180 likes | 457 Views
আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা. পরিচিতি. মোছাঃ শামীমা পারভীন সহকারী শিক্ষিকা (কম্পিউটার) সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যলয়. বিষয় – সাধারন বিজ্ঞান শ্রেনী – ষষ্ঠ ষোড়শ – অধ্যয় সময়- ৩০মি. তাং –০৮/ ০১/১২ ইং আই ডি নং ২৪. শিখন ফলঃ. পেশির সংগা বলতে পারবে ।
E N D
আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা
পরিচিতি মোছাঃ শামীমা পারভীনসহকারী শিক্ষিকা (কম্পিউটার)সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যলয় বিষয় – সাধারন বিজ্ঞান শ্রেনী – ষষ্ঠ ষোড়শ – অধ্যয় সময়- ৩০মি. তাং –০৮/ ০১/১২ ইং আই ডি নং ২৪
শিখন ফলঃ • পেশির সংগা বলতে পারবে । • পেশির শ্রেণী বিভাগ লিখতে পারবে । • পেশির কাজ বনর্না করতে পারবে ।
পাঠের শিরোনাম পেশি
একক কাজ পেশি কত প্রকার ও কি কি ?
তোমাদের ঊত্তরের সাথে মিলিয়ে নাও পেশি দুই প্রকার যথাঃ ঐচ্ছিক পেশি ও অনৈচ্ছিক পেশি
ঐচ্ছিক পেশীর সংকোচন ও প্রসারন
অনৈচ্ছিক পেশীর সংকোচন ও প্রসারন
পেশীর কাজ গুলো কি কি লিখ ?
পেশীর কাজ গুলো হলো- • দেহের আকৃতি দান করে ও অস্থি সঞ্চালনে সহায়তা করে। • নড়াচড়া ও চলাচলে সাহায্য করে । • দেহের ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করে। • হৃদপেশী দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে।
ব্যায়াম শারীরিক প্ররিশ্রম
দলীয় কাজঃ পেশি সবল রাখার উপায় গুলি কি কি লিখ?
পেশি সবল রাখার উপায় গুলি হলো- • ঘাড় , হাত,-পা, ইত্যাদির পেশি বিভিন্ন ভাবে কাজ করে । • কাজ করলে পেশি সুস্থ ও সবল থাকে। • যারা শারিরিক পরিশ্রম কম করেন তাদের পেশি সবল রাখার জন্য ব্যায়াম করা দরকার । • ব্যায়াম করলে পেশি সবল হয় ও মজবুত থাকে।
মূল্যায়নঃ • পেশি কাকে বলে ? • পেশি কত প্রকার ও কি কি? • পেশি সবল রাখার দুটি উপায় বল?
বাড়ীর কাজঃ “পেশি দেহের গুরুত্ব পূন অংশ “ এ উক্তিটির যথাযথ মূল্যায়ন কর।