260 likes | 467 Views
শুভেচ্ছা. পরিচিতি. প্রীতিকণা অধিকারী সহকারি শিক্ষক ধর্মেশ্বর মহেশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাউনিয়া,রংপুর।. পাঠ পরিচিতি. শ্রেণি – চতুর্থ বিষয় – বাংলাদেশ ও বিশ্বপরিচয় পাঠের শিরোনাম – আমাদের বাংলাদেশ পাঠ্যাংশ – কক্সবাজার ও রাঙামাটি. শিখনফল. ১। বৃহত্তম সমুদ্রসৈকতের নাম বলবে।
E N D
পরিচিতি প্রীতিকণা অধিকারী সহকারি শিক্ষক ধর্মেশ্বর মহেশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাউনিয়া,রংপুর।
পাঠ পরিচিতি শ্রেণি – চতুর্থ বিষয় – বাংলাদেশ ও বিশ্বপরিচয় পাঠের শিরোনাম – আমাদের বাংলাদেশ পাঠ্যাংশ – কক্সবাজার ও রাঙামাটি
শিখনফল ১। বৃহত্তম সমুদ্রসৈকতের নাম বলবে। ২। সমুদ্রসৈকতের বিভিন্ন জায়গার নাম বলবে। ৩।রাঙামাটিতে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর নাম বলতে ও লিখতে পারবে । ৪। আমাদের সংস্কৃতির সাথে নৃগোষ্ঠীর সংস্কৃতির তুলনা করতে পারবে।
এস আমরা একটি ভিডিও দেখি সমুদ্রসৈকতের ভিডিও
কক্সবাজার সমুদ্রসৈকত পৃথিবীর বৃহত্তম সমুদ্রসৈকত। কক্সবাজার বাংলাদেশের মানচিত্র
শঙ্খ লাল কাঁকড়া
হিমছড়ি কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত । হিমছড়ি হিমছড়ি জলপ্রপাত
ইনানি বিচ কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ইনানি বিচ
রাঙামাটি কাপ্তাই হ্রদের পশ্চিম তীরে অবস্থিত। বাংলাদেশের মানচিত্র কাপ্তাই হ্রদ
রাঙ্গামাটিতে চাকমা,মারমা ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসস্থান।
জাদুঘর জাদুঘরের গ্যালারি
জাদুঘরে সংরক্ষিত নিদর্শন
হাতির দাঁতের গহনা ও অন্যান্য গহনা
মাছ ধরার দৃশ্য হ্রদের পানিতে গোসলের দৃশ্য।
দলে আলোচনা করে নিচের প্রশ্নের উত্তর নিজ নিজ খাতায় লিখ । বঙ্গোপসাগরের কোল কোন সমুদ্রসৈকত অবস্থিত? হিমছড়িতে কী আছে? ঝুলন্ত ব্রিজ কোথায়? ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোন কোন দিকগুলো পর্যটকদের আকর্ষণ করে?
দলে আলোচনা করে নৃগোষ্ঠীর সংস্কৃতি ও আমাদের সংস্কৃতির মধ্যে মিল আছে এমন দুইটি ও মিল নেই এমন দুইটি বৈশিষ্ট্য লিখ।
সঠিক উত্তর খাতায় লিখঃ ১। ইনানি বিচ কক্সবাজার সমুদ্রসৈকত থেকে কত কিঃ মিঃ দূরে অবস্থিত- ক.১৫কিঃমিঃ খ.১৮কিঃমিঃ গ. ২০কিঃমিঃ ঘ.২৫কিঃমিঃ। ২।নৃগোষ্ঠীর জাদুঘর অবস্থিত-ক. বান্দরবান,খ.হিমছড়ি, গ.রাঙামাটি, ঘ.কক্সবাজার।
মূল্যায়ন ১। পৃথিবীর বৃহত্তম সমুদ্রসৈকতের নাম কী? ২। হিমছড়ি কোথায় অবস্থিত? ৩।আমাদের সংস্কৃতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির মধ্যে পার্থক্য লিখ। 4। রাঙামাটিতে বসবাসকারি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম লিখ ।