190 likes | 683 Views
স্বাগতম. পরিচিতি. শ্রেণী – নবম বিষয় – সামাজিক বিজ্ঞান পাঠের বিষয় – সামাজিকীকরণ সময়- ৪৫ মিনিট. মোঃ সাইফুল ইসলাম পারসাওতা বিনোদ পুর সহকারী শিক্ষক (কম্পিউটার) বাঘা, রাজশাহী. এই পাঠ শেষে শিক্ষার্থীরা -- ১। সামাজিকীকরণ কি তা বলতে পারবে।
E N D
পরিচিতি শ্রেণী – নবম বিষয় – সামাজিক বিজ্ঞান পাঠের বিষয় – সামাজিকীকরণ সময়- ৪৫ মিনিট মোঃ সাইফুল ইসলাম পারসাওতা বিনোদ পুর সহকারী শিক্ষক (কম্পিউটার) বাঘা, রাজশাহী
এই পাঠ শেষে শিক্ষার্থীরা -- ১। সামাজিকীকরণ কি তা বলতে পারবে। ২। সামাজিকীকরণের মাধ্যম গুলো কি কি তা লিখতে ও বলতে পারবে। ৩। সামাজিকীকরণের মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা বলতে পারবে
১। সমাজ কি? ২।সমাজের উপাদান গুলো কি কি?
সমাধানঃ- ১। একই উদ্দেশ্যে সামাজিক সম্পর্ক যুক্ত সঙ্গবদ্ধ জনসমষ্টি সমাজ বলে। ২। সঙ্গবদ্ধ মানুষ , পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়া ও সচেতনতা সাদৃশ্য ও বৈসাদৃশ্য ,সহযোগিতা ,পরস্পর নির্ভরশীলতা।
১। প্রথম ছবিটিতে কি দেখছ? ২। দ্বিতীয় ছবিটিতে কি দেখছ? ৩। প্রথম ও দ্বিতীয় ছবির মধ্যে পার্থক্য কি? ৪। এক পরিবেশ থেকে আর এক পরিবেশে খাপ খাইয়ে চলার প্রক্রিয়াকে কি বলে?
১। প্রথম ছবিটি বিদ্যালয়ের সমাবেস ২। দ্বিতীয় ছবি মা ও বাবার সাথে বেড়ানোর দ্রশ্য ৩। দুইটা দুই পরিবেশের অবস্থান করছে।
সামাজিকীকিকরণ একটি জীবন ব্যাপি প্রক্রিয়া , শিশু যখন জন্ম গ্রহন করে তখন সে ইন্দ্রিয় সর্বস্ব প্রাণী । কিন্তু আস্তে আস্তে সে সমাজের উপযুক্ত সদস্য হিসাবে প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠিত হওয়ার এই প্রক্রিয়াকে সামাজিকীকরণ বলে । শিশুর জন্ম থেকে মুত্য পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে । এক জন ব্যাক্তি যখন এক পর্যায় থেকে আরেক পর্যায়ে প্রবেশ করে তখন নতুন পরিবেশের সঙ্গে নতুন অবস্থার সঙ্গে খাপ, যার ফলে তার আচারনের পরিবর্তন আসে । এই সব নিয়ম কানুন ও রীতিনীতির সাথে খাপ খাইয়ে চলার প্রক্রিয়ার নাম সামাজিকিকরন । সামাজিকিকরনের বিভিন্নমাধ্যম রয়েছে – যথা- শিশু, পিতা মাতা ও পরিবার ,খেলার সাথী , শিক্ষা প্রতিষ্ঠান সংস্কৃতি ইত্যাদি।
প্রশ্ন ১। সামাজিকীকরণ কি। ২। কোন প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশু ব্যক্তিত্ব পূর্ণ মানুষে পরিনত হয় ।
সমাধান- ১। মানব শিশু আস্তে আস্তে বিভিন্ন প্রক্রিয়ার ম্যাধমে উপযুত্ত সদস্য প্রতিষ্ঠিত হওয়ার প্রক্রিয়াকে সামাজিকীকরণ বলে। ২। সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে।
জোড়ায় কাজ- সামাজিকীকরণের ম্যাধম হিসাবে পরিবারের ভূমিকা কি।
সামাজিকীকরণ একটি জীবন ব্যাপী প্রক্রিয়া। এ প্রক্রিয়া দ্বারা মানবশিশু ক্রমস নামাজিক মানুষে পরিনত হয় । শিশুর এ সামাজিকীকরণে পরিবার একটি গুরুত্ব পুর্ন ম্যাধ্যম । এ পরিবারেই তার চরিত্রের ভিত্তিপ্রস্তর রচিত হয় । ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্ততি গ্রহণ , বিভিন্ন পরিবেশে এবং পরিস্থিতিতেই তার চরিত্রের ভিত্তি প্রস্তর রচিত হয় । ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্ততি গ্রহণ , বিভিন্ন পরিবেশে এবং পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়ানোর ক্ষেত্রে পারিবারিকশিক্ষা ছাড়াও আরও কতগুলো মাধ্যম গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে থাকে। সাম্প্রতিক সময়ে শিশুর সামাজিকীকরণে গনমাধ্যম বিশেষ করে টেলিভিশনের ভূমিকা তাৎপর্যপূর্ণ । ক। সামাজিকীকরণ কি ? খ। শিশুর সামাজিকীকরণে পরিবার কেন গুরুত্বপূর্ণ মাধ্যম। গ। সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যম তোমার শৈশবকে কিভাবে প্রভাবিত করেছে? ঘ। শিশুর সামাজিকীকরণে টেলিভিশনে প্রচারিত শিশুতোষ অনুষ্ঠানমালার ভূমিকা প্রভাব বিশ্লেষণ কর।
মূল্যায়ন ১। সামাজীকিকরনে মুখ্য ভুমিকা কোন মাধ্যম পালন করে ? (ক) চলচ্চিত্র (খ) পরিবার (গ) খেলার সাথী (ঘ) বিদ্যালয় ২। শিশু তার খেলার সাথীদের সাথে মেলামেশা করলে – নেতৃত্ব দেওয়ার গুনাবলি অর্জন করে স্বাবলম্বী হতে শেখে মুক্ত বুদ্ধি – সম্পন্ন হয়। নিচের কোনটি সঠিক? (ক) i (খ)ii (গ)iও ii (ঘ) ii ও iii
বাড়ীর কাজ ▪ শিশুর সামাজীকিকরনে খেলার সাথীর ভুমিকা মূল্যায়ন কর। ধন্যবাদ