160 likes | 330 Views
স্বাগতম. পরিচিতি. মোছাঃ আকলিমা খাতুন সোহাগপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষিকা (কম্পিউটার) মোবাইল নং-০১৭২৬৩৪৬৪৬২ ই-মেইলঃ aklimarihan@gmail.com. পাঠ পরিচিতি. শ্রেণীঃ নবম/দশম বিষয়:- ফিন্যান্স ও ব্যাংকিং সময়ঃ ৪৫ মিঃ তারিখঃ ১১/০৭/২০১৩. নিচের ছবিগুলো লক্ষ্য কর. DEBIT CARD.
E N D
পরিচিতি মোছাঃ আকলিমা খাতুন সোহাগপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষিকা (কম্পিউটার) মোবাইল নং-০১৭২৬৩৪৬৪৬২ ই-মেইলঃ aklimarihan@gmail.com
পাঠ পরিচিতি • শ্রেণীঃ নবম/দশম • বিষয়:-ফিন্যান্স ও ব্যাংকিং • সময়ঃ ৪৫ মিঃ • তারিখঃ ১১/০৭/২০১৩
নিচের ছবিগুলো লক্ষ্য কর DEBIT CARD ATM CARD INTERNET BANKING ANY BRANCE BANKING
আজকের পাঠ ইলেক্ট্রনিক ব্যাংকিংয়ের বিভিন্ন পন্য ও সেবা
শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা 1। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের সজ্ঞা বলতে পারবে। ২। এটিএম কার্র্ডের বর্ননা করতে পারবে। ৩। ইলেক্ট্রনিক ব্যাংকিংয়ের বিভিন্ন পন্য ও সেবাসমুহ উল্লেখ করতে পারবে। ৪। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য করতে পারবে।
এটিএম Automated Teller Machine এক ধরনের ইলেক্ট্রনিক যন্ত্র। যার মাধ্যমে গ্রাহক ব্যাংকের কর্মচারীদের উপস্থিতি ছাড়া প্রাথমিক কিছু লেনদেন করতে পারে। যেমনঃ-টাকা উত্তোলন, টাকা জমা দেওয়া, হিসাবের বিবরনী ইত্যাদি। ১০-৫টা অফিস টাইমের বাইরের সময়েও এই মেশিনের মাধ্যমে টাকা উত্তোলন করা যায়।
ডেবিট কার্ড পড়ার যন্ত্র ডেবিট কার্ডঃ-এটা একধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড, যা ব্যাংক তার গ্রাহকের জন্য ইস্যু করে থাকে। ব্যাংকে টাকা থাকা সাপেক্ষে এর মাধ্যমে নগদ টাকা ছাড়াই কেনা কাটা এবং প্রয়োজনে এটিএম মেশিন থেকে নগদ টাকা উত্তোলন করতে পারে।
ক্রেডিট কার্ড পড়ার যন্ত্র ক্রেডিট কার্ডঃ-এটা একধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড, যা ব্যাংক তার গ্রাহকের জন্য ইস্যু করে থাকে। ব্যাংকে টাকা থাকা সাপেক্ষে এর মাধ্যমে নগদ টাকা ছাড়াই কেনা কাটা এবং প্রয়োজনে এটিএম মেশিন থেকে নগদ টাকা উত্তোলন করতে পারে।
ফোন ব্যাংকিং ফোন ব্যাংকিং:- টেলিফোন ব্যাংকিং একধরনের ব্যাকিং সেবা, যার মাধ্যমে গ্রাহক ব্যাংকিং লেনদেন ফোনের মাধ্যমে সম্পন্ন করে থাকে। এক্ষেত্রে গ্রাহকের পরিচয় পাবার পর সেবা প্রদান করা হয়। এসএমএস ব্যাংকিং:- মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করাকে এসএমএস ব্যাংকিং বলে। এর মাধ্যমে হিসাবের স্থিতি,চেকবইয়ের জন্য অনুরোধ ইত্যাদি করা হয়।
ইন্টারনেট ব্যংকিং:- ইন্টারনেট ব্যংকিংয়ের মাধ্যমে গ্রাহক ব্যাংকের একটি নিরাপদ ওয়েবসাইট নাম এবং পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত হয়ে থাকে। যথাযথ তথ্য প্রদানের পর গ্রাহক পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় তার হিসাবের বিবরনী,তহবিল স্থানান্তর,বিল প্রদানসহ অন্যান্য লেনদেন ইন্টারনেটের মাধ্যমে করতে পারে। এনি ব্রাঞ্চ ব্যাংকিং:-এর মাধ্যমে গ্রাহক এক জায়গায় অথবা একটি শাখায় হিসাব খুলে দেশের অন্য যে কোন শাখায় তার লেনদেন করতে পারে। যেমনঃ ধানমন্ডিতে ব্যাংকের শাখায় হিসাব খুলে চট্টগ্রামের ব্যাংকের শাখায় লেনদেন করতে পারে।
জোড়ায় কাজ সময়ঃ৪ মিঃ ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে প্রধান পার্থক্য লিখ।
দলীয় কাজ সময়ঃ-৪মিঃ প্রতিদল যেকোন দুটি ইলেক্ট্রনিক ব্যাংকিং সম্পর্কে বর্ননা কর।
মূল্যায়ন ১। ইলেক্ট্রনিক ব্যাংকিং সেবাসমুহ কিকি? ২। ATM এর পূর্নরুপ কি? উত্তরঃ- ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফোন ব্যাংকিং, এনি ব্রাঞ্চ ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, ইন্টারনেট ব্যংকিং উত্তরঃ- Automated Teller Machine ৩। পাশের চিত্রটিকে কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থা বলা হয়। উত্তরঃ- ইন্টারনেট ব্যংকিং
বাড়ীর কাজ ইলেক্ট্রনিক ব্যাংকিং সেবাসমুহের মধ্যে কোন সেবাটি অধিকতর সুবিধাজনক এবং কেন-- তোমাদের পক্ষে যুক্তি দাও।