190 likes | 385 Views
স্বাগতম. পরিচিতি. নামঃ মোঃ শাহীন সরদার সহকারী শিক্ষক (কম্পিউটার) রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয় বেলাব, নরসিংদী। ফোনঃ ০১৭২০-৫৯৬৮২৩ ই-মেইল: shaheen.muhib@gmail.com ওয়েব সাইট: www.deb 112547 .dhakaeducationboard.gov.bd. বিষয়ঃ কৃষি শিক্ষা সপ্তম শ্রেণি সময়ঃ 5 ০ মিনিট. চলো কয়েকটি ছবি দেখি.
E N D
পরিচিতি নামঃ মোঃ শাহীন সরদার সহকারী শিক্ষক (কম্পিউটার) রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয় বেলাব, নরসিংদী। ফোনঃ ০১৭২০-৫৯৬৮২৩ ই-মেইল: shaheen.muhib@gmail.com ওয়েব সাইট: www.deb112547.dhakaeducationboard.gov.bd বিষয়ঃ কৃষি শিক্ষা সপ্তম শ্রেণি সময়ঃ 5০ মিনিট
আজকের পাঠ বসতবাড়িতে বৃক্ষ রোপণ পঞ্চম অধ্যায়ঃ তৃতীয় পরিচ্ছেদ
শিখনফল এ পাঠ থেকে শিক্ষার্থীরা- • গাছ রোপণের জন্য স্থান নির্বাচণের বিষয়গুলো বলতে পারবে; • বসতবাড়িতে গাছ লাগানোর নিয়ম ব্যাখ্যা করতে পারবে; • চারা রোপণ পরবর্তী করণীয়/পরিচর্যা ব্যাখ্যা করতে পারবে।
গাছ রোপণের জন্য স্থান নির্বাচন... ১। গাছপালা লাগানোর ফলে বসত বাড়িতে আলো-বাতাস প্রবেশের যেন ব্যাঘাত না ঘটে। ২। ঝড় তুফানের ফলে গাছপালা পড়ে যেন জীবনহানি বা ঘরবাড়ির ক্ষতি না হয়। ৩। গাছপালা লাগানোর ফলে বসতবাড়ির সৌন্দর্য যেন বৃদ্ধি পায়।
গাছ রোপণের জন্য স্থান নির্বাচন ৪। বাড়িতে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের জন্য দক্ষিণ এবং পূর্ব দিকটা খালি রাখতে হবে বা ছোট গাছ লাগাতে হবে। ৫। কালবৈশাখী ঝড় উত্তর-পশ্চিম দিক দিয়ে আসে বিধায় বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে শক্ত ও ঝরা পাতার গাছ লাগাতে হবে। অন্যান্য সকল দিকে যে কোন ধরণের গাছ লাগানো যেতে পারে।
বসতবাড়িতে গাছ লাগানোর নিয়ম... গাছ লাগানোর এক মাস পূর্বে গর্ত করে রাখতে হবে। সাধারণত ৫০X৫০X৫০ সে.মি. আকারের গর্ত করতে হয় এবং প্রতি গর্তে মাটির সাথে ১০ কেজি পঁচা গোবর, ৫০ গ্রাম টি.এস.পি এবং ৫০ গ্রাম এম.পি (মিউরেট অব পটাশ) মেশাতে হবে। ৫০ সে.মি.
বসতবাড়িতে গাছ লাগানোর নিয়ম... • পলিব্যাগের চারা থেকে সাবধানে ছুরি বা ব্লেড দিয়ে পলিব্যাগটি সরিয়ে ফেলতে হবে। লক্ষ রাখতে হবে চারার গোড়ার মাটি যেন ভেঙ্গে না পড়ে।
বসতবাড়িতে গাছ লাগানোর নিয়ম... • গাছ লাগানোর সময় গর্তের মাটি পলিব্যাগের আকৃতির সমপরিমাণে সরাতে হবে এবং গর্তে চারা সাবধানে বসাতে হবে। গর্তে চারা বসানো
বসতবাড়িতে গাছ লাগানোর নিয়ম... • চারাটি সাবধানে গর্তে বসানোর পর মাটি দিয়ে চারদিকের ফাঁকা অংশ ভরাট করে দিতে হবে।
বসতবাড়িতে গাছ লাগানোর নিয়ম • গোড়ার মাটি একটু উঁচু করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন চারার সবুজ কান্ড ঢাকা না পড়ে। প্রয়োজনে চারা লাগানোর পর হালকা পানি সেচ দেয়া যেতে পারে।
চারা রোপণ পরবর্তী করণীয়/পরিচর্যা... • সহায়ক খুঁটি দিতে হবে যাতে চারা হেলে না পড়ে। • শুষ্ক মৌসুমে রসের অভাব দেখা দিলে নিয়মিত পানি সেচ দিতে হবে।
চারা রোপণ পরবর্তী করণীয়/পরিচর্যা... • চারা গাছের গোড়ায় আগাছা জন্মালে তা নিয়মিত পরিষ্কার করতে হবে এবং শীতকালে চারার গোড়ায় মাটির রস টিকিয়ে রাখতে লতাপাতা, খড়কুটা, কচুরীপানা বিছিয়ে রাখতে হবে একে মালচিং বলে। • চারা রোপণের ৩-৪ মাস পরে ডিবলিং পদ্ধতিতে চারা প্রতি ৫০ গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করা যেতে পারে।
দলগত কাজ (প্রয়োজনীয় সংখ্যক দলে বিভক্ত করে) দল – ১ প্রশ্নঃ চারা রোপণের ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে? দল – ২ প্রশ্নঃ শুষ্ক মৌসুমে চারা সতেজ ও সবল রাখতে মালচিং এর বিকল্প নেই- বিশ্লেষণ কর।
মূল্যায়ন ১। বাড়ির আঙ্গিনায় কোন বনজ গাছ লাগানো যায়? ২। শক্ত ও পাতাঝরা গাছ বসতবাড়ির কোন দিকে লাগাতে হয়? ৩। চারা রোপণ শেষে সহায়ক খুঁটির দরকার হয় কেন? ৪। মালচিং কী? মালচিং কেন প্রয়োজন? ৫। ডিবলিং পদ্ধতি বলতে কী বুঝ?
বাড়ির কাজ প্রশ্নঃ গ্রামীণ বন জাতীয় অর্থনীতিতে কী ধরনের অবদান রাখতে পারবে? মতামত দাও।
ধন্যবাদ সবাই গাছ লাগাই পৃথিবী বাঁচাই।