120 likes | 286 Views
স্বাগতম. শিক্ষক পরিচিতি. কৃষ্ণা রানী তোকদার সহকারী শিক্ষক (কম্পিউটার) শ্যামপুর উচ্চ বিদ্যালয় পুরানাপৈল,জয়পুরহাট মোবাইল নং-০১৭২৫ - ৩২২১০৩ Krishna1980.jph@gmail.com. পাঠ পরিচিতি ৮ম শ্রেনী বিষয়- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজকের পাঠ- নেটওয়ার্ক সংশ্লিষ্ঠ যণ্ত্রপাতি । সময়-৪৫ মিনিট তারিখ-.
E N D
শিক্ষকপরিচিতি কৃষ্ণা রানী তোকদার সহকারী শিক্ষক (কম্পিউটার) শ্যামপুর উচ্চ বিদ্যালয় পুরানাপৈল,জয়পুরহাট মোবাইল নং-০১৭২৫-৩২২১০৩ Krishna1980.jph@gmail.com
পাঠ পরিচিতি ৮ম শ্রেনী বিষয়-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজকের পাঠ-নেটওয়ার্ক সংশ্লিষ্ঠ যণ্ত্রপাতি। সময়-৪৫ মিনিট তারিখ-
শিখনফল এই পাঠ শেষে শিক্ষাথীরা- • নেটওয়ার্কসংশ্লিষ্ঠ যণ্ত্রপাতির নাম বলতে পারবে। • যণ্ত্রপাতিগুলোর ব্যবহার বলতে পারবে।
নেটওয়ার্কসংশ্লিষ্ঠ যণ্ত্রপাতিগুলোর নাম • হাব • সুইচ • রাউটার
হাব • নেটওয়ার্ক থাকা অনেকগুলো আইসিটিযণ্ত্র তথা কম্পিটারকেএকসাথে যুক্ত করতে ব্যবহার করা হয়। • এক যন্ত্রকে অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করার সুযোগ দেয়।
সুইচ • যে কোন নেটওয়ার্ক তৈরি করতে বেশিরভাগ সময় সুইচ ব্যবহার করা হয়। • সুইচের সাথে যুক্ত যন্ত্রগুলো শুধু যাকে ডাটা বা উপাত্ত পাঠাতে চায় তাকেই উপাত্ত পাঠায়।
রাউটার • এটি নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়। • একই প্রটোকলের অধীনে কার্যরত দুটি নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহৃত হয়। • বর্তমানে ইন্টারনেটে অসংখ্য রাউটার রয়েছে।
মুল্যায়ন • হাব কি কাজে ব্যবহার হয়? • রাউটার কোথায় ব্যবহার হয়?
বাড়ীর কাজ • হাব,সুইচ,রাউটার এর ব্যবহার বিধি বর্ণনা কর?