140 likes | 454 Views
সবাইকে শুভেচ্ছা. কনটেন্ট প্রস্তুতকারী মোহাঃ আনোয়ার হোসেন ইন্সট্রাক্টর (সংযুক্ত) নবাবগঞ্জ পি,টি,আই, চাঁপাই নবাবগঞ্জ।.
E N D
কনটেন্ট প্রস্তুতকারী মোহাঃ আনোয়ার হোসেন ইন্সট্রাক্টর (সংযুক্ত) নবাবগঞ্জ পি,টি,আই, চাঁপাই নবাবগঞ্জ।
শ্রেণিঃ তৃতীয়বিষয়ঃ পরিবেশ পরিচিতি সমাজপাঠঃ শ্রমের মর্যাদাপাঠ্যাংশঃ ‘আমরা বাড়ির বিভিন্ন কাজের--------------এগুলো ব্যবহার করা হয় (কামার)’ শিখনফলঃ (ক) মানুষের প্রধান প্রধান পেশা উল্লেখ করতে পারবে। (খ) শ্রমজীবী কারা তা বলতে পারবে।
সমাজে আমাদের বিভিন্ন প্রয়োজন রয়েছে । যেমন খাদ্য,পোশাক,ঘরবাড়ি,যানবাহন শিক্ষা,চিকিৎসা ইত্যাদি । শ্রমজীবীঃ কোন কোন পেশার মানুষ দৈহিক পরিশ্রম করে নানা কাজ করেন। এঁদেরকে শ্রমজীবী বলা হয়।
শ্রমজীবী ১।কৃষক ২।তাঁতী ৩।জেলে ৪।কামার ৫।কুমোর ৬।দর্জি ৭।নাপিত ৮।মুচি ৯। কুলি ১০।ফেরিওয়ালা ১১।মাঝি ১২।রিকসাচালক ১৩।রাজমিস্ত্রি ১৪।কাঠমিস্ত্রি ১৫।বিদ্যুৎমিস্ত্রি ১৬।কারখানা শ্রমিক
কৃষক কৃষকঃ কৃষক ধান, গম, ডাল, শাকসবজি ইত্যাদি চাষ করেন। তাঁদের কাছ থেকে আমরা খাদ্য পাই।
তাঁতীঃ তাঁতী কাপড় তৈরি করেন । এ কাপড় দিয়ে আমাদের পোশাক হয়। তাঁতীঃ
জেলেঃ জেলেঃ জেলে খাল, বিল,নদী, সাগর থেকে মাছ ধরেন । মাছ আমাদের প্রিয় খাদ্য ।
কামারঃ কামারঃ কামার লাঙল, দা, বটি, কাঁচি, ছুরি তৈরি করেন । বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করা হয় ।
প্রশ্ন- উত্তর কৌশল ব্যবহারঃ- • সমাজে আমাদের কী কী প্রয়োজন রয়েছে ? • শ্রমজীবী কাদের বলা হয় ? • জেলে কী কাজ করেন ? • কামার কী কাজ করেন ? • কৃষক আমাদের কিসের প্রয়োজন মিটিয়ে থাকেন ? • তাঁতী আমাদের কিসের প্রয়োজন মিটিয়ে থাকেন ?
মূল্যায়ন • মৌখিক প্রশ্নঃ- • শ্রমজীবী কাদের বলা হয় ? • কৃষক আমাদের কিসের প্রয়োজন মিটিয়ে থাকেন ? • তাঁতী আমাদের কিসের প্রয়োজন মিটিয়ে থাকেন ? • জেলে কী কাজ করেন ? • ছয় ধরনের শ্রমজীবীর নাম বল ।
ধন্যবাদ 01716028888