130 likes | 269 Views
শুভেচ্ছা. পরিচিতি. শ্রেণীঃ নবম শিক্ষার্থী সংখ্যাঃ ৩০ জন বিষয়ঃকম্পিউটার শিক্ষা সময়ঃ৪০মিঃ তারিখঃ ১৮/০১/২০১২. পরিচিতি. মোসা: শাহনাজ আখতার সহকারী শিক্ষিকা (কম্পিউটার) মহিশালবাড়ী আল ইসলাহ ইসলামী একাডেমী গোদাগাড়ী ,রাজশাহী। আই,ডি :- ০৩. অসংরক্ষিত কম্পিউটার. কম্পিউটার রক্ষনাবেক্ষন.
E N D
পরিচিতি শ্রেণীঃ নবম শিক্ষার্থী সংখ্যাঃ ৩০ জন বিষয়ঃকম্পিউটার শিক্ষাসময়ঃ৪০মিঃ তারিখঃ ১৮/০১/২০১২
পরিচিতি মোসা: শাহনাজ আখতার সহকারী শিক্ষিকা (কম্পিউটার) মহিশালবাড়ী আল ইসলাহ ইসলামী একাডেমী গোদাগাড়ী ,রাজশাহী। আই,ডি :- ০৩
অসংরক্ষিত কম্পিউটার কম্পিউটার রক্ষনাবেক্ষন
পাঠের বিষয়: কম্পিউটারের রক্ষণাবেক্ষণ ও সঠিক ব্যবহার
শিখন ফল সময়: ৫মি: ১। কম্পিউটারের রক্ষনাবেক্ষন করতে পারবে। ২। কম্পিউটারের সঠিক ব্যবহার বলতে পারবে। ৩। ভাইরাসের বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থা সমন্ধে লিখতে পারবে।
উপস্থাপন সময়: ১০মি: ভাইরাস সঠিক ব্যবহার রক্ষনাবেক্ষন
একক কাজ (কর্মপত্র-১) সময়:৩মি: ১।কম্পিউটারের ভৌত পরিবেশ কাকে বলে? সমাধান:একটি কম্পিউটার যে স্থানে স্থাপন করা হয় এবং যে স্থানে রেখে কাজ করা হয় সে স্থানের সার্বিক পরিবেশকেই ভৌত পরিবেশ বলা হয়।
জোড়ায় কাজ (কর্মপত্র-২) সময়: ৫মি: ২। কম্পিউটার কি ভাবে রক্ষনাবেক্ষন করা যায় ৩টি সমাধান দাও ? • সমাধান: • কম্পিউটার কক্ষে দরজা জানালায় মোটাকাপড়ের পর্দা ব্যবহার করতে হবে। • কম্পিউটার কক্ষের মেঝেতে প্লাষ্টিক কার্পেট ব্যবহার করতে হবে। • কম্পিউটার কক্ষে কখনও ধুমপান করা যাবে না।
দলীয় কাজ (কর্মপত্র -৩)সময়-১০মি: ৩.ভাইরাসের বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থা কিভাবে করা যায়? সমাধান ১.ভাইরাস আক্রান্ত ফাইল এবং ডিস্ক ভাইরাসমুক্ত রাখা । ২.ভাইরাস প্রতিরোধ করার জন্য প্রোগ্রাম ও সফট্ওয়্যার ব্যবহার করা । ৩.ভাইরাস আক্রান্ত হতে না পারে সে জন্য ভাইরাস প্রতিরোধী ব্যবস্থা গ্রহন করা ।
মূল্যায়ন সময়: ৫মি: • ১.কম্পিউটারের ভৌত পরিবেশ কাকে বলে । • ২.কম্পিউটার কিভাবে রক্ষনাবেক্ষনকরা যায়? • ৩.কম্পিউটারে ভাইরাস কিভাবে প্রতিরোধ করা যায় ?
বাড়ীর কাজ সময়: ২মি: নিয়মিতভাবে কম্পিউটার রক্ষনাবেক্ষন কিভাবে করবে তোমার মতামত দাও।