260 likes | 727 Views
স্বাগতম. শিক্ষক পরিচিতি. মুহম্মদ শাহিদুল ইসলাম প্রভাষক-জীবিজ্ঞান শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজ কালকিনি, মাদারীপুর। আই, ডি, নং- ৩৪. পাঠ পরিচিতি. শ্রেণীঃ একাদশ বিষয়ঃ জীববিজ্ঞান- ১ম প্ত্র অধ্যায়ঃ উদ্ভিদের বিভিন্নতা পাঠ শিরোনামঃ ভাইরাস সময়ঃ ৫০ মিনিট তারিখঃ ০৮/০৪/২০১৩.
E N D
শিক্ষক পরিচিতি মুহম্মদ শাহিদুল ইসলাম প্রভাষক-জীবিজ্ঞান শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজ কালকিনি, মাদারীপুর। আই, ডি, নং- ৩৪
পাঠ পরিচিতি শ্রেণীঃ একাদশ বিষয়ঃ জীববিজ্ঞান- ১ম প্ত্র অধ্যায়ঃ উদ্ভিদের বিভিন্নতা পাঠ শিরোনামঃ ভাইরাস সময়ঃ ৫০ মিনিট তারিখঃ ০৮/০৪/২০১৩
নিচের চিত্রটিতে কী দেখতে পাচ্ছ? রোগাক্রান্ত উদ্ভিদ (ভাইরাসজনিত রোগ)
নিচের চিত্রগুলি কিসের? T2 - ভাইরাস Flu- ভাইরাস ভাইরাসের
আজকের পাঠ ভাইরাস
শিখনফল • ভাইরাস কী তা বলতে পারবে। • ভাইরাসের সংজ্ঞা ও উদাহরণ বলতে পারবে। • ভাইরাসের জড় এবং জীবীয় বৈশিষ্ট্য বলতেপারবে। • ভাইরাসের(T2 – ফায) গঠন চিত্রসহ বর্ণনা করতে পারবে।
সংজ্ঞাঃ ভাইরাস হলো এক প্রকার অতি আণুবীক্ষণিক অকোষীয় রোগ জীবাণু বা রাসায়নিক যা কেবলমাত্র জীবকোষের মধ্যে সংখ্যাবৃদ্ধি ও রোগ সৃষ্টি করতে পারে কিন্তু জীবকোষের বাইরে জড় পদার্থের ন্যায় নিষ্ক্রিয় অবস্থায় থাকে।
ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যঃ ১। ইহা জীবকোষের মধ্যে সংখ্যাবৃদ্ধি ও রোগ সৃষ্টি করতে পারে। ২। ইহাতে মিউটেশন ও প্রকরণ ঘটতে দেখা যায়। ৩। ইহা প্রোটিন ও নিউক্লিয়িক এসিড সমন্বয়ে গঠিত।
ভাইরাসের জড়র বৈশিষ্ট্যঃ ১। ইহা জীবকোষের বাইরে জড় পদার্থের ন্যায় নিষ্ক্রিয় অবস্থায় থাকে। ২। ইহাকে স্ফটিক দানায় পরিনত করা যায়। ৩। ইহাতে সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, কোষীয় অঙ্গানু, কোষ-আবরণী,এনজাইম ইত্যাদি নেই।
ভাইরাসের গঠন লক্ষ্য কর HIV- ভাইরাস T2 - ব্যাক্টেরিওফায
একক কাজ ১। ভাইরাস জনিত পাঁচটি রোগের নাম লিখ। ২। ভাইরাসের তিনটি জীবীয় বৈশিষ্ট্য লিখ।
দলীয় কাজ ১। T2 -ব্যাক্টেরিওফায ও HIV- ভাইরাসের মধ্যে তুলনা কর।
মূল্যায়ন ১।ভাইরাসের সংজ্ঞা দাও। ২। ভাইরাসের জড়র বৈশিষ্ট্য লিখ। ৩। T2 – ব্যাক্টেরিওফাযভাইরাসের চিহ্নিত চিত্র দাও।
বাড়ির কাজ • তোমার জানা মতে ভাইরাস আমাদের কী কী উপকার করে এবং কী কী ক্ষতি করে? • উদ্ভিদ ভাইরাস ও প্রাণী ভাইরাসের • তালিকা প্রস্তুত কর।