180 likes | 323 Views
শুভেচ্ছা. সৈয়দ মোশারফ কামাল প্রধান শিক্ষক আড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় বরুড়া, কুমিল্লা। ০১৯১৭০০১৬১৮. বাংলাদেশ ও বিশ্বপরিচয়. শ্রেণি-পঞ্চম. সময়-৪০ মিনিট. শিখনফল. পাঠ শেষে শিক্ষার্থীরা, ১৫.২.১ বাংলাদেশের কয়েকটি ঐতিহাসিক নিদর্শন (সোনারগাঁও , লালবাগ দূর্গ) সম্পর্কে বলতে পারবে।
E N D
সৈয়দ মোশারফ কামাল প্রধান শিক্ষক আড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় বরুড়া, কুমিল্লা। ০১৯১৭০০১৬১৮
বাংলাদেশ ও বিশ্বপরিচয় শ্রেণি-পঞ্চম সময়-৪০ মিনিট
শিখনফল পাঠ শেষে শিক্ষার্থীরা, ১৫.২.১ বাংলাদেশের কয়েকটি ঐতিহাসিক নিদর্শন (সোনারগাঁও , লালবাগ দূর্গ) সম্পর্কে বলতে পারবে। ১৫.২.২ এসব ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট সময় ও যুগ সম্পর্কে বলতে পারবে। ১৫.২.৩ এসব ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হবে। ১৫.২.৪ ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণ করবে।
বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন সোনারগাঁও ও লালবাগ দূর্গ
ঢাকা শহর থেকে ২৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণে মেঘনা নদীর পশ্চিম তীরে (বর্তমান নারায়ণগঞ্জ জেলায়) অবস্থিত।
মধ্যযুগে মুসলিম শাসন আমলে ,মুঘল আমলে ঈসা খাঁর রাজধানী ছিল। পানাম নগর ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীন লোকশিল্প জাদুগর প্রতিষ্ঠা করেন। লোকশিল্প যাদুগর
পুরানো ঢাকার দক্ষিণ –পশ্চিম প্রান্তে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ১৬৭৮ সালে মগল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম প্রতিষ্ঠা করেন।
শিক্ষার্থীদের পাঠের সাথে সম্পর্ক স্থাপন।
দলীয় কাজ ১।সোনারগাঁয়ে কোন আমলের ঐতিহাসিক নিদর্শন রয়েছে? ২।সোনারগাঁয়ের ঐতিহাসিক নিদর্শনগুলো কী কী? ৩।লালবাগ দূর্গের নিদর্শনগুলোর বর্ণনা দাও।
শ্রেণি মূল্যায়ন ১। সোনারগাঁও কাদের রাজধানী ছিল? ২। লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? ৩।পরী বিবির মাজার কোথায় অবস্থিত?
বাড়ির কাজ তোমার জানা একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে ১০টি বাক্য লিখে আনবে।