190 likes | 434 Views
শুভেচ্ছা. মোঃআহসান কবির প্রভাষক (কম্পিউটার শিক্ষা) ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম। আইডি নং-১০. তানজিনা ফরিদ প্রভাষক (কম্পিউটার শিক্ষা) ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ চট্টগ্রাম। আইডি নং-০৯. ব্যাচ নং -৩০ ভেন্যু-টিটিসি, চট্টগ্রাম. কম্পিউটার শিক্ষা -প্রথম পত্র.
E N D
শুভেচ্ছা মোঃআহসান কবির প্রভাষক (কম্পিউটার শিক্ষা) ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম। আইডি নং-১০ তানজিনা ফরিদ প্রভাষক (কম্পিউটার শিক্ষা) ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ চট্টগ্রাম। আইডি নং-০৯ ব্যাচ নং -৩০ ভেন্যু-টিটিসি, চট্টগ্রাম
কম্পিউটার শিক্ষা -প্রথম পত্র একাদশ শ্রেণি সময়ঃ ৪০ মিনিট
ছবিগুলো দেখি ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ কম্পিউটার হাইব্রিড কম্পিউটার সুপার কম্পিউটার
কম্পিটারের প্রকারভেদ অবতারনা পৃষ্ঠা নং ২৪-২৯ প্রকৌশলী মুজিবুর রহমান
শিখন ফল এ পাঠ শেষে শিক্ষার্থীরা - • বিভিন্ন প্রকার কম্পিউটার সম্পর্কে বলতে পারবে। • কম্পিউটারের ব্যবহার সম্পর্কে বর্ণনা করতে পারবে। • বিভিন্ন কম্পিউটারের মধ্যে পার্থক্যসনাক্ত করতে পারবে।
অ্যানালগ সিগন্যাল অ্যানালগ কম্পিউটারে বর্ণ ও অংকের বদলে ক্রমাগত পরিবর্তশীল সংকেতইনপুট হিসেবে ব্যবহার করা হয়।
অ্যানালগ কম্পিউটারের ব্যবহার স্লাইড রুল স্পিডোমিটার
ডিজিটাল সিগন্যাল ০ ও ১ দিয়ে সব ধরনের কাজ সম্পন্ন করা হয়।
ডিজিটাল কম্পিউটারের প্রকারভেদ মিনি কম্পিউটার মাইক্রো কম্পিউটার মেইনফ্রেম কম্পিউটার সুপার কম্পিউটার
ডিজিটাল কম্পিউটারের ব্যবহার ক্যালকুলেশন ডকুমেন্ট প্রসেসিং মাল্টিমিডিয়া
আউটপুট ইনপুট হাইব্রিড কম্পিউটার ইনপুট হিসেবে অ্যানালগসিগন্যালগ্রহন করে ডিজিটাল প্রক্রিয়া করনের পর ফলাফল ডিজিটাল অংশে প্রেরণ করে।
হাইব্রিড কম্পিউটারের ব্যবহার আবহাওয়া পরিমাপ নভোযান ক্ষেপনাস্ত্র
দলীয় কাজ • অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটার এর মধ্যে তিনটি পার্থক্য লিখ।
উত্তর বলি • ল্যাপটপ কি ধরনের কম্পিটার? • দুইটি ডিজিটালকম্পিউটারের নাম বল। • আবহাওয়া পরিমাপের জন্য কি ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়? • মোটর গাড়ির স্পিডোমিটার কি ধরনের কম্পিটার?
বাড়ির কাজ একটি হাসপাতালের পরীক্ষাগারে কি ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়? উত্তরের পক্ষে তোমার যুক্তি উপস্থাপন কর।