210 likes | 418 Views
স্বাগতম. শিক্ষক পরিচিতি. সানজিদা সারমিন সাথী সহকারী শিক্ষক নারিশা উচ্চ বালিকা বিদ্যালয় দোহার, ঢাকা. ষষ্ঠ শ্রেনী বিষয়ঃ বাংলা প্রথম পত্র. মুসলিম. খ্রিষ্টান. বৌদ্ধ. হিন্দু. মানুষ জাতি. ধনী. খ্রিষ্টান. খ্রিষ্টান. মুসলিম. মুসলিম. হিন্দু. হিন্দু. বৌদ্ধ. বৌদ্ধ. দরিদ্র.
E N D
শিক্ষক পরিচিতি সানজিদা সারমিন সাথী সহকারী শিক্ষক নারিশা উচ্চ বালিকা বিদ্যালয় দোহার, ঢাকা ষষ্ঠ শ্রেনী বিষয়ঃ বাংলা প্রথম পত্র
মুসলিম খ্রিষ্টান বৌদ্ধ হিন্দু
মানুষ জাতি ধনী খ্রিষ্টান খ্রিষ্টান মুসলিম মুসলিম হিন্দু হিন্দু বৌদ্ধ বৌদ্ধ দরিদ্র সত্যেন্দ্রনাথ দত্ত কালো সম্প্রদায় ও সংস্কৃত সাদা
শিখনফল • পাঠ শেষে শিক্ষার্থীরাঃ • কবি পরিচিতি সম্বন্ধে বলতে পারবে। • কবিতার শব্দ এবং শব্দের অর্থ বলতে পারবে। • বিভিন্ন মানুষ জাতি সম্বন্ধে বলতে পারবে।
বিভিন্ন বিষয় আলোচনা ভিন্ন জাতি বাঙ্গালি জাতি দরিদ্র ধনী সম্প্রদায় ও সংস্কৃতি
এক পৃথিবীর স্তন্যে লালিত একই রবি শশী মোদের সাথী
কালো আর ধলো বাহিরে কেবলভিতরে সবারই সমান রাঙা ।
বংশে বংশে নাইকো তফাতবনেদি কে আর গর বনেদি,দুনিয়ার সাথে গাঁথা বুনিয়াদদুনিয়া সবারি জনম বেদি।
শব্দার্থ সূর্য ও চাঁদ রবি ও শশী--- যুদ্ধ করি যুঝি--- দোসর--- সাথি বা বন্ধু ডাঙ্গা---- স্থলবা চর ধলো---- সাদা
দলীয় কাজ • তোমার স্কুলে বিভিন্ন ধর্ম ও পরিবার থেকে সহপাঠীরা এসেছে। এদের মধ্যে তুমি কি কোন ভেদাভেদ লক্ষ কর?তোমার মতামত উপস্থাপন কর।
মূল্যায়ন *মানুষ জাতি কোন কাব্য গ্রন্থ থেকে নেয়া হয়েছে? *কত গুলো জাতির নাম বল। *দেশে দেশে ধর্মে ও বর্ণের যে পার্থক্য কবিতার আলোকে তা কিভাবে দূর করা যায়।
বাড়ির কাজ তোমার চারপাশের মানুষে মানুষে কী ধরনের ভেদাভেদ তোমার চোখে পড়েছে? এই ভেদাভেদ কিভাবে কমিয়ে আনা যায় সে ব্যাপারে তোমাদের মতামত লিখ।
ধন্যবাদ মানুষ মানুষের জন্য