140 likes | 347 Views
সবাইকে রজনীগন্ধার শুভেচ্ছা. পরিচিতি. মোছাঃ শাহানাজ বেগম সহকারী শিক্ষিকা (কম্পিউটার) রামভদ্রপুর উচ্চ বিদ্যালয় পাঁচবিবি, জয়পুরহাট আইডি নং-২৩. শ্রেণীঃ নবম বিষয়ঃ ইতিহাস অধ্যায়ঃ তৃতীয় সময়ঃ ৩৫ মিনিট তারিখঃ ১৩-০৫ ২০১২ইং. এই পাঠ শেষে শিক্ষার্থীরা-. শিখন ফলঃ.
E N D
সবাইকে রজনীগন্ধার শুভেচ্ছা
পরিচিতি মোছাঃ শাহানাজ বেগম সহকারী শিক্ষিকা (কম্পিউটার) রামভদ্রপুর উচ্চ বিদ্যালয় পাঁচবিবি, জয়পুরহাট আইডি নং-২৩ শ্রেণীঃ নবম বিষয়ঃ ইতিহাস অধ্যায়ঃ তৃতীয় সময়ঃ ৩৫ মিনিট তারিখঃ ১৩-০৫ ২০১২ইং
এই পাঠ শেষে শিক্ষার্থীরা- শিখন ফলঃ • প্রাচীন বাংলার সামাজিক অবস্থা লিখতে পারবে*সংস্কৃতি সম্পর্কে বলতে পারবে • প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে শিখতে পারবে
চিত্রে কি কি দেখা যাচ্ছে?
পাঠের শিরোনামঃ বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস
একক কাজ সময়ঃ ২মিনিট সংস্কৃতি কি? সমাধানঃ • মানুষ জীবনকে সুশৃঙ্খল ও সুন্দরভাবে এগিয়ে নিতে দেয় আইন,বিজ্ঞান, শিল্পকলা,ধর্ম প্রভৃতির উন্নয়ন। • সমাজ জীবন বিকাশে মানুষের এ সমস্ত কর্মকান্ডের সম্মিলিত রূপই হচ্ছে তার সংস্কৃতি।
জোড়ায় কাজ সময়ঃ ৫মিনিট • প্রাচীন বাংলার মানুষের প্রিয় খাবার কি ছিল? • প্রাচীন বাংলার সাধারন মানুষের পোশাক কি ছিল? • প্রাচীন বাংলার সাধারন মানুষের পোশাক কি ছিল?
সমাধানঃ • প্রাচীন বাংলার মানুষের প্রিয় খাবার ছিল ভাত ও মাছ ।তখনও ইলিশ মাছ খুব প্রিয় ছিল। শুঁটকি মাছ ও তারা খুব পছন্দ করত । • প্রাচীন বাংলার সাধারণত পুরুষের পোষাক ছিল ধুতি।মেয়েরা শাড়ি পরত। উৎসবে তারা বিশেষ ধরণের পোশাক পরত। • প্রাচীন বাংলার মানুষের চলাচলের প্রধান বাহন ছিল গরুরগাড়ি ও নৌকা।
দলীয় কাজঃ সময় ৫ মিনিট • প্রাচীন বাংলার মানুষের কয়শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল? • ব্রাহ্মণদের জীবনধারণ সম্পর্কে লিখ।
সমাধানঃ • প্রাচীন বাংলার মানুষদের চার শ্রেণীতে বিভক্ত করা ছিল। যথাঃ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র • ব্রাহ্মণরা ছিল উঁচু বর্ণের অন্তর্ভূক্ত। ধর্মীয় কাজ পরিচালনা করা ছিল তাদের মূল পেশা। তারা অন্য কোন শ্রেণীর সাথে মেলামেশা করত না।তারা মনে করত শূদ্রের হাতের ছোঁয়া লাগলে শরীর অপবিত্র হবে।শূদ্রের হাতে কোন খাবার ও পানি ব্রাহ্মনরা স্পর্শ করত না।
মূল্যায়নঃ ১) সংস্কৃতি কি? ২) আর্যদের আগমনের পূর্বে এদেশের ভাষা কি ছিল? ৩) আর্যদের কোন কোন প্রথা হিন্দুদের মধ্যে ছিল? ৪) বৌদ্ধপালদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি কেমন? ৫)ব্রাহ্মণরা সাধারণ মানুষের উপর কি ধরণের অত্যাচার করত?
বাড়ির কাজঃ প্রাচীন বাংলার মানুষের জীবনযাত্রার মান কেমন ছিল- বিশ্লেষণ কর।
আজকের পাঠে সকলকে ধন্যবাদ।