170 likes | 439 Views
সবাইকে শুভেচ্ছা. ইতি দাস সহকারি শিক্ষক আলীশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয় সদর দক্ষিণ কুমিল্লা।. শিখণ ফলঃ. ১৫-১-১- পানিতে ডোবা প্রতিরোধের উপায় গুলো বর্ননা করতে পারবে। ১৫-১-২- গায়ে আগুন লাগলে কী করে তা নেভানো যায় তা জেনে আগুন নেভাতে পারবে।
E N D
ইতি দাস সহকারি শিক্ষক আলীশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয় সদর দক্ষিণ কুমিল্লা।
শিখণ ফলঃ ১৫-১-১- পানিতে ডোবা প্রতিরোধের উপায় গুলো বর্ননা করতে পারবে। ১৫-১-২- গায়ে আগুন লাগলে কী করে তা নেভানো যায় তা জেনে আগুন নেভাতে পারবে। ১৫-১-৪- সাবধানতা অবলম্বনের মাধ্যমে পানিতে ডোবা,গায়ে আগুন লাগা প্রতিরোধ করতে পারবে।
ছবিতে কি দেখতে পাচ্ছ? দূর্ঘটনার নানা চিএ
এগুলো কিসের ছবি? পানিতে ডোবার ছবি
এগুলো কিসের ছবি? আগুন লাগার ছবি
দলীয় কাজঃ ১ম ও ২য় দলঃ ক) পুকুরে বা নদীতে গোসল করার আগে কী করা উচিৎ ? ১।কী কী বিপদ হতে পারে তা জানা ২।দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার উপায় জানা ৩।কীভাবে সঁতার কাটতে হয় তা শেখা ৪।সব রকমের সতর্কতা পালন সম্বন্ধে জানা
খ) গায়ের আগুন নিভাতে রোগীরকী করা উচিৎ ? ১।গায়ে পানি ঢালা ২।মোটা কাপড় দিয়ে গা ঢাকা ৩।দোড় দিয়ে মাটিতে শুয়ে পড়া 4।গায়ে ধুলাবালি ছিটানো
৩য় ও ৪র্থ দল শুন্যস্থান পূরন কর ১। স্বাভাবিক অবস্থার আকস্মিক ধ্বংস বা ক্ষতি হওয়াই -----------। ২। বড়দের ছাড়া একাকী ------------ কাটবো না। ৩।দুর্ঘটনা রোধের --------উপায় ও আছে। ৪।পানিতে ডোবা রোগীর ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজন--------চালু করা।
বাড়ীর কাজ ১। দুর্ঘটনা বলতে কী বুঝ? ২। পানিতে ডোবা প্রতিরোধে কী কী করা উচিত?