220 likes | 473 Views
স্বাগতম. রহিমা খাতুন সহকারী শিক্ষক(ব্যবসায় শিক্ষা) আংগারিয়া উচ্চ বিদ্যালয় আংগারিয়া, শরীয়তপুর । rahimakhatun31@yahoo,com ICT ID No# 06 অষ্টম ব্যাচ টিটিসি, ফরিদপুর।. বিষয়ঃহিসাব বিজ্ঞান অধ্যায়ঃএকাদশ. নবম শ্রেনী. শিখনফল:. উৎপাদন ব্যয় এবং এর বিবরনী কি তা বলতে পারবে ।
E N D
রহিমা খাতুন সহকারী শিক্ষক(ব্যবসায় শিক্ষা) আংগারিয়া উচ্চ বিদ্যালয় আংগারিয়া, শরীয়তপুর। rahimakhatun31@yahoo,com ICT ID No# 06 অষ্টম ব্যাচ টিটিসি, ফরিদপুর।
বিষয়ঃহিসাব বিজ্ঞানঅধ্যায়ঃএকাদশ নবম শ্রেনী
শিখনফল: • উৎপাদন ব্যয় এবং এর বিবরনী কি তা বলতে পারবে । • উৎপাদনের সাথে জড়িত ব্যয়সমূহ উল্লেখ করতে । • উৎপাদনের মোট ব্যয় এবং একক প্রতি ব্যয় এর পাথর্ক্য বলতে পারবে । • কিভাবে উৎপাদনের ব্যয় নিয়ন্ত্রণ করা যায় তা ব্যাখ্যা করতে পারবে ।
চিত্রের ছবিগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি ?
উৎপাদন ব্যয় ও এর উপাদান
চিত্রে এদের কি করতে দেখাযাচ্চে?
পর্রোক্ষ প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ প্রত্যক্ষ মোট ব্যয় অন্যান্য খরচ শ্রম/ মজুরি পরোক্ষ পরোক্ষ উৎপাদন ব্যয়ের উপাদান
উৎপাদন ব্যয় বিবরণী...মাস...সমাপ্ত বছরের প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় যোগ:প্রত্যক্ষ মজুরি যোগ:অন্যান্য খরচ মুখ্য ব্যয় যোগ: কারখানার উপরিব্যয় কারখানার ব্যয় যোগ:অফিস ও প্রশাসনিক উপরিব্যয় উৎপাদন ব্যয় যোগ: বিক্রয় উপরিব্যয় মোট ব্যয় যোগ:মুনাফা বিক্রয় মূল্য
জনাব আসাদ ১ নভেম্ভর ১৯৯৪ ইংতারিখে ইরি ধানচাষে একটি প্রকল্প গ্রহণ করনে ।২৫ একর জমি এক বছরের জন্য ৫০,০০০.০০ টাকায় ইজারা নিলেন ।তিনি ৩১ অক্টোবর ১৯৯৫ তারিখে এ প্রকল্পে ইরি ধান চাষের জন্য নিন্মলিখিত খরচগুলো করেন
একক কাজ জনাব আসাদ এর হিসাব বহিতে প্রত্যক্ষ এবং পরোক্ষ খরচগুলো পৃথক কর ।
এক বছরে ধান উৎপাদন হল প্রতি একরে ৩০ কুইন্টাল ।বিক্রয় কেন্দ্রে ধান আনার পরিবহন খরচ প্রতি কুইন্টালে ১০.০০টাকা, প্রতি কুইন্টাল ধান ৬০০.০০টাকায় বিক্রয় করা হয় ।
দলীয় কাজ জনাব আসাদের ব্যয় বিবরনী তৈরীর মাধ্যমে মূখ্য ব্যয়, মোট ব্যয়, উৎপাদন ব্যয়, লাভ, এবং প্রতি কুইন্টালের ব্যয় ও কুইন্টাল প্রতি লাভ বের কর ।
ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি ?
জোড়ায় কাজ • উৎপাদনের ব্যয় নিয়ন্ত্রণের আরো কী কী কৌশল হতে পারে ০৫ টি উদাহরণ লিখ।
মূল্যায়ণ • বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় কিভাবে নিধারন করবে ।