190 likes | 422 Views
ফুলেল শুভেচ্ছা. পরিচয়. মোঃ লোকমান খান. সহকারি শিক্ষক রুস্তম পুর ন’মৌজা সুন্নিয়া দাখিল মাদরাসা নবিগঞ্জ,হবিগঞ্জ. শিখন ফল. এই পাঠ শেষে শিক্ষার্থীরা--. (১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী তা বর্ননা করতে পারবে। (২) কোথায় কোথায় তথ্য প্রযুক্তি ব্যাবহার করা যেতে পারে তা বর্ননা করতে পারবে।
E N D
পরিচয় মোঃ লোকমান খান সহকারি শিক্ষক রুস্তম পুর ন’মৌজা সুন্নিয়া দাখিল মাদরাসা নবিগঞ্জ,হবিগঞ্জ
শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা-- (১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী তা বর্ননা করতে পারবে। (২) কোথায় কোথায় তথ্য প্রযুক্তি ব্যাবহার করা যেতে পারে তা বর্ননা করতে পারবে। (৩)তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। (৪)নিজের স্কুলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাবহার করে একটি পোষ্টার করতে পারবে।
প্রজেক্টরে বড় পর্দায় খেলা এস এম এস এ রিজাল্ট এটি এম কার্ডে টাকা উঠানো ই-বুক
স্কাইপিতে কথা ঝড়ের পুর্বাভাস জানার জন্য রেডিও c সি সি ক্যামেরা আল্ট্রা সনোগ্রাফ
পাঠ ঘোষনা বোর্ড সময় ৪৫ মিঃ
বড় পর্দায় খেলা মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে হাজার লোক এক সংগে খেলে উপভোগ করতে পারছে।মনে হবে মাঠে বসেই খেলা দেখা হচ্ছে। এখানে প্রয়োজন- ১টি কমপিউটার,১টি প্রজেক্টর, একটি বড় পর্দা এবং টিভি সংযোগ। সকল পরিক্ষার ফলাফল, সকল মন্ত্রনালয় সহ ওয়েব সাইট আছে যে সকল বিভাগের আপডেটকৃত সকল সংবাদ নিমিষেই বের করা যাবে। এখানে প্রয়োজন- ১টি মোবাইল যাতে ইন্টারনেট ব্যাবহার করা যায়/অথবা১টি কমপিউটার ও ১টি মোডেম-যাতে ইন্টারনেট সংযোগ আছে। রিজাল্ট বের করা
এ টি এম কার্ডে টাকা উত্তোলন দিন রাত ২৪ ঘন্টা এই কার্ডের মাধ্যমে অনলাইন ব্যাংকের বুথ থেকে খুব সহজে অল্প সময়ে টাকা টোলা যায়। এখানে প্রয়োজন- ঐ ব্যাংকে একাউন্ট থাকতে হবে। এ,টি এম মানে Automated Teller Machine ই-বুক ব্যাগ বোঝাই করে পাঠ্য বই নিয়ে আর হয়তো আসা না ও লাগতে পারে। একটা ই-বুকে শিক্ষার্থীরা তার পাঠ্য বই সহ কয়েক হাজার বই একটি কমপিউটারে ই বুক লাইব্রেরীতে রাখতে পারবে।
স্কাইপিতে কথা বলা তথ্য প্রযুক্তির বদৌলতে স্বজনদের সংগে সরাসরি দেখে কথা বলা যাচ্ছে। এখানে প্রয়োজন- ইন্টারনেট সংযোগ ল্যাপটপ, ওয়েব ক্যামেরা। সাগরে মাছ সংগ্রহ সংগে রেডিও গভীর সাগরে মাছ ধরতে সময় জেলেরা আবহাওয়ার পুর্বাভাস জানতে রেডিও সঙ্গে নিচ্ছে। যার ফলে বিপদ সংকেত পেলেই তারা তীরে চলে আসেন।
আলট্রা সনোগ্রাম তথ্য প্রযুক্তি ব্যাবহার করে নিখুত রোগ নির্নয় সম্ভব হচ্ছে। যা আগে কল্পনায় ও ছিলনা। এখন আবার টেলিমেডিসিন প্রক্রিয়া ও শুরু হয়ে গেছে। সি সি ক্যামেরা ক্লোজ সার্কিট টিভি ব্যাবহার করে যে কোন এলাকা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখাশোনা করে নিরাপত্তা দেয়া যায়।
অনুষ্ঠানে ভেনার তথ্য প্রযুক্তি জানা থাকলে নিজ প্রতিষ্ঠানে যে কোন অনুষ্টানে নিজেই পোস্টার ব্যানার তৈরি করে ব্যাবহার করা যাবে
জোড়ায় কাজ আজকের উপস্থাপনায় বলা হয়নি সেরকম আর কী কী কাজ আই সি টি ব্যাবহার করে- করা যায় তার একটি তালিকা তৈরি কর।
মূল্যায়ন ব্যাংক থেকে সহজে দ্রুত টাকা উঠাতে কি ব্যাবহার করা হয়? কোন অফিস তীক্ষ্ণ দৃষ্টিতে মনিটর করতে কি ব্যাবহার করা হয়? পরিক্ষার ফলাফল তাৎক্ষনিক জানতে কী করতে হয়।
বাড়ির কাজ আজকের পাঠে যেসব যন্ত্রপাতির কথা বলা হয়েছে সেগুলির তালিকা তৈরি কর।