1 / 10

Bangla Breaking News Today| Bengali News today| Bangla Top News | janomot.com

Find the latest news and updates with the online news portal Janomot. Janomot covers every topic including current issues, local news, politics, sports, etc<br>

janomot
Download Presentation

Bangla Breaking News Today| Bengali News today| Bangla Top News | janomot.com

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. Breaking news

  2. করোনায় ২৪ ঘণ্টায় দেশে মারা গেলেন ১০ জন, নতুন শনাক্ত ৩৪১

  3. করোনায় গত ২৪ ঘণ্টার যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মঙ্গলবার একদিনে অন্তত দুই হাজার ২২৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটি দেশটিতে একদিনে এ ভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। নিজস্ব ট্যালির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। এর আগে দেশটিতে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড তৈরি হয়েছিল গত শুক্রবার। সেদিন অন্তত দুই হাজার ৬৯ জনের মৃত্যু হয়। করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৯ হাজার ৪২২। এ সংখ্যা দুনিয়ার অন্য যে কোনও দেশের চেয়ে ঢের বেশি। আক্রান্তের সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা স্পেনে এ সংখ্যা এক লাখ ৭৪ হাজার ৬০। অর্থাৎ স্পেনের চেয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা তিন গুণেরও বেশি জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এ ভাইরাসে ২৬ হাজার ৫৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ইতালিতে এ সংখ্যা ২১ হাজার ৬৭।

  4. যশোরে জুট মিলে ভয়াবহ আগুন লেগে কোটি টাকার ক্ষতি জনমত ডেস্ক: যশোরের শার্শা উপজেলায় আফিল জুট উইভিং মিলে বুধবার রাতে ভয়াবহ আগুন লেগে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে বেনাপোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ তৌহিদুর রহমান বলেন, রাতে শার্শার আফিল জুট উইভিং মিলস লিমিটেডের মেশিন এরিয়ায় আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই। আফিল জুট উইভিং মিলস লিমিটেডের ব্যবস্থাপক (উৎপাদন) কবিরউজ্জামান বলেন, মিল চলাকালীন সময়ে মেশিনের এরিয়ায় শর্ট সার্কিটের মাধ্যমে হঠাৎ আগুন লেগে যায়। নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে ফোন দেয়া হয়। আগুনে প্রায় ১ কোটি ৩ লাখ ৮৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। শার্শা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ফরিদ ভুঁইয়া জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

  5. রাজধানীতেই পাঁচ শতাধিক মানুষের করোনা জনমত ডেস্ক: দেশে মোট করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত ১২৩১ জনের মধ্যে কেবল রাজধানী ঢাকাতেই ৫১৮ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সূত্রে বুধবার পর্যন্ত প্রকাশিত তথ্যে এ বিষয়টি জানা গেছে। রাজধানীর যেসব এলাকায় করোনাভাইরাস শনাক্ত পাওয়া গেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো- ওয়ারীতে ২৬, টোলারবাগে ১৯, যাত্রাবাড়ীতে ১৯, লালবাগে ১৮, ধানমন্ডিতে ১৮, উত্তরায় ১৭, তেজগাঁওতে ১৬, মোহাম্মদপুরে ২০, বাসাবোতে ১৪, গেন্ডারিয়ায় ১৩, বাবু বাজারে ১১, মহাখালীতে ১০, মগবাজারে ১০, মিরপুর (১২) ১০, মিরপুর (১১) ১১,  গ্রিন রোডে ১০, বনানীতে ৮ ও বাড্ডায় ৬ জন।  ঢাকা শহরে শনাক্ত পাঁচ শতাধিক ব্যক্তি ছাড়াও বিপজ্জনক স্থানের তালিকায় রয়েছে নারায়ণগঞ্জ জেলা। সেখানে করোনা শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে দুই শত। নারায়ণগঞ্জ জেলায় মোট করোনা শনাক্ত এখন ২১৪ জন।

  6. দরিদ্রদের জন্য আরো ৫০ লাখ রেশন কার্ড দেব: প্রধানমন্ত্রী ঘরে তারাবি নামাজ পড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  7. করোনা: লুডু খেলার সময় কাশি দেওয়ায় সঙ্গে সঙ্গে বন্ধুকে গুলি জনমত ডেস্ক: করোনাভাইরাসের কারণে লকডাউনে সময় কাটাতে চার বন্ধু মিলে লুডু খেলছিলেন। দান দিতে দিতে আকস্মিক এক বন্ধু কাশি দেন। সঙ্গে সঙ্গে তাকে গুলি করেন আরেক বন্ধু। কোভিড-১৯ রোগে আক্রান্ত সন্দেহে তাকে গুলি করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে ভারতের নয়ডার জারচার গ্রাম দয়নাগরে। আহত ব্যক্তির আঘাত গুরুতর, তিনি গ্রেটার নয়ডার একটি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ কর্মকর্তা রাজেশ কুমার সিং বলেন, দয়ানগরে জয়, বীরু ওরফে গুল্লু, প্রবেশ আর প্রশান্ত- এই চার বন্ধু মন্দিরের কাছে বসে লুডো খেলছিলেন।

  8. সিলেটে নতুন আরও দুজন করোনায় আক্রান্ত

  9. দেশ-বিদেশের সংবাদ আপডেটের জন্য আমাদের সাথে থাকুন Janomot.com

  10. Thank You For Watching

More Related