400 likes | 1.16k Views
স্বাগতম. পরিচিতি. উপস্থাপণায়- মোঃ সিদ্দিকুর রাহমান আই ডি নং-২৬. শ্রেনি-নবম বিষয়-রসায়ন. প র্যা য় সারণি. শিখনফল. পর্যায় সারণি কী তা বলতে পারবে পর্যায় সারণির উৎপত্তি বর্ণনা করতে পারবে. পর্যায় সারণি
E N D
পরিচিতি উপস্থাপণায়- মোঃ সিদ্দিকুর রাহমান আই ডি নং-২৬ শ্রেনি-নবম বিষয়-রসায়ন
শিখনফল • পর্যায় সারণি কী তা বলতে পারবে • পর্যায় সারণির উৎপত্তি বর্ণনা করতে পারবে
পর্যায় সারণি প্রায় একই ধরনের ধর্ম বিশিষ্ট মৌল সমূহ কে একই শ্রেণিভুক্ত করে আবিষ্কৃত সব মৌল কে স্থান দিয়ে মৌল সমূহের যে সারণি বর্তমানে প্রচলিত, তাকে মৌলের পর্যায় বলা হয়। পর্যায় সারণি আনুভুমিক সারি গুলোকে পর্যায় এবং খাড়া স্তম্ভোগুলোকে গ্রুপ বলে।
পর্যায় সারণির উৎপত্তি ও বিবর্তনঃ • অভিজাত ও নিক্রিষ্ট ধাতু • ধাতু ও অধাতু • যোজনি ভিত্তিক শ্রেণি • ডুবেরিনায়ের ত্রয়ী • নিউলান্ডের অষ্টক সূত্র • মেন্ডেলিফ ও লুথার মেয়ারের অবদান
অভিজাত ও নিকৃষ্ট ধাতু ক) অভিজাত ধাতু – সোনা, রূপা ইত্যাদি। খ) নিকৃষ্ট ধাতু – লোহা, তামা ইত্যাদি।
ধাতু ও অধাতুঃ ক) ধাতু- সোনা, রূপা, লোহা ইত্যাদি। খ) অধাতু- অক্সিজেন, নিট্রজেন ইত্যাদি।
সীমাবদ্ধতাঃ আর্সেনিক ও সিলিকন প্রভিতি মৌলের ধাতব ও অধাতব বৈশিষ্ট বিদ্যমান
যোজনী ভিত্তিক শ্রেণি • এক যোজী – সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি। • দুই যোজী – ক্যালশিয়াম, ম্যাগ্নেশিয়াম ইত্যাদি। • তিন যোজী – বোরন, অ্যালুমিনিয়াম ইত্যাদি।
সীমাবদ্ধতাঃ সোডিয়াম ও ক্লোরিন এর ধর্ম ভিন্ন কিন্তু যোজনী একই।
নিউল্যান্ডের অষ্টক সূত্র মৌল সমূহকে তাদের পারমানবিক ভরের ক্রম অনুসারে সাজালে দেখা যায় যে, কোন মৌল থকেই শুরু করে অষ্টম মৌলে ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে।
১ম অষ্টকঃ H Li Be B C N O ২য় ওষ্টকঃF Na Mg Al Si P S ৩য় অষ্টকঃCl K Ca Cr Ti Mn Fe সারণিঃ নিউল্যান্ডের তিনটি অষ্টক
দিমিত্রি মেন্ডেলিফ লুথার মেয়ার
মেন্ডেলিফ ও লুথার মেয়ার এর অবদানঃ বিজ্ঞানী মেন্ডেলিফ ১৮৬৯ সালে মৌল সমূহের রাসায়নিক ধর্মাবলির উপর ভিত্তি করে মৌল সজ্জিত করনের একটি সারণি প্রকাশ করেন। বিজ্ঞানী লুথার মেয়ার ১৮৭০ সালে মৌল সমূহের ভৌত ধর্মাবলির উপর ভিত্তি করে মৌল সজ্জিত করনের একটি সারণি প্রকাশ করেন।
মেন্ডেলিফের পর্যায় সূত্রঃ যদি মৌল সমূহ কে ক্রমবর্ধমান পারমানবিক ভর অনুসারে সাজানো হয় তবে তাদের ভৌত রাসায়নিক ধর্মাবলি পর্যায়ক্রমে আবর্তিত হয়। হেনরি মোসপারমাণবিক সংখ্যা আবিঙ্কারঃ ১৯১৩ সালে হেনরি মোসলে পারমাণবিক সংখ্যা আবিঙ্কার করেন। মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণিঃ মৌলসমূহের ভৌত ও রাসানিক ধমাবলি তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পযায়ক্রমে আবতিত হয়।
সমাধান ১। অধাতু ২। ১৮টি ৩। নিষ্ক্রিয় গ্যাস ৪। ক্ষার ধাতু ৫। ১৮৬৯ সালে
বাড়ির কাজ ১। মেন্ডেলিফের পর্যায় সূত্ররের বিবর্তন ব্যাখ্যা কর