200 likes | 331 Views
শুভেচ্ছা. শিক্ষক পরিচিতি. মোছাঃ নাহমিদা বেগম সহকারী শিক্ষক কারমাইকেল কলেজ সরকারী প্রাথমিক বিদ্যালয় কলেজ রোড, রংপুর সদর, রংপুর ।. পাঠ পরিচিতি. শ্রেণিঃ তৃতীয় বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় পাঠঃ সমাজের বিভিন্ন পেশা. শিখনফল. ১। বিভিন্ন পেশার নাম বলতে পারবে।
E N D
শিক্ষক পরিচিতি মোছাঃ নাহমিদা বেগম সহকারী শিক্ষক কারমাইকেল কলেজ সরকারী প্রাথমিক বিদ্যালয় কলেজ রোড, রংপুর সদর, রংপুর ।
পাঠ পরিচিতি শ্রেণিঃ তৃতীয় বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় পাঠঃ সমাজের বিভিন্ন পেশা
শিখনফল ১। বিভিন্ন পেশার নাম বলতে পারবে। ২। কৃষক কি কি উৎপাদন করেন লিখতে পারবে। ৩। জেলে কি করেন লিখতে পারবে।
আবেগ সৃষ্টি গানের মাধ্যমে মানুষ মানুষের জন্য..................।
সমাজের বিভিন্ন পেশার মানুষ
আমরা সকল পেশাকে সম্মান করব কৃষক জেলে তাঁতি চিকিৎসক শিক্ষক পেশা কামার দর্জি কুমার গাড়িচালক রাজমিস্ত্রি
যে কাজ করে মানুষ অর্থ আয় করে তাকে পেশা বলে।
ধান, পাট, গম, ইত্যাদি ফসল চাষ করেন।
আলু, বেগুন, মূলা, টমেটো, গাজর পটল, ইত্যাদি উৎপাদন করেন।
জেলে খালবিল, হাওর-বাঁওড়, নদী ও সাগরে জাল দিয়ে মাছ ধরেন।মাছ আমাদের প্রিয় খাবার।
১। সঠিক উত্তরটি খাতায় লিখঃ ক) ফসল ও সবজি চাষ করেন কে? খ) আমরা জেলেদের কাছ থেকে কি পাই? ২। শূণ্যস্থান পূরণ কর। ক) যে কাজ করে মানুষ অর্থ আয় করে তাকে............বলে। খ) জেলে ......... দিয়ে মাছ ধরে।
দলীয়কাজ ক) কৃষক কি কি ফসল ফলায়? খ) বাংলাদেশের পাঁচটি পেশার নাম লিখ।
পাঠ্য বইয়ের ২০ নং পৃষ্ঠা খুলে পাঠের সাথে সংযোগ স্থাপন
মূল্যায়ন ১।তোমার আশেপাশে কোন কোন পেশার লোক বাস করে? ২। কৃষক ও জেলের কাজ বর্ণনা কর।