210 likes | 387 Views
স্বাগতম. শেখার ভুবনে সবাইকে. পাঠ পরিচিতি. শ্রেণি- চতুর্থ , বিষয় – বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়বস্তু -বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা পাঠ্যাংশ – চাকমা. উ পস্থাপনায়. শিমুল রানী দাস সহকারি শিক্ষক ওছখালি আলিয়া মডেল স . প্রা . বি . হাতিয়া ,নোয়াখালী ।. শিখনফল.
E N D
স্বাগতম শেখার ভুবনে সবাইকে
পাঠ পরিচিতি শ্রেণি- চতুর্থ , বিষয় – বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়বস্তু -বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা পাঠ্যাংশ – চাকমা
উপস্থাপনায় শিমুল রানী দাস সহকারি শিক্ষক ওছখালি আলিয়া মডেল স. প্রা. বি . হাতিয়া ,নোয়াখালী ।
শিখনফল • চাকমাদের জীবনধারা বর্ণনা করতে পারবে । • চাকমাদের পোশাক ও উৎসব সম্পর্কে বলতে পারবে ।
আজকের পাঠ বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্ত্বা চাকমা
লাদেশে বাংলাদেশে প্রায় ৪৫ টিরও অধিক ক্ষুদ্র জাতিসত্তার বাস রয়েছে । জনসংখ্যার দিক থেকে চাকমা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র জাতিগোষ্ঠী । চাকমাদের নিজস্ব গান আছে ,আছে নাচ ও সাহিত্য
লাদেশে নাদেং খারা, গুদো খারা, এবং ঘিলা খারা চাকমাদের প্রিয় খেলা ।
লাদেশে চাকমারা কাঠ ও বাঁশ দিয়ে মাচার মতো ঘর তৈরি করে । ঘরগুলোতে ওঠার জন্য রয়েছে কাঠের বা বাঁশের সিঁড়ি ।
লাদেশে গ্রামে বসবাসকারী চাকমারা সাধারণত জুম চাষ করেন । পাহাড়ের ঢালু জায়গা পরিষ্কার করে ছোট ছোট দা দিয়ে গর্ত করে বীজ লাগিয়ে এ চাষ করতে হয় ।
লাদেশে ঐতিহ্যগত ভাবে চাকমারা নিজেদের তাঁতে নানা নকশায় কাপড় বোনে । চাকমা নারীদের পোশাকের নাম পিনন- হাদি । পিনন কোমর থেকে পা পর্যন্ত লম্বা । উপরের অংশটির নাম হাদি । ছেলেরা পরে ফতুয়া ও পাঞ্জাবি র মতো পোশাক ।
লাদেশে চাকমারা বিভিন্ন ধরণের উৎসব পালন করেন । মাঘী পূর্ণিমা , কঠিন চীবরদান উল্লেখযোগ্য ধর্মীয় অনুষ্ঠান । চাকমাদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে বিজু । বাংলা বছরের শেষ দুই দিন এবং বছরের প্রথম দিন এই উৎসব পালন করা হয় । “ বৌদ্ধ পূর্ণিমা “ তাদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান ।
দলীয় কাজ ১। জুম চাষ কাকে বলে ? ২। চাকমাদের জীবনধারা কেমন ? ৩। বিজু কেন চাকমাদের শ্রেষ্ঠ উৎসব ?
জোড়ায় কাজ সঠিক উত্তরটি খাতায় লেখঃ ১। বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোনটি ? ক) মণিপুরি খ) চাকমা গ) সাঁওতাল ঘ) গারো ২। ক্ষুদ্র জাতিসত্তা বলতে কাদের বোঝায় ? ক) যাদের নিজস্ব ভাষা নেই খ) যাদের নিজস্ব সংস্কৃতি নেই গ) যাদের সামাজিক আচার অনুষ্ঠান নেই ঘ) যাদের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি ৩।চাকমারা জুম চাষ করে কেন ? ক) ধর্ম পালনের জন্য খ) জীবিকার জন্য গ) আনন্দের জন্য ঘ) সংস্কৃতি রক্ষার জন্য
একক কাজ বাম পাশের কথা গুলোর সাথে ডান পাশের কথা গুলোর মিল করঃ ক) চাকমা নারীদের পোশাক খ) চাকমাদের প্রধান ধর্মীয়অনুষ্ঠান গ) চাকমাদের ঘর গুলো ঘ) চাকমারা সাধারণত ক) জুমচাষ ও অন্যান্য কৃষি কাজকরেন খ) শক্ত গাছের ওপর তৈরি গ) পিনন-হাদি ঘ) বৌদ্ধ পূর্ণিমা
১। চিত্রে কোন জাতি সত্ত্বার লোক রয়েছে ? ২। তাদের জীবন ধারা কেমন ? ৩। তাদের পোশাক ও উৎসবের বর্ণনা দাও ।
বাড়ির কাজ চাকমাদের জীবনধারার কোন দিকটি তোমার ভালো লেগেছে ? কেন ?
সবাইকে ধন্যবাদ