140 likes | 316 Views
সকলকে শুভেচ্ছ া. শরীফ মোহাম্মদ ছিবগাতুল্লাহ. নাজিরা পারভীন সহকারী শিক্ষিকা ( কম্পিউটার ) খামার বাড়ী মাধ্যমিক বিদ্যালয় মনিরামপুর,যশোর ।. সহকারী শিক্ষক ( কম্পিউটার ). কাটখাল উচ্চ বিদ্যালয়. মিঠামইন , কিশোরগঞ্জ ।. মোবাইল : 01911-857185. কম্পিউটার শিক্ষা. নবম শ্রেণী. তৃতীয় অধ্যায়.
E N D
শরীফমোহাম্মদছিবগাতুল্লাহশরীফমোহাম্মদছিবগাতুল্লাহ নাজিরাপারভীন সহকারীশিক্ষিকা (কম্পিউটার ) খামারবাড়ীমাধ্যমিকবিদ্যালয় মনিরামপুর,যশোর। সহকারীশিক্ষক (কম্পিউটার) কাটখালউচ্চবিদ্যালয় মিঠামইন, কিশোরগঞ্জ। মোবাইল : 01911-857185
কম্পিউটার শিক্ষা নবম শ্রেণী তৃতীয় অধ্যায় পাঠ্য বিষয়ঃ-ইনপুট ও আউটপুট ডিভাইস
নিচের ছবিতে কি দেখতে পাচ্ছ?
এস আজ আমরা ইনপুট ও আউটপুট ডিভাইস নিয়ে আলোচনা করি
শিখনফল এই পাঠ শেষে শিক্ষার্থীরাঃ • বিভিন্ন ধরণের ইনপুট ও আউটপুট ডিভাইসের নাম বলতে পারবে। • কী-বোর্ডএরকাজবর্ণনাকরতেপারবে। • ইনপুট ও আউটপুট ডিভাইস আলাদা করতে পারবে।
ইহা একটি অপরিহার্য ইনপুট ডিভাইস। কম্পিউটারে লেখালেখির কাজের জন্য প্রায় গোটা তথ্যই ইনপুট আকারে প্রদান করা হয় কী-বোর্ডের সাহায্যে। কী-বোর্ড স্ক্যানার ছবি সম্পাদনা, গ্রাফিক্সইত্যাদি নিয়ে কাজ করার ক্ষেত্রে ইনপুট এবং প্রয়োজনীয় নির্দেশ প্রবেশ করানো হয় স্ক্যানারের সাহায্যে। মাউস মাউসের সাহায্যে বিভিন্ন প্রকার নির্দেশ প্রদান করা হয়। এর দুটি বাটন আছে; বাম এবং ডান বাটন।
ছবিসহ শব্দ বা শব্দসহ চলমান চিত্রইত্যাদির আউটপুট নেওয়ার জন্য বড় আকারের এলসিডি প্যানেল ব্যবহার করা হয়। এলসিডি প্যানেল বহুল ব্যবহৃত আউটপুট যন্ত্রাদির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মনিটর। কম্পিউটারে কাজ করার সময় তাৎক্ষণিক ফল প্রদর্শিত হয় মনিটরে। মনিটর সাধারণত লেখালেখির কাজ এবং ছোট আকারের ছবি বা ছবি সম্বলিত গ্রাফিক্সের কাজের মুদ্রণ নেওয়া হয় প্রিন্টারে। প্রিন্টার
শুধু শব্দ, যেমন- গান, আবৃত্তি ইত্যাদির আউটপুট নেওয়ার জন্য স্পীকার ব্যবহার করা হয়। স্পীকার বাড়ির নক্সা, ভূমি জরিপের নক্সা এবং এ ধরণের বড় কোনো আকারের কাজের মুদ্রণ নেয়া হয় প্লটারের সাহায্যে। প্লটার ছবিসহ শব্দ বা শব্দসহ চলমান চিত্র ইত্যাদির আউটপুট নেওয়ার জন্য ভিডি প্রজেক্টর ব্যবহার করা হয়। প্রজেক্টর
দলীয় কাজ • মনিটরের কাজ লেখ? • প্রিন্টার কোন ধরনের ডিভাইস? বর্ণনাকর? কয়েকটিআউটপুটইনপুটডিভাইসেরনামবল।
মূল্যায়ন • তিনটি ইনপুট ও আউটপুট ডিভাইসের নাম বল। • কী-বোর্ডএরকাজবর্ণনাকর।
বাড়িরকাজ • পাঁচটিইনপুট ও আউটপুটডিভাইসেরনামবর্ণনাসহলিখে আনবে।