130 likes | 269 Views
স্বাগতম. পরিচিতি. নাম মোহাম্মদ আব্দুল মজিদ মিয়া সহকারী শিক্ষক কাথরা মোহাম্মদিয়া বালিকা দাখিল মাদ্রাসা জাতীয় বিশ্ববিদ্যালয় , গাজীপুর।. শ্রেনি নবম বিষয় বাংলা. কুঞ্জে কুঞ্জ ে গাহে পাখি. গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে. হরিৎ ক্ষেত্র. সবুজ ধান ক্ষেত. কবি পরিচিতি. জন্মঃ
E N D
পরিচিতি নাম মোহাম্মদ আব্দুল মজিদ মিয়া সহকারী শিক্ষক কাথরা মোহাম্মদিয়া বালিকা দাখিল মাদ্রাসা জাতীয় বিশ্ববিদ্যালয় , গাজীপুর। শ্রেনি নবম বিষয় বাংলা
কুঞ্জে কুঞ্জে গাহে পাখি গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
হরিৎ ক্ষেত্র সবুজধানক্ষেত
কবি পরিচিতি জন্মঃ ১৮৬৩ খ্রিঃ পশ্চিম বঙ্গের নদীয়া জেলা । রচনাবলিঃ তারাবাঈ নুরজাহান মেবার পতন ইত্যাদি ৷ মৃত্যু ১৯১৩ খ্রিঃ দ্বিজেন্দ্রলাল রায়
আলোচ্য বিষয় ধন ধান্য পুস্পভরা
এ পাঠ থেকে যা শিখতে পারবে কবির নাম বলতে পারবে নতুন শব্দার্থসহ বাক্যরচনা লিখতে পারবে শুদ্ধকরে পড়তে পারবে কবিতার অর্থ বিশ্লেষন করতে পারবে ।
পূঞ্জ দল পুঞ্জ = গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে । হরিৎক্ষেত্র সবুজক্ষেত্র হরিৎক্ষেত্র = কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মেশে।
বৃক্ষ শাখী শাখী শাখী =পুষ্পে ভরা শাখী ৷
দলীয় কাজ বাংলার সৌন্দর্যকে অপরুপ বলা হয়েছে কেন – বুঝিয়ে লেখ।
মূল্যায়ন • কবিতাটির কবির নাম লিখ। • ধনধান্যে পুস্পে ভরা –এখানে কোন দেশের কথা বলা হয়েছে ? • জন্মভুমি কবির কাছে শ্রেষ্ঠ কেন – ব্যাখ্যা কর? • “জন্মভূমি কবির কাছে শ্রেষ্ঠ আশ্রস্থল’’- বিশ্লেষন কর।
বাড়ির কাজ ‘’সকল দেশের রাণীসে যে আমার জন্মভুমি’’ – ব্যাখ্যা কর ।