190 likes | 541 Views
স্বাগতম. পরিচিতি. মোঃ কামরুল ইসলাম তালুকদার আইডিঃ ১৫ প্রভাষক-রসায়ন জামালগঞ্জ ডিগ্রি কলেজ মোবাইল নম্বরঃ ০১৭১২ - ৭৩১৫৪৭ ই-মেইলঃ sabuj 10051971@gmail.com. পাঠ পরিচিতি. শ্রেণিঃ একাদশ বিষয়ঃ রসায়ন অধ্যায়- তৃতীয় সময়-৬০ মিঃ শিক্ষার্থী সংখা-৪০. শিখনফল. এই পাঠ শেষে শিক্ষার্থীরা--
E N D
পরিচিতি মোঃ কামরুল ইসলাম তালুকদার আইডিঃ ১৫ প্রভাষক-রসায়ন জামালগঞ্জ ডিগ্রি কলেজ মোবাইল নম্বরঃ ০১৭১২-৭৩১৫৪৭ ই-মেইলঃ sabuj10051971@gmail.com
পাঠ পরিচিতি শ্রেণিঃ একাদশবিষয়ঃ রসায়নঅধ্যায়- তৃতীয় সময়-৬০ মিঃশিক্ষার্থী সংখা-৪০
শিখনফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা-- ১. আধুনিক পর্যায় সূত্র-এর ধারণা বলতে পারবে। 2. আধুনিক পর্যায় সারণির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। 3. আধুনিক পর্যায় সারণির সীমাবদ্ধতাগুলো বর্ণনা করতে পারবে। 4. আধুনিক পর্যায় সারণিতে Na এবং Clএর অবস্থান বিশ্লেষণ করতে পারবে।
পাঠ ঘোষনা পর্যায় সারণি
আধুনিক পযার্য় সূত্রের ধারণা কী? • মিনি লেকচার ও একক কাজ • মৌলিক পদার্থ ও তাদের থেকে সৃষ্ট যৌগিক পদার্থ সমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী মৌলসমূহের পারমাণুবিক সংখ্যা বৃদ্ধির সংগে পযার্য় ক্রমে আবর্তিত হয়। এটিই আধুণিক পযার্য় সূত্র।
আধুনিক পর্যায় সারণির বৈশিষ্ট্য • আধুনিক পর্যায় সারণিতে মৌলসমূহকে পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে সাজানো হয়েছে । এভাবে সাজাতে গিয়ে মৌলসমূহের ধর্ম ক্রম বিবর্তন এবং নির্দিষ্ট ব্যবধান পর যে সাদৃশ্য ঘটে তা তুলে ধরার জন্য কয়েকটি অনুভূমিক ও উলম্ব কলামে সারি গঠন করা হয়েছে । • মোট ৭ টি অনুভূমিক সারিতে এবং ৯ টি উলম্ব কলামে মৌলগুলোকে সজ্জিত করা হয়েছে । অনুভূমিক সারিকে পিরিয়ড বা পর্যায় এবং উলম্ব কলামকে গ্রুপ বা শ্রেণি বলে ।
আধুনিক পর্যায় সারণির ত্রুটি ১। হাইড্রোজেনের আবস্থানঃ পযার্য় সারণিতে হাইড্রোজেনের অবস্থান এখনো একটি বিতর্কিত বিষয় । একে শ্রেণি IA এবং VIIA –উভয় শ্রেণিতে স্থান দেওয়া হয়েছে। ২। অস্টম শ্রেণির অসামঞ্জস্যতাঃ শ্রেণির VIII-এ তিনটি মৌলকে পর পর স্থান দেওয়া হয়েছে। যেমনঃ আয়রন (Fe),কোবাল্ট(Co)এবং নিকেল(Ni) এ তিনটি মৌল পারমাণবিক সংখ্যা ভিন্ন হলেও তাদেরকে অস্টম শ্রেণিতে একই স্থানে বসানো হয়েছে।
পর্যায় সারণিতে Na এর অবস্থানঃNa এর ইলেক্ট্রন বিন্ন্যাস হতে দেখা যায় যে, তৃতীয় পর্যায়ের এবং group -IA এর মৌল । • পর্যায় সারণিতে Clএর অবস্থানঃ • Clএর ইলেক্ট্রন বিন্ন্যাস হতে দেখা যায় যে, তৃতীয় পর্যায়ের এবং Group VIIA -এর মৌল।
নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবংপ্রশ্নগুলোর উত্তর দাওঃ পারমাণবিক সংখ্যার ক্রম অনুযায়ী আধুনিক পর্যায় সারণিতে মৌলসমূহকে সজ্জিত করায় মেন্ডেলিফের পর্যায় সারণির ত্রুটিসমূহ দূর হয় । তারপরও বেশ কিছু অনাকাঙ্কিত ত্রুটি রয়েছে। এসব দূর্বলতা অপসারণ করে অধিকতর যুক্তিযুক্ত মৌল সজ্জিতকরণের জন্য 1889খিঃ IUPAC সর্বাধুণিক পর্যায় সারণি প্রকাশ করে।
মূল্যায়ন (দলীয় কাজ) ১. আধুনিক পর্যায় সূত্র কী ? 2. আধুনিক পর্যায় সারণির বৈশিষ্ট্য গুলো লিখ । 3. আধুনিক পর্যায় সারণির সীমাবদ্ধতাগুলো বর্ণনা কর। 4. আধুনিক পর্যায় সারণিতে Na এবং Clএর অবস্থান ইলেকট্রন বিন্যাসের আলোকে বিশ্লেষণ কর।
বাড়ির কাজ পযার্য় সারণিতে হাইড্রোজেনের অবস্থান বর্ণনা কর।
ফ্ল্যাশব্যাক স্বাগতম পরিচিতি পাঠ পরিচিতি শিখনফল শিখনফল -১ পূর্বজ্ঞান যাচাই পাঠ ঘোযনা একক কাজ দলীয় কাজ শিখনফল-২ জোড়ায় কাজ শিখনফল -৩ দলীয় কাজ মূল্যায়ন সৃজনশীল উদ্দীপক দলীয় কাজ শিখনফল -৪ বাড়ির কাজ ধন্যবাদ