230 likes | 562 Views
স্বাগতম. সবাইকে অনেক অনেক শুভেচ্ছা. শ্রেনী – ষষ্ঠ বিষয় – সাধারণ বিজ্ঞান অধ্যায় - ষোড়শ অধ্যায়. উপস্থাপনায় – মোঃ দেলোয়ার হোসেন , এমএসএস, বিএড সিনিয়র শিক্ষক (কম্পিউটার ) বংগবাসী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা।. শিখন ফল.
E N D
স্বাগতম • সবাইকে অনেক অনেক শুভেচ্ছা
শ্রেনী – ষষ্ঠবিষয় – সাধারণ বিজ্ঞানঅধ্যায় - ষোড়শ অধ্যায় উপস্থাপনায় – মোঃ দেলোয়ার হোসেন , এমএসএস, বিএড সিনিয়র শিক্ষক (কম্পিউটার ) বংগবাসী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা।
শিখন ফল ১। কঙ্কাল কী তা বলতে পারবে। ২। মানব দেহের কাঠামো সম্পর্কে বলতে পারবে। ৩। মানব দেহের কঙ্কাল তন্ত্রের গঠন সম্পর্কে বলতে পারবে। ৪। মানব দেহের কঙ্কাল তন্ত্রের কাজ ব্যাখ্যা করতে পারবে। ৫। মানুষের চলনে ও অঙ্গ সঞ্চালনে কঙ্কালের ভূমিকা আলোচনা করতে পারবে।
নিচের চিত্রে আমরা কী দেখতে পাচ্ছি ? এটি একটি ঘরের কাঠামো এটি একটি ঘরের ছবি
বাম পাশের চিত্রে আমরা কী দেখতে পাচ্ছি ? দেহ কাঠামোর মডেল ডান পাশের চিত্রে আমরা কী দেখতে পাচ্ছি ? দেহ কাঠামো
ছবিটি দেখে কী বুঝছি ? এ ছবিটি দেখে কী বুঝছি ? দেহ কাঠামো কঙ্কাল দেহ কাঠামো
তাহলে আজ আমরা মানব কঙ্কালতন্ত্র নিয়ে আলোচনা করবো।
মানব দেহে ২০৬ খানা অস্থি বা হাড় মিলিত হয়ে কঙ্কালতন্ত্র গঠন করে। কঙ্কাল আমাদের দেহের কাঠামো গঠন করে।
মানব কঙ্কাল চার ভাগে বিভক্ত ৩। নিন্মাঙ্গ বা পা ফিমার প্যাটেলা টিবিয়া ফিকুলা ১। করোটি বা মাথার খুলি ২। দেহ কান্ড ৪। উর্ধাঙ্গ বা হাত
মস্তিষ্ক বা ঘিলু মাথার খুলি মাথার খুলি বাইরের আঘাত থেকে মস্তিষ্ককে রক্ষা করে।
নিচের ছবিতে কী দেখতে পাচ্ছি ? মানুষের বক্ষপিঞ্জর একটি পাখির খাঁচা
নিন্মাঙ্গ বা পা পা আমাদের চলতে সাহায্য করে ।
কঙ্কাল আমাদের দেহকে বহন করে এবং চলতে সাহায্য করে। ছবি গুলো দেখে আমরা কী বুঝছি ?
ছবিটি দেখে কী বুঝছি ? কঙ্কাল আমাদের অঙ্গ সঞ্চালনে সাহায্য করে।
‘ক’- গ্রুপ দলীয় কাজ এটি দেহের কোন অংশ এর বিভিন্ন অংশের বর্ণনা দাও
‘খ’- গ্রুপ দলীয় কাজ এটি দেহের কোন অংশ এর বিভিন্ন অংশের বর্ণনা দাও
এটি কিসের ছবি ? মূল্যায়ন এটা কী ? এটা কী ? স্টার্ণাম পর্শুকা এটা কী ? কশেরুকা বক্ষ পিঞ্জর
বাড়ীর কাজ কঙ্কাল তন্ত্রের গঠন ও কাজ চিত্র সহ বর্ণনা কর।