180 likes | 365 Views
সকলকে শুভেচ্ছা. শ্রেনিঃ চতুর্থ বিষয়ঃ পরিবেশ পরিচিতি সমাজ পাঠঃ স্বাধীনতার মহানায়ক শিখন ফলঃ (১) স্বাধীনতার মহানায়কের পরিচয় বলতে পারবে। (২ স্বাধীনতার মহানায়কের শিক্ষা ও কর্ম জীবন সম্পর্কে জেনে বলতে পারবে ।. পরিচয়ঃ. নামঃ মোহাঃ আনোয়ার হোসেন ইন্সট্রক্ট্রর(সুংযুক্তি)
E N D
শ্রেনিঃ চতুর্থ বিষয়ঃ পরিবেশ পরিচিতি সমাজ পাঠঃ স্বাধীনতার মহানায়ক শিখন ফলঃ (১) স্বাধীনতার মহানায়কের পরিচয় বলতে পারবে। (২ স্বাধীনতার মহানায়কের শিক্ষা ও কর্ম জীবন সম্পর্কে জেনে বলতে পারবে ।
পরিচয়ঃ নামঃ মোহাঃ আনোয়ার হোসেন ইন্সট্রক্ট্রর(সুংযুক্তি) নবাবগঞ্জ পিটি আই, চাঁপাই নবাবগঞ্জ। তারিখঃ ১১/১০/১২
১৯৭১ সালের নয় মাসব্যাপী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করি । সেই স্বাধীনতা সংগ্রামের মহানায়াক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । তিনি জাতির জনক হিসেবেও সন্মানিত।
স্বাধীনতার মহানায়ক শেখ মুজিবুর রহমান
নামঃ শেখ মুজিবুর রহমান। জন্মঃ ১৯২০ সালের ১৭ মার্চ জেলাঃ গোপালগঞ্জ পিতার নামঃ শেখ লুৎফর রহমান গ্রামের নামঃ টুঙ্গীপাড়া মাতার নামঃ সায়েরা বেগম
মহানায়কের পরিচিতি • নামঃ শেখ মুজিবুর রহমান। • জন্মঃ ১৯২০ সালের ১৭ মার্চ • পিতার নামঃ শেখ লুৎফর রহমান • মাতার নামঃ সায়েরা বেগম • গ্রামের নামঃ টুঙ্গীপাড়া • জেলাঃ গোপালগঞ্জ
মহানায়কের শিক্ষা জীবন • স্কুলের পড়া শেষ করে তিনি কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হন এবং এখান থেকে বিএ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়া লেখা করেন। ইসলামিয়া কলেজ কলিকাতা ঢাকা বিশ্ববিদ্যালয়
মহানায়কের কর্ম জীবন • ১৯৪৮ সালে ভাষা আন্দলনে যুক্ত থাকার কারণে কারাবরণ করেন। • ১৯৪৯ সালে মুসলিম আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নিযুক্ত হন। • ১৯৫৪ ও ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তান সরকারের মন্ত্রী হিসিবে দায়িত্ব পালন করেন। • ১৯৬৪ সালে দলের সভাপতি নির্বাচিত হন । • ১৯৬৬ সালে ৬ দফা দাবী পেশ করেন।
১৯৭১ সালের ৭ ই মার্চ রেসকোর্সে ঐতিহাসিক ভাষণ।
মহানায়কের রাজনীতিতে সক্রিয় অংশ গ্রহণ • ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামীলীগের বিপুল সংখ্যা গরিষ্ঠতা । • ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর বর্বরতম হামলা। • ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে মহানায়কের স্বাধীনতা ঘোষণা ।
চূড়ান্ত বিজয় • ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় সূচিত হয় । • ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলা ভাষায় প্রথম ভাষণ দান । • ১৯৭৫ সালে ১৫ আগস্ট ষড়যণ্ত্রকারীদের হাতে এ মহানায়ক স্বপরিবারে শহীদ হন।
জন্ম ---- ৬ দফা পেশ ------- --------- পিতার নাম ১৯৭১ সন ১৬ ডিসেম্বর--
মূল্যায়ন শূন্যস্থান পূরণ করঃ- (ক) ১৯৬৬ সালে শেখ মুজিবুর -------- দফা পেশ করেন। (খ) ১৯৭৫ সালে------- আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে শহীদ হন। (গ) স্কুল পড়া শেষে মুজিবুর কলিকাতায় --------কলেজে ভর্তি হন। (ঘ) শেখ মুজিবুর রহমান-------------জনক হিসেবেও সম্মানিত ।