180 likes | 400 Views
শুভেচ্ছা. পরিচিতি. বিপ্লব কুমার সেন। প্রভাষক(পদার্থ বিজ্ঞান) ডঃ মুহাম্মদ শহিদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ। ১২/ A ,পল্লবী,মিরপুর,ঢাকা -১২১৬. ৮ম শ্রেনিঃবিজ্ঞান. কর্ণ. তরঙ্গ. উৎস. শব্দ. শিখন ফল. এই পাঠ শেষে শিক্ষার্থীরা. (ক)শব্দ কী তা বলতে পারবে। (খ)শব্দ সঞ্চালন ব্যাখ্যা করতে পারবে।
E N D
পরিচিতি বিপ্লব কুমার সেন। প্রভাষক(পদার্থ বিজ্ঞান) ডঃ মুহাম্মদ শহিদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ। ১২/A,পল্লবী,মিরপুর,ঢাকা -১২১৬ • ৮ম শ্রেনিঃবিজ্ঞান
কর্ণ তরঙ্গ উৎস
শিখন ফল...... এই পাঠ শেষে শিক্ষার্থীরা......... (ক)শব্দ কী তা বলতে পারবে। (খ)শব্দ সঞ্চালন ব্যাখ্যা করতে পারবে। (গ)শব্দের প্রতিধ্বনি বিশ্লেষন করতে পারবে।
কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়।
সমুদ্রের গভিরতা নির্ণয় করা যায় এক প্রকার শক্তি শব্দ প্রতিধ্বনি উৎপন্ন করে কম্পনের ফলে উৎপন্ন হয় মাধ্যমের প্রয়োজন
বায়ুর মধ্য দিয়ে শব্দ সঞ্চালন বায়ুর স্তরেরসংকোচন ও প্রসারনের মাধ্যমে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যায়।
প্রতিফলক শব্দের উৎস
শব্দ উৎস থেকে একটি নির্দিষ্ট দূরে বাধা পেয়ে শব্দেরপুনরাবৃত্তিহওয়া কে প্রতিধ্বনি বলে। ঠান্ডা বাতাস উৎস প্রতিফলক শব্দ • শব্দের বেগের উপর তাপের প্রভাব শব্দ প্রতিধ্বনি গরম বাতাস প্রতিধ্বনি
শব্দের বেগ শব্দের বেগ=অতিক্রান্ত দূরত্ব/সময় চিত্রে একটি শব্দ তরঙ্গ দেখান হল শব্দের বেগ কত? দুরত্ব=৩৩২মিটার সময়=১সেকেন্ড তাপমাত্রা =০ডিগ্রী সেন্টিগ্রেড সমাধানঃশব্দের বেগ=৩৩২মিটার/১সেকেন্ড=৩৩২মিটার/সেকেন্ড
দৈনন্দিন জিবনে শব্দের ব্যাবহার c তিফলিও প্রতিফলিত শব্দ শব্দ সংকেত প্রতিধ্বনি সাহা্য্যে সমুদ্রের গভীরতা নির্ণয়
দলীয় কাজ কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয় উক্তিটি মুল্যায়ণ কর।
মূল্যায়ন (ক)শব্দ কাকে বলে? (খ)প্রতিধ্বনি বলতে কী বুঝ । (গ)শব্দের বেগ ব্যখ্যা কর।
বাড়ির কাজ বায়ুর মধ্য দিয়ে শব্দ সঞ্চালন কৌশল বিশ্লেষন কর।