370 likes | 559 Views
স্বাগতম. মোঃ হুমায়ন কবির সহকারী শিক্ষক সরদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় চারঘাট, রাজশাহী ।. শ্রেনিঃ চতুর্থ বিযয়ঃ প্রাথমিক বিজ্ঞান তারিখঃ 20/04/2013
E N D
মোঃ হুমায়ন কবির সহকারী শিক্ষক সরদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় চারঘাট, রাজশাহী । শ্রেনিঃ চতুর্থ বিযয়ঃ প্রাথমিক বিজ্ঞান তারিখঃ 20/04/2013 সময়ঃ 50 মিনিট
আজকের পাঠঃ স্বাস্থ্যবিধি পানিবাহিত রোগ ডায়রিয়া কীভাবে ডায়রিয়া প্রতিরোধ করবে? কীভাবে খাবার স্যালাইন বানাবে?
শিখনফলঃ ১) পানি বাহিত রোগ কাকে বলে ও কী কী বলতে ও লিখতে পারবে। ২) ডায়রিয়া কী এবং ডায়রিয়া রোগ প্রতিরোধের উপায় বলতে ও লিখতে পারবে।
ছবি গুলো দেখ এবং চিন্তা কর কী ঘটছে?
দলে ভাগ হয়ে যাও এবং যা দেখেছ তা আলোচনা কর।
হাত খাদ্য পানিবাহিত রোগ মলমূত্র পানি ডায়রিয়া আমাশয় কলেরা টায়ফয়েড ফলমুল এবং শাক- সবজি
টয়লেটট বার বার পাতলা পায়খানা হলে শরীর থেকে লবন ও পানি বের হয়ে যায়, মুখ ও জিহব্বা শুকিয়ে যায়। পানির পিপাসা বৃদ্ধি পায়।
পাঠ্য বইয়ের সাথে সংযোগ সাধন পৃষ্টা নং ২৯,৩০ (পানিবাহিত রোগ থেকে ডায়রিয়ার শরীরে প্রবেশ করে ।)
এমন অবস্থায় কী করা যেতে পারে?
বার বার খাবার স্যালাইন খাওয়াতে হবে।
যদি খাবার স্যালাইন কিনতে না পাওয়া যায় তবে বাড়িতে তৈরী করা যায়। খাবার স্যালাইন তৈরীর নিয়ম।
এর পরেও যদি রুগী সুস্থ না হয়
ডাক্তারের পরামর্শ নিতে হবে
অবশ্যইপরিচ্ছন্ন টয়লেট ব্যবহার করতে হবে এবং টয়লেট থেকে এসে সাবান দিয়ে হাত ভাল করে পরিষ্কার করতে হবে।
নিরাপদ পানি পান করতে হবে ও খাবার সব সময় ঢেকে রাখতে হবে
ফলমুল ও শাকসবজি খাবার আগে ভাল করে ধুয়ে নিতে হবে
যেখানে সেখানে মল ত্যগ করা যাবেনা
চিত্রের কাজ গুলো পরিহার করতে হবে
দলীয় কাজ জীবানুঃ ডায়রিয়ার জীবানু কীভাবে ছড়ায় লিখবে। রুগীঃ ডায়রিয়া হলে কী হয় লিখবে। ডাক্তারঃ ডায়রিয়া রোগ প্রতিরোধের উপায় লিখবে। স্যালাইনঃ বাড়িতে কীভাবে খাবার স্যালাইন তৈরী করা যায় লিখবে।
মূল্যায়ন ১)পানিবাহিত রোগ বলতে কি বুঝ? ২)কয়েকটি পানিবাহিত রোগের নাম বল। ৩)ডায়রিয়ার জীবানূ কীভাবে ছড়ায়? ৪)ঘন ঘন পাতলা পায়খানা হলে কী করতে হয়?
মূল্যায়ন ডায়রিয়া প্রতিরোধে তোমার করণীয় কী? খাতায় লিখ।
ধন্যবাদ নিরাপদ পানি সুস্থ্য জীবন।