140 likes | 323 Views
শুভেচ্ছা. পরিচিতিঃ. পাঠ পরিচিতি. বিষয়ঃ কম্পিউটার শিক্ষা শ্রেনীঃ একাদশ অধ্যায়ঃ মেমরি স্টোরেজ সময়ঃ ৪৫ মিনিট তারিখঃ২২/০৪/২০১৩. সঞ্জয়কুমারসরকার প্রভাষক কম্পিউটারশিক্ষা বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ,নাটোর। আই,ডি - ০৫ email -id-bsmc@gmail.com. পূর্বজ্ঞান যাচাইঃ. ০১. ০২. ০৩. ০৫. ০৪.
E N D
পরিচিতিঃ পাঠ পরিচিতি বিষয়ঃ কম্পিউটার শিক্ষা শ্রেনীঃ একাদশ অধ্যায়ঃমেমরি স্টোরেজ সময়ঃ ৪৫ মিনিট তারিখঃ২২/০৪/২০১৩ সঞ্জয়কুমারসরকার প্রভাষক কম্পিউটারশিক্ষা বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ,নাটোর। আই,ডি -০৫ email -id-bsmc@gmail.com
পূর্বজ্ঞান যাচাইঃ ০১ ০২ ০৩ ০৫ ০৪
উপরের ছবি দেখে বল কোনটা কোন ডিভাইস কম্পিউটার সিডি ডিস্ক প্রসেসর ডিজিটাল ক্যামেরা পেন ড্রাইভ
শিখন ফলঃ পাঠ শেষে নিন্মোক্ত বিষয়ে শিক্ষার্থীরা বলতে পারবে কম্পিউটার স্টোরেজ,সিডি রম,সিডি রম ড্রাইভ,বিভিন্ন প্রকার মেমরি প্রকারভেদ
পাঠ শিরোনামঃ কম্পিউটার স্টোরেজ এর সংক্ষিপ্ত বর্ণনা। স্টোরেজ,সিডি রম,সিডি রম ড্রাইভের সংক্ষিপ্ত বর্ণনা। বিভিন্ন প্রকার মেমরির প্রকারভেদ বর্ণনা ।
একক কাজ এই মেমোরি ডিভাইস কী র্যাম,না রম এটা কী ধরনের যন্ত্র এটাকে প্রসেসর বলে এবং এটা রম মেমরি স্টোরেজ। এটা একটি ডিজিটাল ক্যামেরা-যা মেমোরি ধারন করতে পারে।
জোড়ায় কাজ এই চিত্রটি দেখে কী ধরনের মেমরি কোথায় অবস্থান,সিডি,সিডি রমের কাজ ও মেমরির প্রকারভেদ বোঝা যায় ।
জোড়ায় কাজের উত্তর ছকের মাধ্যমে বিভিন্ন প্রকার মেমরির শ্রেনীবিভাগ কম্পিউটার মেমরি ও স্টোরেজ প্রাইমারী স্টোরেজ সেকেন্ডারী স্টোরেজ টার্সিয়ারী স্টোরেজ অফ লাইন স্টোরেজ ক্যাশ মেমরি রেজিস্টার প্রাইমারী মেমরি
জোড়ায় কাজের উত্তর প্রধান মেমরির শ্রেণীবিভাগ প্রধান মেমরি পাতলা পর্দা চার্জ কাপ লড চৌম্বক কর চৌম্বক বাবল অর্ধ পরিবাহী রিড অনলি মেমরি রিড/রাইট মেমরি
জোড়ায় কাজের উত্তর মাল্টিমিডিয়ায় বহুল ব্যাবহৃত মাধ্যম হল কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমরি বা সিডি রম।এটি ১২০মিলিমিটার ব্যাসবিশিস্ট গোলাকার একটি ডিস্ক যা ১ পয়েন্ট ২ মিলিমিটার পুরু ও কেন্দ্রে ১৫ মিলিমিটার একটি ছিদ্র থাকে। সিডি রম ড্রাইভ হিসাবে ডিভিডি একটি বহুল প্রচলিত ডিভাইস যার সিডি-রম প্রযুক্তিকে জনপ্রিয় করেছে। এখানে সিঈেল এবং ডবল লেয়ারে ডেটা সংরক্ষন করা যায়। এর ধারন ক্ষমতা ০৪ থেকে ১৭ গিগিবাইট পর্যন্ত।
মূল্যায়ন ১। দুটি মেমরি স্টোরেজ ডিভাইসের নাম বল। ২। দুটি রম মেমরির নাম বল। ৩। মেমরি প্রধানত কয় প্রকার ও বর্ন্ননা কর ।
বাড়ীর কাজ কম্পিউটার স্টোরেজ ডিভাইসগুলো ব্যবহারিক জীবনে কী কী কাজে লাগে। সিডি রমের গঠন এবং এর অসুবিধা বর্ননা কর।