • আইয়ুবপুর ক্যাপ্টেন এ বি তাজুল • ইসলাম উচ্চ বিদ্যালয় • বাঞ্ছারামপুর,ব্রাহ্মণবাড়িয়া • মোবাইল নং ০১৮২৭-১০৪৪৮৭ • ই -মেইল • amirulislam724@yahoo.com
শ্রেণি-সপ্তম বিষয়-সাধারণ বিজ্ঞান সময়-৪০ মিনিট অধ্যায়-দশম তাং-০5/১০/২০১২
আচরণিক উদ্দেশ্য এই পাঠ শেষে শিক্ষার্থীরা – ১) প্রাণি জগতের শ্রেণি বিভাগ বলতে পারবে। ২) প্রাণি জগতের ১০টি পর্বের নাম বলতে ও লিখতে পারবে। ৩) প্রাণি জগতের ১০টি পর্বের বৈশিষ্য লিখতে পারবে।
প্রাণি জগতকে মোট ১০টি পর্বে ভাগ করা হয়ে্ছে। যেমন – ChordataProtozoa–অ্যামিবা,এ্যান্টামিবা ও ম্যালিরিয়া পরজীবি। Porifera–লিউকোসোলেনিয়া। Cnidaria-প্রবাল,জেলি ফিশ, হাইড্রা ইত্যাদি। Platihelminthes-ফিতা কৃমি ও যকৃত কৃমি ইত্যাদি। Nemathelminthes-গুড়া কৃমি,হুক ওয়ার্ম ইত্যাদি। Annelida-কেচো, জোঁক ইত্যাদি। Arthropoda-চিংড়ি,কাকড়া,বিছা,তেলাপোকা,মাছি ইত্যাদি। Molluska-শামুক, ঝিনুক,অক্টোপাস ইত্যাদি। Echinodermata-তারা মাছ, সি-আর্চিন, সি-লিলি ইত্যাদি। Chordata-মাছ, ব্যাঙ, কুমির ইত্যাদি।
প্রোটোজোয়া পর্বের বৈশিষ্ট্য – ১) এক কোষী প্রানি। ২) ক্ষণপদের সাহায্যে চলাচল করে। ৩) অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়।
পরিফেরা পর্বের বৈশিষ্ট্য ১)বহুকোষবিশিষ্টজলজপ্রাণী। ২)দেহেঅসংখ্যক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ৩) স্পঞ্জ নামে পরিচিত।
নিডারিয়া পর্বেরবৈশিষ্ট্য ১)দেহনলেরমতোফাঁপা। ২)মুখআছে, পায়ুনেই। ৩) বহুকোষীপ্রাণি।
প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণির বৈশিষ্ট্য ১)বহুকোষী প্রাণী। ২)পরজীবি প্রাণী। ৩)মুখ আছে, পায়ু নেই।
নেমাটোডা পর্বের প্রাণি
নেমাটোডা পর্বের প্রাণির বৈশিষ্ট্য ১)দেহ গোল, অখন্ডিত এবং প্রান্ত সরু। ২)মুখ ও পায়ু আছে। ৩)পানিতে ও মাটিতে মুক্তভাবে বাস করে।
এনিলিডা পর্বের বৈশিষ্ট্য ১)বহুকোষীপ্রাণি। ২)মুখ ও পায়ুআছে। ৩) জলে ও ভেজা মাটিতে বাস করে।
আর্থ্রোপোডা পর্বের প্রাণি
আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য ১) দেহ খন্ডায়িত। ২) দেহের প্রায় প্রতি খন্ডে জোড়া সন্ধিযুক্ত পা থাকে । ৩) বিভিন্ন ধরনের খাবার খায়।
মলাস্কা পর্বের বৈশিষ্ট্য ১)দেহ নরম ,খন্ডায়িত নয়। ২)দেহ শক্ত খোলক দিয়ে আবৃত। ৩)আধিকাংশ সাগরে ও মিঠা পানিতে এবং কিছু সংখ্যক স্থলে বাস করে।
একাইনোডারমাটা পর্বের বৈশিষ্ট্য ১)ত্বকছোটছোটশক্তপাতদিয়েঢাকাথাকে। ২)দেহেরবাহিরেছোটবড়অনেককাটা থাকে। ৩) অধিকাংশ সমুদ্রের তলদেশে বালি , কাদা বা পাথরের উপর মুক্তভাবে থাকে।
কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য ১) পিঠের দিকে ভ্রুণ অবস্থায় স্থিতিস্থাপক দন্ডের মত নটোকর্ড থাকে। নটোকর্ড পরে মেরুদন্ডে রুপান্তরিত হয়। ২) গলবিল অঞ্চলে শ্বসনছিদ্রথাকে। ৩) পায়ুর পেছনে লেজ থাকে।
মূল্যায়ন ১) প্রাণি জগতের মোট পর্বের সংখ্যা কয়টি ও কি কি ? ২) কর্ডাটা পর্বের ২টি করে বৈশিষ্ট্য বল। ৩) প্রোটোজোয়া পর্বের ২টি করে বৈশিষ্ট্য বল।
বাড়ির কাজ ১০টি পর্বের ইংরেজি নাম মুখস্ত লিখে আনবে। ২) প্রতিটি পর্বের ৩টি করে বৈশিষ্য লিখে আনবে।