210 likes | 436 Views
শিক্ষক পরিচিতি. প্রীয় শিক্ষার্থী, আজকের পাঠে তোমাদের. পাঠ পরিচিতি. স্বাগত. প্রেষণা দান. দলীয় কাজ. পাঠ ঘোষনা. দলীয় কাজে সাহায্য. শিখন ফল. মূল্যায়ন. পাঠ উপস্থাপন. বাড়ীর কাজ. একক কাজ. বিদায় ঘোষনা. একক কাজে সাহায্য. শিক্ষক পরিচিতি. মো: রফিকুল বারী. সহকারী শিক্ষক (কৃষি).
E N D
শিক্ষক পরিচিতি প্রীয় শিক্ষার্থী, আজকের পাঠে তোমাদের পাঠ পরিচিতি স্বাগত প্রেষণা দান দলীয় কাজ পাঠ ঘোষনা দলীয় কাজে সাহায্য শিখন ফল মূল্যায়ন পাঠ উপস্থাপন বাড়ীর কাজ একক কাজ বিদায় ঘোষনা একক কাজে সাহায্য
শিক্ষক পরিচিতি মো: রফিকুল বারী সহকারী শিক্ষক (কৃষি) কান্দিকাবিলাপাড়াবলিকা আলিম মাদরাসা পীরগাছা, রংপুর। 01716970840 E-maile- rafiqkhusi@yahoo.com
পাঠ পরিচিতি শ্রেণী: দশম বিষয়: কৃষি শিক্ষা তারিখ- ২৩-০৩-২০১৪ইং সময়: ৪৫ মিনিট
প্রেষণা দান ছবিগুলো পর্যবেক্ষণ কর মাছ হাঁস হাস এবং মাছ
পাঠ ঘোষণা আজকের পাঠ- পৃষ্টা নম্বর- ১৪১
শিখন ফল আজকের পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে তা হল-
নিচের ছবিটি ভাল ভাবে পর্যবেক্ষণ কর • ছবিতে মাছ এবং হাঁস একত্রে চাষ • একই স্থানে পুকুরের পাশেই হাঁসের ঘর।
নিচের ছবিগুলো ভাল ভাবে পর্যবেক্ষণ কর উন্নত জাতের খাকী কেম্বেল ও জিনডিং জাতের হাস প্রতি শতকে ২টি করে অর্থাৎ ১৬০০ বর্গমিটারে ৬০-৭০টি হাস চাষ করা হচ্ছে পুকুরে পাশেই আলো বাতাস পরে এমন স্থানে হাসেঁর ঘর তৈরী
হাঁসের খাবার তালিকা • হাসের সুষম খাবার সরবরাহ করা দরকার। • ঘরের মধ্যে খাদ্য ও পানির পাত্র পাশাপাশি রাখা দরকার। • প্রাপ্ত বয়স্ক খাকী কেম্বেল হাসকে দৈনিক ১৪০-১৫০ গ্রাম খাদ্য দিতে হবে।
নিচের ছবিটি দেখ পুকুরের তলার মাটি অপসারণ পুকুরের আগাছা পরিস্কার
নিচের ছবিটি দেখ পুকুরের চুন প্রয়োগ পুকুরের পোণা ছাড়করণ
হাসের অবাদ বিচরণ হাসের স্বাস্থ্য পর্যবেক্ষণ
একক কাজ এবার তোমরা খাতা কলম তৈরী কর- এবং নিচের প্রশ্নের উত্তর লিখ
দলীয় কাজ এবার ঝটপল 08 জনের দল তৈরী কর এবং দল অনুযায়ী সমস্যার সমাধান কর ১ম ও 4র্থ দল- হাঁস কিভাবে পানির উৎপাদিত শক্তি বাড়ায় ২য় ও ৬ষ্ঠ দল- পুকুরে ঘর কেমন জায়গায় হাঁসের ঘর তৈরী করা দরকার ৩য় ও ৫ম দল- পুকুরে চুন প্রয়োগের উপকারীতা কি ?
মূল্যায়ন সঠিক (iv) অক্সিজেন (iii) ডাইঅক্সাইড (i) নাইট্রোজেন (ii) কার্বন প্রাপ্ত বয়স্ক হাঁস কে দৈনিক কত গ্রাম খাদ্য দিতে হয় ? সঠিক (iv) ১৬০-১৮০ পুকুরে সাতার কাটার সময় কোন গ্যাস পানিতে মিশে ? (iii) ১২০-১৩০ (i) ১৪০-১৫০ (ii) ১২০-১০০
বাড়ীর কাজ হাঁস ও মাছ সমণ্বিত চাষের সুবিধাগুলো কি কি ধারাবাহিক ভাবে বর্ণনা কর।
আজ এ পর্যন্তই আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভাল থাক