150 likes | 351 Views
সবাইকে শু ভেচ্ছা. পরিচিতি. কাজী নুরুল হক । সহকারী প্রোগ্রামার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। ই- মেইলঃ knh.ict@gmail.com মোবাইলঃ 01721777337. আমরা কি দেখতে পাচ্ছি ?. বর্ণমালা. শহীদ মিনারে সর্বস্তরের মানুষেরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে।. পাঠ পরিচিতিঃআজকের আলোচ্য বিষয়।.
E N D
পরিচিতি কাজীনুরুলহক। সহকারী প্রোগ্রামার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। ই-মেইলঃknh.ict@gmail.com মোবাইলঃ 01721777337
আমরা কি দেখতে পাচ্ছি ? বর্ণমালা শহীদ মিনারে সর্বস্তরের মানুষেরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে।
পাঠ পরিচিতিঃআজকের আলোচ্য বিষয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শ্রেণীঃ ষষ্ঠ। বিষয়ঃ রচনা সম্ভার।
শিখন ফল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে ধারণা লাভ করবে। ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের সম্পর্কে ধারণা লাভ করবে। মাতৃভাষার গুরুত্ব উপলব্ধি করতে পারবে।
১৯৪৮ সালের ২১ শে মার্চ পাকিস্তান সৃষ্টি হওয়ার পর পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মাদ আলী জিন্নাহ ঘোষণা করেন উর্দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
এর প্রতিবাদে 194৮সালের ২৬ শে মার্চ ঢাকায় ধর্মঘট পালিত হয়।
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী ছাত্র জনতা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে সরকার ১৪৪ ধারা জারির ঘোষণা দেয়। কিন্তু ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গের চেষ্টা করে।
পুলিশ নির্মমভাবে গুলীবর্ষণ করে। পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, শফিক এবং আরো অনেকে। বরকত রফিক শফিক জব্বার
অতঃপর সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৩০ তম অধিবেশনে বাংলাদেশ সহ ২৭ দেশের সমর্থন নিয়ে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।
দলীয় কাজ দল–১.তোমার এলাকায় অবস্থিত শহীদ মিনার সম্পর্কে আলোচনা কর। দল-২.একটি শহীদ মিনারের চিত্র অঙ্কন কর। সময় (৩ মিনিট)।
মূল্যায়ন • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন । • ভাষা শহীদদের অবদান। • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশের ভাষা শহীদদের আত্মত্যাগের একটি মহান স্বীকৃতি।
বাড়ীর কাজ প্রত্যেকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর লেখা, কবিতা, প্রবন্ধ, ছবি আনবে, পরবর্তী সপ্তাহে এগুলোর সমন্বয়ে একটি দেয়ালিকা তৈরি করবে।