150 likes | 494 Views
শুভেচ্ছা. পরিচিতি. মোছাঃ মনোয়ারা বেগাম সহঃ শিক্ষিকা(কম্পিউঃ) চতরা উচ্চ বিদ্যালয় পীরগঞ্জ, রংপুর।. শ্রেণিঃ নবম বিষয়ঃ সামাজিক বিজ্ঞান বিশেষ পাঠঃ আগ্নেয়গিরি সময়ঃ ৪০ মিনিট।. আজকের পাঠ. আগ্নেয়গিরি ও আগ্নেয়গিরির প্রকারভেদ. শিখন ফল. ১। আগ্নেয়গিরি কি তা বলতে পারবে।
E N D
পরিচিতি • মোছাঃ মনোয়ারা বেগাম • সহঃ শিক্ষিকা(কম্পিউঃ) • চতরা উচ্চ বিদ্যালয় • পীরগঞ্জ, রংপুর। শ্রেণিঃ নবম বিষয়ঃ সামাজিক বিজ্ঞান বিশেষ পাঠঃ আগ্নেয়গিরি সময়ঃ ৪০ মিনিট।
আজকের পাঠ আগ্নেয়গিরি ও আগ্নেয়গিরির প্রকারভেদ
শিখন ফল ১। আগ্নেয়গিরি কি তা বলতে পারবে। 2। আগ্নেয়গিরির প্রকারভেদ উল্লেখ করতে পারবে। ৩। সক্রিয় আগ্নেয়গিরি ও সুপ্ত আগ্নেয়গিরির মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে।
একক কাজ নিচের ছবিটি লক্ষ্য কর
এর ফাটল দিয়ে ধূম, গ্যাস, লাভা, ধূলি, উত্তপ্ত পাথর খন্ড ও কাদা বের হয়। • মুখের চারদিকে জমাট বাধে। • উঁচু পর্বতের সৃষ্টি করে।
সক্রিয় আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি মৃত আগ্নেয়গিরি
আগ্নেয়গিরি সক্রিয় মৃত সুপ্ত
জোড়ায় কাজএর বৈশিষ্ট গুলো কী। ইতালির ভিসুভিয়াস
বৈশিষ্টঃ ১। সক্রিয় আগ্নেয়গিরি। ২। জ্বালা মুখ আছে। ৩। গ্যাস, লাভা, কাদা ও তরল বা কঠিন ধাতব পদার্থ বের হয়। ৪। অগ্ন্যুতৎপাত বন্ধ হয়নি।
দলগত কাজ ১। আগ্নেয়গিরি দুটির মধ্যে তিনটি পার্থক্য লিখ।
মূল্যায়ন • সক্রিয় আগ্নেয়গিরি কী। • সুপ্ত আগ্নেয়গিরির বৈশিষ্ট কী। • চিত্রটি কোন আগ্নেয়গিরির।
বাড়ীর কাজ • আগ্নেয়গিরির চিত্র অংকন করে বিভিন্ন অংশ গুলো চিহ্নিত কর।