150 likes | 371 Views
ক্লাসে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন. পরিচিতি. পাঠ্যসূচী. শিক্ষক পরিচিতিঃ. বিষয়ঃ কম্পিউটার শিক্ষা অধ্যায়ঃ ডিজিটাল লজিক তারিখঃ ২৪ / ০৪ / ২০১৩. মোঃ শহীদুল ইসলাম. প্রভাষক, দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজ, নাটোর. আই, ডি নং – ০৩ ব্যাচ নং – ৩৪ / ২০১৩ টি, টি, আই, রাজশাহী. আই, ডি নং ০৩.
E N D
ক্লাসে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন
পরিচিতি পাঠ্যসূচী শিক্ষক পরিচিতিঃ বিষয়ঃ কম্পিউটার শিক্ষা অধ্যায়ঃ ডিজিটাল লজিক তারিখঃ ২৪ / ০৪ / ২০১৩ মোঃ শহীদুল ইসলাম প্রভাষক, দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজ, নাটোর আই, ডি নং – ০৩ ব্যাচ নং – ৩৪ / ২০১৩ টি, টি, আই, রাজশাহী আই, ডি নং ০৩
শিখন ফল • ডিজিটাল লজিক কি তা বলতে পারবে। • বিভিন্ন ধরনের লজিক গেট বিশ্লেষণ করতে পারবে। • বুলিয়ান অ্যালজাব্রা ব্যাখ্যা করতে পারবে।
শিক্ষার্থীরা নীচের ছবিগুলো লক্ষ্য কর। এই ছবিটি কার ? কম্পিউটার বিজ্ঞানে তাঁর অবদান কি ? কম্পিউটার বিজ্ঞানে তাঁর কোন সূত্র রয়েছে কি ?
জর্জ বুলি অর গেট অ্যান্ড গেট নট গেট
পাঠ শিরোনাম ডিজিটাল লজিক
উপস্থাপন পর্ব ডিজিটাল লজিক বুলিয়ান বীজগণিতঃ প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুলি ১৮৫৪ সালে বুলিও বীজ গণিত নিয়ে আলোচনা করেন। এ বীজ গণিত মূলতঃ সত্য এবং মিথ্যা এই দুই যুক্তি বা লজিক এর উপর ভিত্তি করে রচিত হয়েছে। বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হওয়ার পরে বুলিও বীজ গনিতের সত্য এবং মিথ্যাকে বাইনারি ১ এবং ০ দিয়ে পরিবর্তন করার মাধ্যমে কম্পিউটারে অংক করার সমস্ত গানিতিক সমস্যার সমাধান করা সম্ভব হয়। বুলিও বীজ গনিতে শুধু বুলিও যোগ এবং গুণ এর মাধ্যমে সমস্ত অংক করা হয়। যোগ এবং গুনের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজাব্রা কতকগুলো নিয়ম মেনে চলে। এ নিয়ম গুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। চলমান পাতা George Boole
বুলিয়ান উপপাদ্যঃ বুলিয়ান অ্যালজেব্রার সাধারণ উপপাদ্য গুলো নীচে দেওয়া হলঃ ____ চলমান পাতা
লজিক গেটঃ যে সকল ইলেক্ট্রনিক সার্কিট বুলিয়ান প্রক্রিয়ায় অর্থাৎ যোগ, গুণ বা পুরকের কাজ করে থাকে তাকে লজিক সার্কিট বা লজিক গেট বলে। লজিক সার্কিটে এক একাধিক ইনপুট গ্রহন করে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে। মৌলিক লজিক গেট সমূহ অর গেট (OR), অ্যান্ড গেট (AND )এবং নট গেট (NOT)। অর (OR)গেটঃ যে সকল ইলেক্ট্রনিক সার্কিট এর আউট পুট তার এক বা একাধিক ইনপুট এর সমষ্টি সেই সকল ইলেক্ট্রনিক সার্কিট কে অর গেট বলা হয়। OR Gate Truth Table চলমান পাতা
অ্যান্ড (And)গেটঃযে সকল ইলেক্ট্রনিক সার্কিট এর আউট পুট তার এক একাধিক ইনপুট এর গুণ ফল এর সমান তাকে অ্যান্ড গেট বলা হয়। অ্যান্ড (And)গেট Truth Table চলমান পাতা
নট গেটঃ যে সকল ইলেক্ট্রনিক সার্কিট এর আউট পুট তার ইনপুট এর বিপরীত তাকে নট গেট বলা হয়। ___ ____ A X = A A নট গেট Truth Table চলমান পাতা
মূল্যায়নঃ • বুলিয়ান অ্যালজাব্রা কী ? • মৌলিক গেট সমুহ কী কী ? • নট গেট বর্ণনা কর ?
বাড়ির কাজ নিম্ন লিখিত সরল অংক গুলো করতে হবেঃ 1. (A+B) (A+C) 2. A (A+A)