130 likes | 230 Views
সবাইকে আন্তরিক শুভেচ্ছা. পরিচিতি. মল্লিকা পারভীন সহকারী শিক্ষিকা(কম্পিউটার) ভারাহুত শিরট্টি উচ্চ বিদ্যালয়। পাঁচবিবি, জয়পুরহাট।. শ্রেণীঃ সপ্তম বিষয়ঃ বাংলাদেশ বিশ্ব পরিচয় অধযাঃ চতুর্থ সময়ঃ ৪০ মিঃ. উপরের চিত্র দু’টি তোমরা কি দেখতে পাচ্ছ ?. পাঠের শিরোনাম.
E N D
সবাইকে আন্তরিক শুভেচ্ছা
পরিচিতি মল্লিকা পারভীন সহকারী শিক্ষিকা(কম্পিউটার) ভারাহুত শিরট্টি উচ্চ বিদ্যালয়। পাঁচবিবি, জয়পুরহাট। শ্রেণীঃ সপ্তম বিষয়ঃ বাংলাদেশ বিশ্ব পরিচয় অধযাঃ চতুর্থ সময়ঃ ৪০ মিঃ
উপরের চিত্র দু’টি তোমরা কি দেখতে পাচ্ছ ?
পাঠের শিরোনাম • বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের ভূমিকা
উদ্দেশ্যঃ • অর্থনীতির জনক এর নাম বলতে পারবে। • অর্থনীতির জনক এর নাম লেখতে পারবে।
সমাধানঃ • অর্থনীতির জনক এর নাম এডামস্মিথ। • অর্থনীতির জনক এর নাম আদমজি জুটমিল্স।
কর্মপত্র ১ একক কাজঃ • বাশের তৈরীর কাটির শিল্পের বিভিন্ন ধরণের জিনিষপত্রের নাম লিখ।
কর্মপত্র ২ দলীয় কাজঃ • বাংলাদেশের ভবিষ্যৎ শিল্প সম্ভাবনা সম্পর্কে ব্যাখ্যা কর।
সমাধান • বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ । এখানে কম মুজুরিতে দক্ষ ও অদক্ষ প্রচুর শ্রমিক পাওয়া যায়। ফলে বিদেশী বিনিয়ো গকারিরা এদেশে শিল্প স্থাপনও বিনিয়োগ করতে আগ্রহী হয়। গার্মেন্টস ছাড়া ও অন্যান্য শিল্পে ও বিদেশীরা বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছেন। তাছাড়া বন্দর ওপরিবহন সুবিধা বৃদ্ধি,বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতি, এসব পদক্ষেপের ফলে আগামীতে দেশের নানা ধরণের শিল্প কারখানা গড়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে।
মূল্যায়নঃ • ক্ষুদ্র শিল্প কাকে বলে ? • বৃহৎ শিল্পগুলো কি কি ?
কর্মপত্র ৩ বাড়ীর কাজঃ • ক্ষুদ্র,মাঝারি,বৃহৎ কিংবা কুটির শিল্প-এর যে কোন এক ধরনের শিল্পের নাম উল্লেখ করে বাংলাদেশের অর্থনীতিতে তার গুরুত্ব ব্যাখ্যা কর ।