120 likes | 291 Views
স্বাগতম. এস . কে . এম . শামছুল হোদা. সহকারী প্রধান শিক্ষক. মোবাঃ০১৭১৯০১৪৪৩৫. গনিনগগর ষোল গ্রাম উচ্চবিদ্যালয়. ইমেইলঃ shamsulhuda 7960 @mail.com. শিরোনাম. ৮ম শ্রেণী. পরাগায়ন. অধ্যায়- ৪র্থ. সময়ঃ ৪০ মিনিট. তারিখঃ৪/২/১৪. বিষয়ঃবিজ্ঞান. শিখনফলঃ এই পাঠ শেষে শিক্ষার্থীরা.....................
E N D
এস.কে.এম.শামছুল হোদা সহকারী প্রধান শিক্ষক মোবাঃ০১৭১৯০১৪৪৩৫ গনিনগগর ষোল গ্রাম উচ্চবিদ্যালয় ইমেইলঃshamsulhuda7960@mail.com
শিরোনাম ৮ম শ্রেণী পরাগায়ন অধ্যায়- ৪র্থ সময়ঃ ৪০ মিনিট তারিখঃ৪/২/১৪ বিষয়ঃবিজ্ঞান
শিখনফলঃ এই পাঠ শেষে শিক্ষার্থীরা..................... ১। পরাগায়ন কি বলতে পারবে। ২। নিষেক কি বলতে পারবে। 3। ফুলের বিভিন্ন অংশবলতে পারবে।
চিত্রে পরাগায়ন প্রক্রিয়ার একটি ধরন উপস্তাপন করা হয়েছে।উদ্ভিদের বংশ রক্ষায় এই প্রক্রিয়ার গুরুত্ত অপরিসীম।উদ্ভিদের ফুলই এর প্রজজনের অঙ্গ।ফুলের ভিতরে পুঃজনন কোষ ও স্ত্রীঃজনন কোষের সৃষ্টি হয়। ফুলের পুঃজনন কোষে পতিত হয়ে পরাগায়ন ঘঠায়।পরগায়নের ফলে পুঃজনন কোষ ওস্ত্রীঃজনন কোষের মিলনে জাইগোট সৃষ্টি হয়।
জাইগোট থেকে ফল ওবীজের সৃষ্টি হয়।বীজ উদ্ভিদের বংশ রক্ষার পাশাপাশি বংশ বৃদ্ধি করে।উদ্ভেদের এই বীজ সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করে পরাগায়ন ওনিষেক।এই বীজ হতে নুতন চারা গজায় ।চারাগাছ বড় হয়ে পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয়।ফুল ওফল ধারন করে ।এইভাবে চক্রাকারে উদ্ভিদের জীবন প্রবাহ চলতে থাকে।যদি পরাগায়ন না ঘঠত তবে উদ্ভদের জীবন প্রবাহ ধ্বংস হয়ে যেত ।ফলে কোন উদ্ভিদ জন্মাত না।তাই বলা যায় উদ্ভেদের বংশ ও বীজের অস্তিত্ত রক্ষায় পরাগায়ন এর গুরুত্ত অপরিসীম ।
দলীয় কাজঃ 1.পরাগায়ন কী মাধ্যমের সাহায্যে হতেপারে। ২। পতংগ পরাগী কয়েকটি ফুলের নাম লিখে আনবে।
বাড়ীর কাজঃ ১।স্বপরায়ন ও পরপরাগায়নের পার্থক্য বর্ণনা করে আনবে । ২। উদ্ভিদের বংশ বিস্তারে পরাগায়ন এর ভূমিকা কী লিখে আনবে।