180 likes | 449 Views
শুভেচ্ছা. জহর লাল দাস সহকারী শিক্ষক ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় ভোলা।. ৮ম শ্রেনী বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়: প্রথম অধ্যায়ের নাম:তথ্য ও যোগাযো প্রযু্ক্তির গুরুত্ব পাঠ ২: কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ঘরে বসে আয়ের সুযোগ). এই পাঠ শেষে শিক্ষার্থীরা.
E N D
জহর লাল দাসসহকারী শিক্ষকভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ভোলা।
৮ম শ্রেনী বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়: প্রথম অধ্যায়েরনাম:তথ্য ও যোগাযোপ্রযু্ক্তিরগুরুত্ব পাঠ ২: কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ঘরে বসে আয়ের সুযোগ)
এই পাঠ শেষে শিক্ষার্থীরা অন লাইন কর্মক্ষেত্র কী তা বলতে পাবে। অন লাইন কর্মক্ষেত্র চিহ্নিত করতে পারবে। অনলাইন কাজের প্রতি আগ্রহী হবে।
আউটসোর্সিং আউটসোর্সিং (Outsourcing) হচ্ছে একটি প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে বাইরের কোন প্রতিষ্ঠানের বা ব্যক্তির সাহায্যে করিয়ে নেয়া। এই কাজ হতে পারে কোনো প্রকল্পের অংশ বিশেষ অথবা সমগ্র প্রকল্প।
ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং (Freelancing) হচ্ছে যখন কোন ব্যক্তি কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানে কাজ না করে চুক্তিভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাজ করে থাকেন।
ফ্রিলান্সার • যিনি স্বাধীন কর্মী এবং • অন্যের প্রতিষ্ঠানে কাজ করতে ইচ্ছুক নয়।
অনলাইনমার্কেটেযে ধরনের কাজ পাওয়া যায় • ডেটাএন্ট্রি • ব্লগ লেখা • নিবন্ধন লিখন • ওয়েভ ডিজাইন • ওয়েভ ডেভেলপমেন্ট • গ্রাফিক ডিজাইন • অনুবাদ, ব্যাখ্যা ইত্যাদি।
অনলাইনআউটসোর্সকরারকারণঅনলাইনআউটসোর্সকরারকারণ • আউটসোর্স কোম্পানীর খরচ কমায়। • অনলাইনেচাকরি পোস্ট করা হয়। • বিশ্বজুড়ে দক্ষ ফ্রিলান্সারা কাজেবিড করে থাকে। • আউটসোর্সিং গ্লোবাল মার্কেটপ্লেসের একটি অংশ। • যারা দক্ষ তারাকাজের সুযোগ পায়।
একজন ফ্রিলেন্সারেরসাধারণ যোগ্যতা ক.বেসিক কম্পিউটার জ্ঞান। খ. মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ব্যবহার করতে পারেন এমন। গ. ইংরেজিতে যোগাযোগ করারক্ষমতা। ঘ. ইন্টারনেট ব্যবহার করে কাজ করার ক্ষমতা। চ. দীর্ঘ সময়মনোযোগ প্রদানের ক্ষমতা। • ছ. যেকোনসময়কাজকরারমানষিকতা।
ফ্রিল্যাসিংশুরু করতে কী কী প্রয়োজন Valid Identification [Passport, National ID, Driving license etc ইন্টারনেট কানেকশন কম্পিউটার প্রয়োজনীয় সফটওয়ার
আউটসোসিং সাইট সমূহ • www.odesk.com • www.freelancer.com • www.elance.com • www.getacoder.com • www.guru.com • www.scriptlance.com • www.vworker.com
দলীয় কাজ: অন লাইন কর্মক্ষেত্র কী? অন লাইন কর্মক্ষেত্র চিহ্নিত কর।
মূল্যায়ন আউটসোসিং কি? ২. আউটসোসিং কাজের সহায়ক উপকরন গুলোর নাম লিখ। ৩. কয়েকটিআউটসোসিং সাইটের নাম বল।
বাড়ির কাজ আউটসোসিং এর মাধ্যমে তোমরা কিভাবে স্বাবলম্বী হতে পারবেতাসংক্ষেপেলিখেআনবে।